সারা দেশব্যাপী পড়ুয়াদের জন্য সহজ বোধমুলক প্রশ্ন নিয়ে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা NATIONAL ACHIEVEMENT SURVEY (NAS) 2021 এর আয়োজন করা হয়েছে।মোট ৩১৬৫ টি স্কুলের CLASS III, CLASS V, CLASS VIII, এবং CLASS X শ্রেণীর পড়ুয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোন কোন স্কুল এই পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোন কোন স্কুল র্যান্ডম সিলেক্সনে বিবেচিত হবে এবং পশ্চিমবঙ্গে মোট কতগুলো স্কুল অংশ নেবে, সেটা দেখতে এই লিঙ্কে প্রেস করুন।
Click here to Download the Selected School List
সরকারী ভাবে অক্টোবরে এই লিস্ট প্রকাশিত না হও্রয়ার অন্যতম কারন হচ্ছে, স্যাম্পল স্কুল হিসাবে মাত্র ৩১৬৫ টি স্কুল অংশ নেবে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক চাইছে সমস্ত স্কুলের পড়ুয়ারা এই পরীক্ষার প্রস্তুতি সেরে নিয়ে দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলার প্রাক্কালে মানসিক ভাবে প্রস্তুত হোক (NATIONAL ACHIEVEMENT SURVEY 2021)। এই পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুত হবেন, শিক্ষকদের ও পড়ুয়াদের কি কি করতে হবে, বিস্তারিত বিবরণ পেতে এই লিঙ্কে প্রেস করুন।
এবার প্রশ্ন হচ্ছে কোন কোন স্কুল এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচ্চ হবে? শিক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে CLASS III, CLASS V, CLASS VIII, এবং CLASS X শ্রেণীর পড়ুয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেই মতে যেসমস্ত স্কুলে প্রাইমারী ও হাইস্কুল একত্রে কিম্বা একই বিদ্যালয় পরিসরের মধ্যে রয়েছে সেই সমস্ত স্কুলকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও যেসমস্ত স্কুলে CLASS III, CLASS V, CLASS VIII, এবং CLASS X এর প্রত্যেক শ্রেণীতে কমপক্ষে ৩০ জন করে পড়ুয়া রয়েছে সেই সমস্ত স্কুল বিবেচ্য হবে।(NATIONAL ACHIEVEMENT SURVEY 2021)
আরেকটি প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গের মোট কতগুলো স্কুল এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। সারা দেশের ৩১৬৫ এর স্কুলের মধ্যে পশ্চিমবঙ্গে ৩০০ থেকে ৪০০ টি স্কুল এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ইতিমধ্যে রাজ্যের কাছ থেকে সম্ভাব্য লিস্ট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কোন কোন স্কুল অংশগ্রহণ করবে, সেই বিষয়টি চূড়ান্ত হবে। পরবর্তী আপডেট ক্রমস প্রকাশ্য।