VRP বা Village Resource Person বা গ্রাম সম্পদ কর্মীরা (VRP News Today) কেন্দ্রের ১০০ দিনের প্রজেক্টের কাজে নিয়জিত। ২০১৯ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী এক জনসভায় দাঁড়িয়ে কর্মীদের ভাতা বৃদ্ধি করেন। তিনি বলেন, রাজ্যে মোট ৩৩ হাজার ভিআরপি কর্মী আছেন। আগে ভিআরপি কর্মীরা মাসে ২০ দিন কাজ করে সাড়ে তিন হাজার টাকা মতো বেতন পেতেন ৷ এখন থেকে তাঁরা মাসে ৩০ দিন কাজ করতে পারবেন ও ৫ হাজার ২৫০ টাকা বেতন পাবেন। এই ঘোষণায় স্বভাবতই খুশি হন সমস্ত গ্রাম সম্পদ কর্মীরা । কিন্তু বেতন বাড়ার সাথে সাথে কাজ ও বেড়ে যায় বলে দাবি তাদের। কিন্তু তাদের নুন্যতম মাসিক ভাতা অনিয়মিতই বহাল থাকে। যার জন্য বার বার তাদের আন্দোলন করতে ও দেখা যায়। ()VRP West Bengal)
গত মাসে, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এই অভিযোগে কার্যত সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন এর ডাকে ডেপুটেশন দেয় জেলা শাসকের কার্যালয়, বিডিও অফিস ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলিতে। কর্মীদের বহুদিনের অভিযোগ প্রতি বছর ২ বার করে সামাজিক নিরীক্ষার কাজ হওয়ার কথা থাকলেও বর্তমানে বছরে মাত্র ১ বার MGNREGA, PMAY, BAY, NSAP এর ওপর সামাজিক নিরীক্ষার কাজ করানো হয় (VRP News Today)। এছাড়া বছরে আগে ২০ দিন করে সামাজিক নিরীক্ষার কাজ হলেও বর্তমানে বছরে মাত্র ১৫ দিন কাজ হয়। পাশাপাশি বাকি দিন গুলোতে প্রতি মাসে ২০ দিন করে দিনপ্রতি ১৭৫ টাকায় মাসে ৩৫০০ টাকায় পতঙ্গবাহিত রোগপ্রতিরোধ এর কাজ করানো হয়। তাঁদের অভিযোগ সামান্য টাকার বিনিময়ে কাজ করান হয় কিন্তু এই টাকা পেতেও ৩ বা ৪ মাস সময় লাগে। আর এই টাকায় সন্সার চলে না। একজন রাজমিস্ত্রির লেবারের ও বেতন দিনে ৪০০ থেকে ৫০০ টাকা।
গ্রাম সম্পদ কর্মী বা ভিআরপি দের (VRP West Bengal) দাবী ছিল
১) মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীন সম্পদ কর্মীদের (VRP News Today) সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। ২) গ্রাম সম্পদ কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। ৩) গ্রাম সম্পদ কর্মীদের স্বাস্থ্যসাথী ও জীবন বীমা চালু করতে হবে। ৪) স্পর্শকাতর ,ডেঙ্গু, মারণব্যাধি কাজের জন্য উপযুক্ত প্রটেকশনের ব্যবস্থা করতে হবে। ৫) সরকারি কর্মচারীর সমমর্যাদা দিতে হবে।
কিন্তু তার বদলে মিটেছে শুধুই বঞ্চনা। বরং শ্রেষ্ঠ উৎসবে বোনাস তো দূরের কথা ৫ মাসের বকেয়া বেতনটা পর্যন্ত হলো না । আর এই নিয়ে আক্ষেপ ও হতাশার কথা স্যোস্যাল মিডিয়ায় প্রচারিত হতে লাগলো। ভিআরপি কর্মীদের আক্ষেপ, মাননীয়া বার বার জনসভায় বলেন এখন সরকারী কর্মীদের মাস পয়লায় বেতন দেন, কিন্তু ভিআরপি রা যে মাসের পর মাস অভুক্ত রয়েছেন, এই কথা কি তিনি জানেন না? এর থেকে লজ্জা ও হতাশা আর নাই। (VRP News Today)