আগের জল্পনা কে সত্যি করেই সরকারী কর্মীদের ৩% মহার্ঘভাতা ঘোষণা (DA Hike for Government Employees) করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যা কার্যত উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর বয়ে আনলো।
এই ঘোষণার ফলে বেসিকের উপর আরো ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হলো। আগের ২৮% ডিএ এর সাথে ৩% যুক্ত হয়ে মোট হলো ৩১%। ঘোষণা করল কেন্দ্র। একই হারে মহার্ঘ ভাতা পাবেন পেনশনভোগীরাও।(DA Hike for Government Employees)(DA Hike for Government Employees)
অতিমারীর আবহে ডিএ ফ্রিজ ছিল সাময়িকের জন্য, তবে পরে তা আবার ঘোষণা করা হয়। আর আজ কেন্দ্রীয় মন্ত্রী সভার অনুমদনের পর সরকারীভাবে ঘোষণা করা হয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বিগত দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছিল ২৮ শতাংশ। নয়া ঘোষণা অনুযায়ী, আরও ৩ শতাংশ বৃদ্ধি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ পৌঁছবে মূল বেতনের ৩১ শতাংশে। সরকারি সূত্রে খবর, এ বছরের ১ জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে।