পশ্চিমবঙ্গে স্কুল খোলার ঘোসনার পর এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী (WB Madhymik Exam HS Exam Date) নিয়ে পদক্ষেপ শিক্ষা দপ্তর, বোর্ড ও কাউন্সিলের। অতিমারি আবহে পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে সার্বিক দিক দিয়ে অবশেষে দুটি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে বোর্ড ও কাউন্সিল।
সংবাদ সূত্রের খবর, আগামী বছর মার্চ মাসের গোড়াতেই হতে পারে মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে এপ্রিল মাসের শুরুতে। এমনিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে সময়ের এতটা ব্যবধান থাকে না। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পরেই এমন পরীক্ষার সূচি ঘোষণা করতে পারে শিক্ষা দফতর (WB Madhymik Exam HS Exam Date) । তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন।
রাজ্যের ভোটপর্ব মিটে গেলে শুরু হবে এই দুটি ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। গত কয়েক বছর ধরে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হত মাধ্যমিক। আর মার্চ মাসের মাঝামাঝি সময়ে শুরু হত উচ্চমাধ্যমিক। অতিমারী আবহে রাজ্যে এতগুলি পুরসভার ভোট বকেয়া রাখতে রাজি নয় সরকার। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসেই ওইসব পুরসভায় ভোট হতে পারে। তাই পুরভোটের কথা মাথা রেখেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হবে। শিক্ষা দফতরের একটি সূত্রের দাবি, এপ্রিল মাসের শেষ সপ্তাহে হতে পারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও।
অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে টেস্ট না হলেও বোর্ড পরীক্ষা হবে এটা নিশ্চিত, জানিয়েছেন দপ্তরের কর্তারা। এবং সবকিছু ঠিকঠাক থাকলে মার্সের প্রথমে মাধ্যমিক ও এপ্রিল মাসে হবে উচ্চমাধ্যমিক। আরও পড়ুন