গতকাল আইপিএল ২০২১ (IPL 2021) এর ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রানে আটকে যায় কলকাতা। এর ফলে পঞ্চম বারের মতো জয়ী হয় চেন্নাই সুপার কিংস। যদিও ৬বার জয়ের কৃতিত্ব রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এর। আর ২ বাজ জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এক নজরে IPL 2021 পুরস্কার তালিকাঃ
জয়ী দল চেন্নাই সুপার কিংস
রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স
মরশুম সেরা পাওয়ার প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার (৩৭০ রান, ব্যাটিং গড় ৪১.১১)
সবথেকে বেশি ছয় কেএল রাহুল (৩০)
মরশুম সেরা গেম চেঞ্জার হর্ষল প্যাটেল
মরশুম সেরা সুপার স্ট্রাইকার শিমরন হেটমায়ার (স্ট্রাইক রেট: ১৬৮)
টুর্নামেন্টের শেষে কমলা টুপি জয় করলেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি ১৬ ম্যাচে ৬৩৫ রান করেন। ব্যাটিং গড় ৪৫.৩৬।
ঋতুরাজ গায়কোয়াড়ই প্রথম ক্রিকেটার যিনি আইপিএল টুর্নামেন্টে কমলা টুপি অর্জনের পাশাপাশি একই মরশুমে সেরা উদীয়মান ক্রিকেটারের শিরোপাও অর্জন করলেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের পেসার হর্ষল প্যাটেল ৩২ উইকেট নিয়ে এই টুর্নামেন্টে বেগুনি টুপি অর্জন করলেন।
ম্যান অফ দি ফাইনাল ফাইনাল ম্যাচে ৮৬ রানের (৫৯ বলে) অসাধারণ একটা ইনিংস খেললেন ফাফ ডু প্লেসি। তাঁর এই ইনিংসের দৌলতেই চেন্নাইয়ের জয়ের ভিত আরও মজবুত হয়। ম্যাচের সেরা ক্রিকেটার হন তিনি।
মরশুম সেরা ক্যাচ রবি বিষ্ণোই (কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ডিপ মিড উইকেটে ডাইভ দিয়ে সুনীল নারাইনের অসাধারণ একটা ক্যাচ ধরেন)
ফেয়ারপ্লে পুরস্কার রাজস্থান