Abhishek Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের! ভোটের আগে বিরাট চ্যালেঞ্জ

লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। আর এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) নিয়েই Abhishek Banerjee (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যেটি ২০২৬ এর ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু হয়ে গেল জোরকদমে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক বিশাল জনসভা করে কর্মীদের উজ্জীবিত করলেন। এটি ছিল এক মাসের জনসংযোগ কর্মসূচির প্রথম ধাপ। সভাস্থল ফুলতলা সাগর সংঘের মাঠে বিশেষ র‍্যাম্প তৈরি করা হয়েছিল। অভিষেক সেই র‍্যাম্প ধরে হেঁটে মানুষের কাছাকাছি পৌঁছালেন। এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন তিনি।

Abhishek Banerjee on Lakshmir Bhandar Scheme

বারুইপুরের সভায় মঞ্চ তৈরি হয়েছিল ব্রিগেডের মতো জাঁকজমকপূর্ণ। মূল মঞ্চের সামনে প্লাস চিহ্নের আকারে লম্বা র‍্যাম্প বানানো হয়। অভিষেক সেই র‍্যাম্পে হেঁটে কর্মী-সমর্থকদের সঙ্গে মিশলেন। বড় বড় এলইডি স্ক্রিনে তাঁর বক্তব্য স্পষ্ট দেখা গেল। এই র‍্যাম্পকে তিনি রসিকতা করে বললেন ‘তিন ভূতের’ জন্য তৈরি। কারণ কিছু সমর্থককে নির্বাচন কমিশনের তালিকায় মৃত দেখানো হয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) কে হাতিয়ার করে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিনা শর্তে দু’কোটি তিরিশ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) এর মাধ্যমে টাকা দিচ্ছেন। বিজেপি যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে, সেখানে কেন এমন প্রকল্প চালু করেনি। তৃণমূল জিতলে দুয়ারে রেশন, বিজেপি জিতলে শুধু ভাষণ। এই কথা বলে তিনি কর্মীদের উত্সাহিত করলেন। বিজেপির প্রতিশ্রুতি খালি বুলি বলে কটাক্ষ করলেন।

আরও পড়ুন, ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে, দেখুন।

ভাঙড় সহ আসন বাড়ানোর লক্ষ্য

২০২১ সালে তৃণমূল ২১৪টি আসন জিতেছিল। এবার অন্তত একটি আসন বেশি জিততে হবে বলে ঘোষণা করলেন অভিষেক। সেই অতিরিক্ত আসনটা দক্ষিণ ২৪ পরগনা থেকে হওয়া উচিত। বিশেষ করে ভাঙড় কেন্দ্র এবার তৃণমূলের দখলে আনতে হবে। একটি বুথেও বিজেপিকে মাথা তুলতে দেওয়া যাবে না। কর্মীদের এই বড় টাস্ক দিয়ে তিনি আস্থা প্রকাশ করলেন।

নির্বাচন কমিশন এবং SIR নিয়ে আক্রমণ

সভায় অভিষেক (Abhishek Banerjee) তিনজন জীবিত মানুষকে মঞ্চে তুললেন। তাঁদের নির্বাচন কমিশনের তালিকায় মৃত দেখানো হয়েছে। এটাকে তিনি বাংলা বিরোধী ষড়যন্ত্র বলে অভিহিত করলেন। SIR প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের নাম কাটার চেষ্টা চলছে। কেন্দ্রীয় সংস্থা দিয়ে তৃণমূলকে হয়রানি করা হচ্ছে। তবে যত অত্যাচার হবে, দল তত শক্তিশালী হবে।

তৃণমূলের অটুট শক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা

তৃণমূল কংগ্রেসকে বিশুদ্ধ লোহার সঙ্গে তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অত্যাচারে দল ভাঙবে না, বরং মজবুত হবে। আগামী দিনে তৃণমূল দিল্লি অভিযান করবে। বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে বিজেপিকে জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সংস্কৃতি রক্ষা হবে। এই সভা থেকে ২০২৬ নির্বাচনের জয়ের বার্তা ছড়িয়ে পড়ল।

শেয়ার করুন: Sharing is Caring!