বিগত বছর গুলিতে সুদের পরিমান কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। (LIC PPF Plan) সবচেয়ে বেশি রিটার্নের ভরসার জায়গা ছিল প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) এবং সাধারন মানুষের জন্য পিপিএফ প্লান (PPF Plan). কিন্তু কয়েক বছরে সেই সুদের হার ও ৮.৫০% থেকে বর্তমানে ৭.১০% এ এসে ঠেকেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন আগামী কয়েক বছরে সেটি আরও কমার সম্ভাবনা রয়েছে। সেই খেত্রে তুলনামূলক ভাবে অনেকটাই এগিয়ে আছে এলআইসি পলিসি (LIC India,).
আপনারা যেমন পিপিএফ এ টাকা রাখেন সেই একই পরিমানে টাকা জমিয়ে কিকরে তার চেয়ে তিনগুন টাকা নিশ্চিতরূপে পাবেন, নিচের হিসাব থেকে দেখে নিন। LIC PPF Plan ( এলআইসি পলিসি ) PPF Vs LIC
PPF Plan :
১) বর্তমানে সুদের হার ৭.১০%, কিন্তু এটি প্রতি ৪ মাস অন্তর অন্তর পরিবর্তন হয়, সমস্ত প্রকল্পের সুদ যেহেতু কমছে, আগামী বছরে এই সুদের হার কমতে পারে। পিপিএফ এর নিয়ম হলো যখন যে হারে সুদ চালু থাকবে, তখন সেই হারে আপনি সুদ পাবেন।
২) ১৫ বছরের প্লান, তার আগে বিনিয়োগকারী মারা গেলে, নমিনি এতদিন ধরে জমা করা আসল ও সুদ পাবে।
৩) ম্যাচুরিটি হয়ে গেলে আসল আর সুদ পাবে, অন্য কিছু আর নেই এই প্রকল্পে।
হিসাবঃ প্রতি বছর ১ লাখ টাকা জমালে ১৫ বছর পর পেতে পারেন ১৫ লাখ টাকা + সুদ ( বর্তমানে ৭.১০% হারে রয়েছে সেক্ষেত্রে আগামী ১৫ বছরে কম বেশি হয়ে সুদ দাড়াতে পারে ৫.৫০% থেকে ৬%)
LIC PPF Plan :
১) এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হল, প্রথমেই বলে দেওয়া হবে বিনিয়োগকারী নিশ্চিতরূপে কত শতাংশ সুদ পাবেন, এবং নিশ্চিতরূপে এই পলিসি তে ৭.৫০% সুদ পেতে পারেন। সুদের হার কমলেও বিনিয়োগকারী যে দিন পলিসি শুরু করেছেন, সেই হারে ওই পলিসিতে আজীবন সুদ পাবেন।
২) ১৫ বছরের প্লান, কিন্তু পলিসি চলাকালীন বিনিয়োগকারী মারা গেলে সম্পূর্ণ টাকা এবং তার সাথে যত টাকা প্রিমিয়াম জমা করেছেন সেই টাকা পাবেন। (উদাহরন, বছরে ১ লাখ টাকার পলিসি হলে এবং পলিসি চালু হওয়ার পর স্বাভাবিক মৃত্যু হলে সাথে সাথে সাড়ে বারো লাখ টাকা পাবেন এবং তার সাথে যত টাকা পলিসি দিয়েছে, সেই টাকা পাবে। আর দুর্ঘটনায় মৃত্যু হলে ২৫ লাখ টাকা + বোনাস পাবেন, তবে ৭০ বছর বয়সের পর দুর্ঘটনায় মারা গেলেও স্বাভাবিক মৃত্যুর হারেই সাড়ে বারো লাখ +বোনাস পাবেন) LIC PPF Plan ( এলআইসি পলিসি ) PPF Vs LIC
৩) ১৫ বছর মেয়াদ হয়ে গেলে বিনিয়োগকারী যতদিন বাচবেন প্রতি বছর এক লাখ টাকা করে পাবেন।
৪) ১৫ বছর শেষ হওয়ার পর মারা গেলে যতদিন ১ লাখ করে পেয়েছেন সেটা তো পেলেনই তার সাথে স্বাভাবিক মৃত্যু হলে সাড়ে বারো লাখ টাকা + বোনাস পাবেন (যত বেশি সময়, তত বোনাসের পরিমান বেশি) LIC PPF Plan ( এলআইসি পলিসি ) PPF Vs LIC
হিসাবঃ (প্রতি বছর ১ লাখ করে জমালে)
১) ১৫ বছর পর থেকে বিনিয়োগকারী যতদিন বাঁচবেন প্রতি বছর এক লাখ করে টাকা পাবেন। (১০০ বছর বাঁচলে ৮০ লাখ পর্যন্ত পেতে পারেন) আপনি চাইলে টাকা তুলে নিতেও পারেন।
২) ১৫ বছরে আগে যদি বিনিয়োগ কারীর মৃত্যু হয়ঃ
স্বাভাবিক মৃত্যু হলেঃ ১২,৫০,০০০ ( সাড়ে বারো লাখ ) + যত টাকা প্রিমিয়াম দিয়েছেন
দুর্ঘটনায় মৃত্যু হলেঃ ২৫,০০,০০০ ( পঁচিশ লাখ ) + যত টাকা প্রিমিয়াম দিয়েছেন।
৩) প্রিমিয়াম শেষ হওয়ার পর মৃত্যু হলে, যতদিন প্রতি বছর ১ লাখ করে পেয়েছেন সেটা পাওয়ার পর ও
স্বাভাবিক মৃত্যু হলেঃ ১২,৫০,০০০ ( সাড়ে বারো লাখ ) + বোনাস পাবেন
দুর্ঘটনায় মৃত্যুঃ ২৫,০০,০০০ ( পঁচিশ লাখ ) + যত টাকা প্রিমিয়াম দিয়েছেন
বোনাসের হিসাব এবং ম্যাচুরিটি হিসাবঃ
বিনিয়োগকারী ম্যচুরিটির পর যখন খুশি টাকা তুলে নিতে পারে, ধরা যাক বিনিয়োগকারী ১৫ বছর ধরে প্রতি বছর ১ লাখ টাকা পাওয়ার পর যেদিন তিনি টাকা তুলতে চান, তবে তিনি পাবেন ৩৭,৯৭,০০০ টাকা (সাইত্রিস লাখ সাতানব্বই হাজার প্রায়, আরও পরে তুললে আরো বেশি টাকা পাবেন) LIC PPF Plan ( এলআইসি পলিসি ) PPF Vs LIC
আর যদি ১৫ বছর পর বিনিয়োগকারীর মৃত্যু হয় তবে স্বাভাবিক মৃত্যু হলে নমিনি পাবেন ৪২,২০,০০০ (বিয়াল্লিস লাখ কুড়ি হাজার টাকা প্রায়) আর দুর্ঘটনায় মৃত্যু হলে পাবেন, ৫৪,৭০,০০০ টাকা (চুয়ান্ন লাখ সত্তর হাজার টাকা)।
আরও পড়ুন, ভ্যাক্সিন সার্টিফিকেট দেখালেই অতিরিক্ত সুদ পাবেন, সরকারী ব্যাংকে
নতুন বছরের অফারঃ
নতুন বছরে আপনি নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য এই পলিসি করলে পেতে পারেন প্রথম প্রিমিয়ামের উপর বিশেষ ছাড়। আরও বিস্তারিত জানতে, এবং আপনার কোনও প্রশ্ন থাকলে নিজের কন্টাক্ট নম্বর দিয়ে আমাদের কমেন্ট করতে পারেন, আপনার পরিচয় এবং কন্টাক্ট নম্বর অন্য কোন পাঠক দেখতে পাবেন না। অথবা এই লিঙ্ক থেকে আমাদের অর্থনৈতিক বিশেষজ্ঞের সাথে সরাসরি কথা বলতে পারেন। বিশেষ ছাড় পেতে অবশ্যই উল্লেখ করবেন EK24 News. যোগাযোগ করার জন্য নিচের লিঙ্কে প্রেস করুন
কল করুন . Whatsapp করুন