পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হবে, নইলে স্বীকৃতি কাড়ার হুসিয়ারি সরকারের, নির্দেশিকা – School College Reopen Guidelines By Government

স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়ার পর পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া গাইডলাইন বেঁধে দিলো সরকার (School College Reopen Guidelines By Government)। নিদেশিকা না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার ও হুসিয়ারি দেওয়া হলো। কি কি নিদেশিকা দেওয়া হল, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হবে, কি কি নিয়ম মানতে হবে, রইলো বিস্তারিত বিবরণ।

সংবাদ সূত্রে জানা যাচ্ছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্কুলগুলিকে সরকারের দেওয়া এই নিয়মগুলি (School College Reopen Guidelines By Government) মেনে চলতেই হবে। এর অন্যথা হলে স্কুলগুলির কাছে জবাব চাওয়া হতে পারে। আর তা না মানলে জরিমানা হতে পারে, এমনকী স্কুলের স্বীকৃতিও কেড়ে নিতে পারে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পহেলা অক্টোবর এই নির্দেশিকা পাঠিয়েছে। এতে বলা হয়েছে যে স্কুল কর্তৃপক্ষ বা অধ্যক্ষ বা বিদ্যালয়ের প্রধান, যাঁদের উপর স্কুলে শিশুদের নিরাপত্তা ব্যাবস্থা সুনিশ্চিত করার দায়িত্ব রয়েছে, তাঁদেরও আরও বেশি সতর্ক হতে হবে। স্কুল তার দায়িত্ব পালন করছে কিনা তা পর্যবেক্ষণে অভিভাবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কেন্দ্রের দেওয়া এই গাইডলাইনে বলা হয়েছে, যখন একটি শিশু স্কুলে থাকে, তখন স্কুলের উপরই বাচ্চাটির দায়িত্ব অর্পিত থাকে। স্কুলেরই নিয়ন্ত্রণ থাকে একটি শিশুর উপর। যদি স্কুল ইচ্ছাকৃতভাবে শিশুটিকে অবহেলা করে বা এমন কিছু ঘটায় যাতে শিশুটির মানসিক বা শারীরিক কষ্ট হয়, তাহলে তা কেন্দ্রের নির্দেশ লঙ্ঘন হিসাবে বিবেচিত হতে পারে । যা Juvenile Justice Act, 2015 ও লঙ্ঘন হিসেবে গ্রাহ্য হবে।

কেন্দ্র সরকার প্রত্যেকটি রাজ্য কে যে গাইডলাইন দিয়েছে, (School College Reopen Guidelines By Government) সেই নির্দেশিকায় ১১ টি  ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে।  এগুলি নিয়মভঙ্গ বলে বলে ধরা হতে পারে। তাতে বলা আছে,

  • পড়ুয়াদের নিরাপত্তা ব্যবস্থায় অবহেলা করা
  • প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিকাঠামো না থাকা
  • ক্যাম্পাসে যে খাদ্য ও  জল পাওয়া যায় , তার মান খারাপ হওয়া 
  • শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদানে বিলম্ব
  • একজন শিক্ষার্থীর অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অবহেলা
  •  পড়ুয়া হেনস্থা প্রতিরোধে অবহেলা
  • বৈষম্যমূলক ব্যবহার
  • শারীরিক শাস্তি দেওয়া 
  • শারীরিক ও মানসিক হয়রানি

এবং করোনা পরিস্থিতিতে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে এবং যে নিয়ম গুলো অবশ্যই মেনে চলতে হবে (School College Reopen Guidelines By Government)

  • কোভিড বিধি মেনে চলতে হবে কঠোর ভাবে
  • স্কুলে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামুলক
  • স্কুলে নিরাপদ পরিকাঠামো তৈরি করতে হবে
  • অতিমারীর সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে
  • প্রয়োজনে শিশুদের  সময়মত চিকিৎসা সহায়তা দিতে হবে
  • কোনও শারীরিক অসুস্থতা বিষয়ে শিক্ষার্থীদের রিপোর্ট করা অভিযোগের উপর দ্রুত পদক্ষেপ করতে হবে
  • স্কুলে ছাত্র হেনস্তা প্রতিরোধ করতে হবে
  • শারীরিক শাস্তি বন্ধ  করতে হবে
  • পড়ুয়াদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না

আরও পড়ুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্থিক অনুমোদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

গুগল প্লে স্টোরে আমাদের নিউজ অ্যাপ্লিকেশন ইন্সটল করুন ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment