Pension Scheme – কেন্দ্রের নতুন সরকারী পেনশন প্রকল্প, দিনে মাত্র ২ টাকা জমিয়ে ৩০০০ টাকা মাসিক পেনশন, বেশি দিলে বেশি পাবেন

যেকোনো সরকারী প্রকল্প মানেই নিরাপদে বিনিয়োগ, আর দীর্ঘমেয়াদী বিনিয়োগে পেনশন প্রকল্প (Pension Scheme) সবচেয়ে বেশি রিটার্ন দেয়। আর পেনশন নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প। এবার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু হয়েছে, এতে যে কেউ ইনভেস্ট করতে পারবেন। এই পরিকল্পনায় আওতায় আসছেন এমন শ্রমজীবী মানুষেরা, যারা কাজের ক্ষেত্রে কোনও শ্রমিক সংগঠনের আওতায় পড়েন না। অর্থাৎ ছোট বিক্রেতা, নির্মাণকর্মী, রিকশাচালক, এবং অসংগঠিত সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বয়সকালে অসহায়তা থেকে সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সহায়তা করা হবে।

এই প্রকল্পের সুবিধাঃ

এই প্রকল্পের আওতায় আসা কেন্দ্রীয় সরকার অসংগঠিত কর্মীদের বার্ধক্যকালে পেনশনের নিশ্চয়তা দেওয়া হবে। এই স্কিম (Pension Scheme) অনুযায়ী কোনও শ্রমিক প্রতি দিনের আয়ের থেকে ২ টাকা বাঁচিয়ে প্রতি বছর শেষে ৩৬,০০০ টাকা পেনশন পেতে পারেন। এবং বিনিয়োগ বেশি হলে পেনশন ও বেশি হবে। এবার জেনে নেওয়া যাক, এই প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন, আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি।

মাসে জমা করতে হবে কমপক্ষে ৫৫ টাকা

এই প্রকল্পের আওতায় পড়তে গেলে প্রতি মাসে কমপক্ষে ৫৫ টাকা অর্থাৎ বা মাসের ২৮ টি দিনে ২ টাকা করে জমা করতে হবে। যদি কোনও শ্রমিক ১৮ বছর বয়স থেকে মাসে ৫৫ টাকা করে সঞ্চয় করতে শুরু করে বুড়ো বয়সে বার্ষিক ৩৬,০০০ টাকা করে পেনশন পেতে পারেন তিনি। মধ্যবয়স্ক শ্রমিকদের ক্ষেত্রে যদি কেউ ৪০ বছর বয়স থেকে এই প্রকল্পের (Pension Scheme) আওতায় আসতে চান তবে তাঁকে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। ৬০ বছর পূর্ণ হওয়ার পরই এই প্রকল্পর নিয়ম অনুযায়ী পেনশন পেতে থাকবেন তিনি। মাসে ৩০০০ টাকা করে পাবেন তিনি।

পোষ্ট অফিসে মাসে ১০০০ টাকা দিয়ে পান ২ লাখ টাকা, ক্লিক করুন

কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের অংশ হতে জন্য আবেদনকারীকে কমন সার্ভিস সেন্টারে রেজিস্ট্রেশন করতে হবে। নিজে না পারলে সাইবার ক্যাফে থেকে CSC পোর্টালে (নিচে লিঙ্ক আছে) গিয়ে অনলাইনেই এই স্কিমের আওতায় আসার জন্য আবেদন করতে পারেন আগ্রহীরা। ওই পোর্টালেই পাওয়া যাবে একটি আবেদন ফর্ম। সেই ফর্মে প্রয়োজনীয় তথ্য যথাযথ ভাবে তুলে ধরতে হবে।

আরও পড়ুন,  পিপিএফ এ প্রতিমাসে ১ হাজার টাকা জমালে পাবেন ৩৬ লক্ষ টাকা

কি কি ডকুমেন্টস লাগবে?

এই প্রকল্পে অংশ হওয়ার আবেদন করতে প্রয়োজন একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ।এই স্কিমের জন্য আবেদন করা গ্রাহকের আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, সেভিংস বা জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রয়োজন হবে। এছাড়া, সরকার যাতে প্রতি মাসে ব্যাঙ্ক থেকে ৫৫/২০০ টাকা কেটে নিতে পারে সেই মর্মে ব্যাঙ্কের থেকে একটি সম্মতিপত্র সাবমিট করে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

এই লিঙ্ক থেকে পেনসনের জন্য আবেদন করতে পারেন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment