TET Result – পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আগামীকাল

রাজ্যে শিক্ষক নিয়োগের আরেকটি জট কাটতে চলেছে (TET Result)। সুখবর চাকরী প্রার্থীদের। দীর্ঘদিন ফলপ্রকাশ আটকে থাকার পর অবশেষে, আগামীকাল ফল প্রকাশ হতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক পদে নিয়োগের রেজাল্ট। সংবাদ সুত্রে জানা যাচ্ছে, মাদ্রাশা সার্ভিস কমিশনের শারীর শিক্ষা-কর্মশিক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগের ফলাফল আগামী কাল মঙ্গলবার রাত ৮টায় প্রকাশিত হবার। উক্ত পরীক্ষার ফল জানা যাবে কমিশনের অফিসিয়াল ওয়েবাসাইট www.wbmsc.com থেকে।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ষষ্ঠ এসএলএসটি’র ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন এবং সপ্তম এসএলএসটি’র প্রধান শিক্ষক নিয়োগের ফল ২৩ নভেম্বর, রাত ৮টার পর প্রকাশিত হবে। প্রার্থীরা তাঁদের রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে ফাইনাল ফল জানতে পারবেন। কাউন্সেলিংয়ের বিস্তারিত নোটিসও অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।

রেজাল্ট প্রকাশিত হয়েছে, দেখতে হলে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, এই ফল যে প্রকাশিত হবে তা ইতিমধ্যেই কয়েকবার জানিয়েছেন রাজ্যের মাদ্রাসা শিক্ষা মন্ত্রী এবং কমিশনের চেয়ারম্যান। পুজোর মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান আইএএস গােলাম আলি আনসারি জানিয়েছিলেন, দ্রুত মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল বের হবে।

আরও পড়ুন, কেন্দ্রীয় সরকারী অফিসে বড় চাকরীর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন।

শুন্যপদ ও অন্যান্য

কমিশনের চেয়ারম্যান ঘোস্না করেন, প্রায় চার হাজার সহ শিক্ষক শূন্যপদ রয়েছে। সেই পদে নিয়ােগের প্রক্রিয়া করা হচ্ছে। শুন্যপদে দ্রত সহ-শিক্ষক নিয়ােগ শুরু করবে কমিশন। তবে এই শূন্যপদ শারীর শিক্ষা-কর্মশিক্ষা এবং প্রধান শিক্ষক মিলিয়ে কিনা সে ব্যাপারে জানা যায়নি। আপডেট আসছে।

আরও পড়ুন,  নিয়োগ নিয়ে বড় খবর

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment