Anandadhara Scheme – পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ

বর্তমানে রাজ্যের একাধিক প্রকল্পে তৈরী হয়েছে কাজের সুযোগ। রাজ্যের অন্যতম একটি প্রকল্প আন্দন্দধারা (anandadhara scheme)। আর এই প্রকল্পে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করা হয়েছে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের জন্য। এই নিয়োগ প্রক্রিয়া মূলত করা হবে বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডারের (BDSPs) পোষ্টের জন্য। আসুন জেনে নেওয়া জাক কাজের বিবরণ, আবেদন পদ্ধতি ও বিস্তারিত,

আবেদনের সময়সীমাঃ Anandadhara Scheme
 আবেদন প্রক্রিয়া চলবে 24.11.2021 থেকে 8.12.2021 পর্যন্ত।

নিয়োগ স্থান: বাঁকুড়া জেলার মধ্যে।

বয়স সীমা:  25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিভাগে গ্রাজুয়েট

কারা আবেদন করতে পারবেন: শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিন্মোক্ত ঠিকানায়।
Project Director, District Rural Development, DRD Cell & Additional District Mission Director, District Mission Management Unit, Chandmaridanga, Bankura, 722101 at Drop-Box of DRDC, Bankura Only.

আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দেবেন:

ফটো আইডেন্টিটি কার্ড,
আপনার বসতির প্রমাণপত্র
বয়সের প্রমাণপত্র
এডুকেশনাল যোগ্যতার মার্কসিট
কম্পিউটার সার্টিফিকেট

অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদন প্রক্রিয়া ডাউনলোড লিঙ্ক

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment