অতিমারী পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik HS Exam 2022) কথা ভেবে চালু হয়েছে ক্লাস। কিন্তু আবার চোখ রাঙ্গাচ্ছে নয়া স্ট্রেন ওমিক্রন। তাই শিক্ষামহলে জোর চর্চা, ফের বন্ধ হয়ে যাবে না তো স্কুল? তাহলে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ণ কীভাবে হবে?
এই প্রসঙ্গে অধিকাংশ শিক্ষকই মনে করছেন এর অন্যতম সমাধান টেস্ট পরীক্ষা। যদি একান্তই রাজ্যের দুই মেগা পরীক্ষা (Madhyamik HS Exam 2022) করানো সম্ভব না হয়, তাহলে টেস্ট এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর। পর্ষদ সুত্রে জানা গেছে, চলতি সপ্তাহে মাধ্যমিক টেস্ট এর সূচি প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে স্কুলগুলি নিজেদের সুবিধে মত ডিসেম্বর বা জানুয়ারি মাসে টেস্ট নেবে। আর এই প্রসঙ্গে পর্ষদ এবং সংসদ কি জানালো সেই নিয়ে রইলো তথ্য।
প্রসঙ্গত, কোভিডের কারণেই সিবিএসই (CBSE) এবং সিআইএসই (CISE) এর মত সর্বভারতীয় বোর্ড এবার আগে থেকে দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা দুই ধাপে করাচ্ছে। অন্যদিকে, আগামী বছরের ৭ থেকে ১৬ মার্চ হবে মাধ্যমিক। ২ এপ্রিল শুরু উচ্চমাধ্যমিক। শেষ হবে ২০ এপ্রিল। উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। এ রাজ্যে প্রতি বছর মাধ্যমিকে বসে গড়ে ১২ লক্ষ পড়ুয়া। উচ্চমাধ্যমিকে বসে ৮ লক্ষ ছাত্রছাত্রী। গত বছরের মত এবারও যদি কোভিডের উপদ্রব দেখা দেয় তাহলে কী হবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা (Madhyamik HS Exam 2022)।
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিকের টেস্ট হবে। দুই এক দিনের মধ্যে আমরা স্কুলগুলিকে সূচি জানিয়ে দেব। টেস্টের প্রশ্ন ছাপানো, খাতা দেখা এবং প্রত্যেক পড়ুয়ার খাতা সযত্নে গুছিয়ে রাখার দায়িত্ব স্কুলের। কোভিডের কারণে মাধ্যমিক না হলে মূল্যায়ণে টেস্টের নম্বর উল্লেখযোগ্য ভূমিকা নেবে। তখন কোনও গড়মিল দেখলে টেস্টের উত্তরপত্র চেয়ে পাঠাবে পর্ষদ। (Madhyamik HS Exam 2022)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে ক্লিক করুন
এদিকে সংসদ থেকে উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যালের কোনও প্রশ্ন স্কুলে যাচ্ছে না। কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া ও নম্বর দেওয়ার দায়িত্ব স্কুলের। মূল্যায়নের পর স্কুলগুলি নম্বর পাঠাবে সংসদে। সংসদের এক আধিকারিক জানিয়েছেন, টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে তা আমরা চাপিয়ে দেব না। স্কুল কর্তৃপক্ষ সুবিধে মত টেস্ট পরীক্ষা নেবে। (Madhyamik HS Exam 2022)
উল্লেখ্য, আগামী বছর নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। মাধ্যমিক আগের মতই হবে অন্য ভেন্যুতে। যদিও নিজের স্কুলে মাধ্যমিক দেওয়ার দাবী রয়েছে। তবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকদের পরামর্শ, টেস্ট পরীক্ষা গুলো সিরিয়াসভাবে ফাইনাল পরীক্ষার মতো দিতে। পরীক্ষা না হলে এটাই হবে নির্ণায়ক। (Madhyamik HS Exam 2022)