পশ্চিমবঙ্গে মহিলা কর্মীদের জন্য সন্তান প্রতিপালনের জন্য কর্মজীবনে ভাগ ভাগ করে প্রায় দুই বছর ছুটি নেওয়া যায়। আর এবার মহিলা ডেলিভারি কর্মীদের জন্য (Female Employee Period Leave) বিশেষ ছুটি এনে প্রশংসা পেল জনপ্রিয় অ্যাপ হল সুইগি ( Swiggy )।
মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময়টির কথা মাথায় রেখে Swiggy সমস্ত মহিলা ডেলিভারি পার্টনারদের মাসে দুই দিন সবেতন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে (Female Employee Period Leave) । উল্লেখ্য যে, সুইগি সর্বপ্রথম পুনেতে মহিলা ডেলিভারি পার্টনার নিয়োগ করা শুরু করে এবং সেখান থেকে বর্তমানে প্রায় ১০০০ এরও বেশি মহিলা এই প্ল্যাটফর্মে ডেলিভারি পার্টনার হিসেবে কর্মরত। তাই মহিলাদের কাজ করতে যাতে কোনোরকম অসুবিধা না হয় এবং আরও বেশি সংখ্যক মহিলা যাতে এই কাজ করতে আগ্রহী হয়, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
সংস্থাটি যে তার ডেলিভারি পার্টনারদের ওপরেও বিশেষভাবে নজর রাখে, তা সংস্থা কর্তৃক গৃহীত সাম্প্রতিক এক সিদ্ধান্তেই স্পষ্টভাবে বোঝা যায়। মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময়টির কথা মাথায় রেখে ফুড ডেলিভারি জায়ান্টটি সমস্ত মহিলা ডেলিভারি পার্টনারদের মাসে দুই দিন সবেতন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে।
এপ্রসঙ্গে সুইগির অপারেশনের ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ জানিয়েছেন, ঋতুস্রাবের সময় বাইরে তথা রাস্তায় থেকে কাজ করা মহিলাদের জন্য চূড়ান্তরকমভাবে অস্বস্তিকর। এই কারণেই অনেক মহিলা ডেলিভারি পার্টনারের কাজ করতে চান না। তাই মাসিক ঋতুস্রাবের সময় মহিলাদের সহায়তা করার জন্য আমরা আমাদের সমস্ত রেগুলার মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য একটি নো-কোয়েশ্চেনড, দুই দিনের পেইড মাসিক পিরিয়ড টাইম অফ পলিসি চালু করেছি। অর্থাৎ, ঋতুস্রাবের সময় মহিলারা দুদিনের সবেতন ছুটি পাবেন এবং কোম্পানির তরফ থেকে তাদের কাছে ছুটি নেওয়ার কোনো কারণ জানতে চাওয়া হবে না। এর ফলে মহিলারা নিশ্চিন্তে, নিরাপদে, নির্দ্বিধায় এবং অত্যন্ত সাবলীলভাবে সুইগিতে ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করতে পারবেন।
আর সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহিলা কর্মীরা এবং সেই সাথে স্যোস্যাল মিডিয়াতেও প্রশংসা কুড়িয়েছে সুইগি ( Swiggy )।
Must Read, WB Primary Teacher Recruitment Result Date