Primary Teacher Recruitment – সুখবর, এবার জেলায় জেলায় প্রার্থীদের তালিকা প্রকাশিত হলো।

প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) নিয়ে আরেক ধাপ এগিয়ে গেল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। নিয়োগের পরীক্ষা ও প্রার্থী বাছাই পর্ষদ (WBBPE) করলেও, নিয়োগ দেওয়ায় প্রক্রিয়া হয় প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষা অফিস থেকে (DPSC Office). এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদিত তালিকা জেলার অফিসে পৌছে গেল, এবং ইতিমধ্যেই বিভিন্ন DPSC Officeসেই তালিকা প্রকাশ করেছে (Primary tet)।

প্রসঙ্গত, ২০১৪ প্রাথমিক টেট পরীক্ষায় ১৬৫০০ প্রার্থীদের নিয়োগের কথা বলা হলেও ১২৫০০ প্রার্থী নেওয়া হয়েছে বলে জানা যায়। এরপর তালিকায় অন্তরভুক্ত প্রার্থীরা আন্দোলন করে, আর সেখানে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান সকলকে নেওয়া হবে। আর সেই ২০১৪ টেট এর নন-ইঙ্কলুডেড প্রার্থীদের আরো একটি তালিকা প্রকাশিত হয়েছে। এবং সেই তালিকায় আগামীকাল থেকে কাউন্সেলিং। (Primary Teacher Recruitment)

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে সরকারী চাকরীর আরেকটি বিজ্ঞপ্তি, নিয়োগ এবছরেই হবে, বিজ্ঞপ্তি দেখুন

এবং জানা যাচ্ছে, চলতি বছরেই যোগ্য প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাবেন। অন্যদিকে ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশ এখনও হয়নি। ২০১৭ প্রাইমারী টেট এর ফলপ্রকাশের দাবীতে আন্দলনে নেমেছেন প্রার্থীরা। এই বছরে কি ফল প্রকাশ হবে? এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ পুলিশ এর একাধিক পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment