WBSSC – নিয়োগ দুর্নীতিতে দায় কার, চাপান-উতোর অব্যাহত

স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগের পরিমান কার্যত পাহাড় প্রমান। আদালতের কড়া নির্দেশের পর কার্যত নড়ে চড়ে উঠেছে প্রশাসন। এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে (WBSSC group D) দুর্নীতির মামলায় কমিশনকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্ট এর। এই পরিস্থিতে দুর্নীতির দায় কার, এই নিয়ে রাজ্যের প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রীর মধ্যে কার্যত চাপান উতোর শুরু হয়েছে।

সংবাদসুত্রে জানা যাচ্ছে, স্কুলে গ্রুপ ডি (WBSSC group D) নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার দায় কার? তা নিয়ে এখন নাম না করেই পরস্পরের কোর্টে বল ঠেলছেন প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রী। দুর্নীতির বিষয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি কার্যত দায় বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকে ঠেলে দিয়ে বলেন, গ্রুপ ডি নিয়োগের ব্যাপারটা শিক্ষা দফতর বলবে।

অন্যদিকে, ব্রাত্য বসু বলেন, এটা ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত এর বিষয়। এটা তো আমাকে খোঁজ নিতে হবে। আমি তো তখন দ্বায়িত্বে ছিলাম না। কমিশনকে বলেছি, আদালত যা তথ্য চাইছে দিয়ে দিন। এটা সার্বিকভাবে সংস্থার (WBSSC) প্রতি অনাস্থা নয়। এটা নিয়োগ নিয়ে অনাস্থা। আমি তো ছিলাম না, কী করে জানব? নিশ্চয়ই কিছু সমস্যা ছিল, আছে।

ব্রাত্য বসুর এই মন্তব্যের প্রেক্ষিতে ততকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবার সার্বিকভাবে সরকারের কোর্টে বল ঠেলে দিয়ে বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয় কোনও ব্যক্তির বিষয় নয়, সরকারের বিষয়, কমিশনের বিষয়। ভুল থাকলে কোর্ট নির্ধারণ করবে। কমিশন তো স্বশাসিত সংস্থা। আমি যখন দফতরে এসেছিলাম, তখন কয়েক হাজার কেস ছিল। সেগুলো ধীরে ধীরে কমেছে। হলে ভুল সংশোধন করা উচিত।

এখন হাইকোর্টের নির্দেশের পর প্রাইমারী টেট নিয়েও তোড়জোড় শুরু প্রশাসনের, আপডেট আসছে।

আরও পড়ুন, Duare ration Recruitment- 42 হাজার কর্মী নিয়োগ, বেতন দশ হাজার, কিভাবে পাবেন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment