প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা (Annual Exam) এবং কী ভাবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন হবে, তা নিয়ে বিস্তারিত গাইডলাইন দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। নভেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক (Activity Task) দেওয়া হবে তাতেই হবে চূড়ান্ত মূল্যায়ন। মঙ্গলবারই রাজ্য স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে তা জানিয়ে দিয়েছে। সিলেবাস কমিটির তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর (West Bengal school education)। গোটা প্রক্রিয়াটি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলা শিক্ষা পোর্টালে (Banglar shiksha Portal) সেই প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছে।
শিক্ষাদপ্তরের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা হবে বিষয়ভিত্তিক ৩০ নম্বরের। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয়ের ৪০ নম্বরের। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা হবে ৫০ নম্বরের। ঘরে বসেই ছাত্রছাত্রীরা সেই প্রশ্নপত্রে পরীক্ষা (Annual Exam) দেবেন। সেই উত্তর মূল্যায়ন করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাই। তাতে যে নম্বর হবে সেই নম্বরটি চূড়ান্ত নম্বর হিসেবে ধার্য করা হবে। এবং স্কুলে বসে অফ্লাইনে (Offline Exam) এবার পরীক্ষা হবে না। এমনটাই বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত অতিমারী আবহে, পরপর রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এই ভাবেই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের প্রক্রিয়া চালানো হচ্ছে। এবং প্রতিমাসের মিড ডে মিল (Mid Day Meal) এর সামগ্রী প্রদানের সময়ে সেটা অভিভাবকদের হাতে তুলে দিয়েছেন, এবং পরের মাসে পড়ুয়াদের সল্ভ করা সেই টাস্ক বিদ্যালয়ে জমা দিয়েছেন। আবার পরের মাসের টাস্ক অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এইভাবে চলেছে সারা বছর। (Annual Exam)
যদিও এক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর মূল্যায়নের কথা বলা হয়েছে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে। সে ক্ষেত্রে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা যেহেতু আগামী বছর মাধ্যমিক দেবেন সে ক্ষেত্রে স্কুলগুলির টেস্ট নেবে নাকি অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে পরীক্ষা নেবে, তা স্কুলগুলির ওপরই নির্ভর করবে বলেই দাবি করছেন সিলেবাস কমিটির আধিকারিকরা।
আরও পড়ুন, পহেলা জানুয়ারী আর ছুটি থাকবেনা, ছাত্র শিক্ষক সকলকে স্কুলে আসতে হবে।
এবং, ইতিমধ্যেই কোন সময় নভেম্বর মাসে মিড ডে মিল (Mid Day Meal) দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দিয়েছে সর্বশিক্ষা মিশন। গত বছর করোনা পরিস্থিতির কারণে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মূল্যায়ন হলেও সেই ভাবে একটি নির্দিষ্ট মাসের অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মূল্যায়নের কথা বলা হয়নি। এইবারই প্রথম নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক (Activity Task) কেই চূড়ান্ত মূল্যায়ন হিসেবে ধার্য করা হয়েছে। এবং সেই টাস্ক বাড়িতে বসেই এবার পরীক্ষা দেবে পরুয়ারা, এবং তার ভিত্তিতেই এবছর মুল্যায়ন হবে। তবে স্কুল চাইলে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা স্কুলে বসে নিতে পারে।