তৃতীয় ঢেউয়ের আগে অবশেষে ২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরনে (COVAXIN) ছাড়পত্র দিলো কেন্দ্র (Vaccine For Bellow 18)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে শিশু সহ আঠারো বছরের বয়সীদের টিকাকরণে ব্যবহার করা যাবে কোভ্যাক্সিনের টিকা। মঙ্গলবার এই টিকায় সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অধীনস্থ সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI) এর একটি বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এবার থেকে দুই থেকে ১৮ বছর বয়সিদের কোভ্যাক্সিনের টিকা দেওয়া যাবে। কাদের দেওয়া যাবে, কিভাবে পাবেন, রইলো বিস্তারিত বিবরন।
সেপ্টেম্বর মাসেই হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সিদের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ভ্যাকসিনের ট্রায়াল করেছিল (Vaccine For Bellow 18)। চলতি মাসের গোড়ায় সে সংক্রান্ত ফলাফল ডিসিজিআই এর কাছে জমা দিয়েছেন তারা। যাবতীয় ফলাফল পর্যালোচনার পর আজ মঙ্গলবার তাতে ছাড়পত্র দিল ডিসিজিআই।
এদিন বিশেষজ্ঞ কমিটি এই টিকাকে ছাড়পত্র (Covaxin approved by SEC) দেওয়ার পাশাপাশি চারটি শর্ত দিয়েছে। প্রথম শর্তটি হলো. শিশুদের মধ্যে প্রোটোকল মেনে এই ভ্যাকসিনয়ের ট্রায়াল চালিয়ে যেতে। দ্বিতীয়ত ভ্যাকসিনটি বাজারজাত হলে ভ্যাকসিনটি সম্পর্কিত যাবতীয় জরুরি তথ্য টিকার বাক্সের গায়ে লেখা থাকতে হবে। তৃতীয়ত প্রথম দুই মাস ১৫ দিন অন্তর সুরক্ষা সম্পর্কিত তথ্য দিতে হবে। কার পাশাপাশি সংস্থার তরফে একটি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান জমা দিতে হবে। (Vaccine For Bellow 18)
কিভাবে কাজ করবে এই ভ্যাক্সিন, এই প্রশ্নের উত্তর এ আছে গবেষণা পত্রে। শিশুদের কোভ্যাকসিন চরিত্রগত ভাবে অনেকটাই আলাদা। এ ক্ষেত্রে পিএফএস মেকানিজম অর্থাৎ প্রি ফাইল সিরিঞ্জ ব্যাবহার করা হবে। প্রতিটি ডোজে থাকবে .৫ মিলিগ্রাম করে ভ্যাকসিন। বিশেষজ্ঞরা বলছেন, এখন মূল চিন্তা ভ্যাকসিন পরিকাঠামো। প্রাপ্তবয়সীদের সাথে সাথে শিশুদের টিকাকরণ যুক্ত করতে হলে চাই আরও বেশি জনবল। তবে দেশের আশাকর্মীরা শিশুদের টিকা দিতে অভ্যস্ত তাই সমস্যা হবার কথা নয়। শিশুদের রুটিন মাফিক যে টিকাকরন হয়, সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রেই তাদের এই টিকা দেওয়া যেতে পারে। (Vaccine For Bellow 18)।
যদিও কেন্দ্রের ছাড়পত্র মিললেও জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভ্যাক্সিনকে এখনও অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। যদিও ভারত বায়োটেক কর্তৃপক্ষের দাবি, কোভ্যাক্সিনের পরীক্ষা পর্বের যাবতীয় তথ্যই এবং ফলাফল গত ৯ জুলাই হু র কাছে পাঠানো হয়েছে। শিশুদের জন্য এই টিকা উপযুক্ত কি না, তা পর্যালোচনা করতে হু র অন্তত সপ্তাহ ছয়েক সময় লাগে বলে সূত্রের খবর। তবে জুলাইয়ের শেষেই সেই পর্যালোচনার প্রক্রিয়া শুরু করেছে হু। সেই মতে অক্টোবরেই সেই সম্পরকে রিপোর্ট আসতে চলেছে। এবং আশা করা যাচ্ছে উৎসব পর্ব মিটলেই শিশুদের টিকাকরন শুরু হবে। (Vaccine For Bellow 18)।