Bangladesh Stops Printing New Passport

নতুন করে পাসপোর্ট ছাপানো বন্ধ হয়েছে বাংলাদেশে। যার জেরে বিপাকে পড়েছেন ভিনদেশে থাকা বাংলাদেশি নাগরিকরা। গত কয়েকমাস ধরেই এই ইস্যুতে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসীরা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, সৌদি আরব, লেবানন সহ নানা দেশের প্রায় এক কোটি বাংলাদেশি কাজের জন্য থাকেন। তাদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেও পাননি। এই কারণে তাদের সেই দেশে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন। আবার, পাসপোর্ট না পেয়ে কাজের মেয়াদ বৃদ্ধি করার আবেদন করতেও পারছেন না। যাদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, তাঁরা আবেদন করার পরে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) ছাপানো হয়। একটি সার্ভারে এই পাসপোর্ট ছাপানো হয়। জুন মাসেই এই MRP সার্ভারে তিন কোটির বেশি পাসপোর্টের সীমা পার হয়ে গিয়েছে। তারপরে আর নতুন করে পাসপোর্ট ছাপানো যায়নি। এই কারণে অন্যদেশে যে সব বাংলাদেশি আছেন তাঁরা যে সমস্যার মধ্যে পড়ছেন তা মেনে নিয়েছেন আধিকারিকরা। তারা জানিয়েছেন, MRP সিস্টেম আপগ্রেড করার পরেই আবার নতুন করে পাসপোর্ট দেওয়া হবে। তবে, কবে থেকে আবার তা করা হবে সেটা বলতে পারেননি আধিকারিকরা। ওপার বাংলার ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল মহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট ব্যবস্থাকে আপগ্রেড করার প্রয়োজন হয়। এই সার্ভার আপগ্রেড করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার একটি সংস্থার সঙ্গে আমাদের চুক্তি আছে। চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। সার্ভার আপগ্রেড হওয়ার পর জমা থাকা আবেদনপত্রের ভিত্তিতে পাসপোর্ট ছাপানো হবে। তারপরেই এটা দেওয়া যাবে। সুত্র, ANI

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment