WB Employee DA News – ডিএ মামলা এবার গেল সুপ্রীম কোর্টে

উৎসবের মৌসুমে কেন্দ্রের ডিএ (WB Employee DA News) ঘোষণার পর ১১ টি রাজ্য কম বেশি ৩% থেকে ৭% পর্যন্ত ডিএ ঘোষণা করেছে। ব্যাতিক্রম শুধুই এই রাজ্য। বরং দুবার আদালতে ডিএ মামলায় জয় পাওয়ার পরও ঘোষণা হয়নি। বরং রাজ্য বিভিন্ন কারনে এড়িয়ে গেছে কিম্বা বর্তমানে আদালতে মামলাটি আবার শুরু হয়েছে। আর এরই মধ্যে দেশের উচ্চ আদালতে অর্থাৎ সুপ্রীম কোর্টে মামলা দায়ের করলো পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী পরিষদ।

এদিন পরিষদের সভাপতি Debashish Seal বলেন, সুপ্রিম কোর্টে ডিএ মামলার যাত্রা শুরু (WB Employee DA News) । আমাদের সংগঠন সরকারী কর্মচারী পরিষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গত সপ্তাহে ডিএ মামলা দায়ের করা হয়েছে। শুনানির দিন সহ বিশদ তথ্য যথাসময়ে জানিয়ে দেব। হাইকোর্টেও আমাদের মামলা বহাল আছে।

এ প্রসঙ্গে সরকারী কর্মচারী পরিষদের শ্রী দেবাশীষ শীল জানিয়েছেন, ডিএ কর্মচারীদের অধিকার। এটা আদালতই একাধিকবার ঘোষণা করেছেন। করোনা পরিস্থিতে কেন্দ্র একবার ডিএ ফ্রিজ করেছিল, তিনি এটা নিয়ে জনসমক্ষে ইস্যু করেছিলেন। কিন্তু আজ যে কেন্দ্র আগের বকেয়া মিটিয়ে বরং আরেক দফা ডিএ ঘোষণা করল, এবার তো তিনি চুপ করে আছেন। নিজের রাজ্যে যে 24% মহার্ঘ ভাতা বাকি আছে, সেটা তিনি বেমালুম ভুলে গেলেন! তাছাড়া এই পাঁচ বছর ধরে সব গটাপ গেম চলছে। একটি সাম্প্রতিক ঘটনায় তার প্রমান স্পষ্ট। আমরা দেশের সর্বোচ্চ আদালতে নালিশ জানাবো, সুপ্রীম কোর্ট যেন আমাদের প্রাপ্য রাজ্যকে মিটিয়ে দিতে নির্দেশ দেয়। (WB Employee DA News)

অর্থাৎ মহার্ঘ ভাতা মামলা এবার সুপ্রীম কোর্টে গড়াবে। এবং শুরু হবে নতুন অধ্যায়। হয়তো সুপ্রীম কোর্ট ও একই রায় দেবে। সে কথা তো সময় বলবে। কিন্তু যত যাই হোক, মাসের শেষে কেন্দ্রীয় হারে ডিএ সহ মাস মাইনের টাকাটা পশ্চিমবঙ্গ সরকারী কর্মীদের স্যালারি একাউন্টে আদৌ কখনো ঢুকবে তো? আপনাদের কি মনে হয় কমেন্ট করে আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান। (WB Employee DA News)

Must Read, স্কুল খুললে আর ছুটি পাবেন না, শিক্ষকেরা

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment