গতকাল SIR এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। এরপর আগামী ১৬ই ডিসেম্বর প্রকাশিত হবে SIR খসড়া ভোটার তালিকা তথা SIR Draft List (SIR Draft Roll). এই লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, বা কিভাবে পাবেন? এবং এই লিস্টে যাদের নাম থাকবে না তারা কি করবেন? কাদের হেয়ারিং হবে, কোথায় হেয়ারিং হতে পারে, আপনার হেয়ারিং হবে কিনা কিভাবে জানবেন, হেয়ারিং এ কি কি দেখাতে হবে, এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।
West Bengal SIR Draft Roll 2026
যারা SIR Form জমা দিয়েছেন, তাদের সমস্ত ফর্ম এখন যাচাই বাছাই চলছে, এবং খসড়া তালিকায় নাম তোলার কাজ ও চলছে। নির্বাচন কমিশন দপ্তরের তথ্য অনুযায়ী আগামী ১৬ই ডিসেম্বর প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা বা SIR Draft List. কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ যাবে বা কাদের হেয়ারিং হবে, এই নিয়ে বর্তমানে সারা রাজ্য জুড়ে আলোচনার মূল বিষয়।
SIR Draft List 2025
বিভিন্ন মহল থেকে ধারণা করা হচ্ছিলো প্রায় ১ কোটি নাম বাদ যেতে পারে, যেটি ইতিমধ্যেই ৬০ লক্ষ পেরিয়ে গেছে। তাদের মধ্যে অন্যতম মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট ভোটার। এছাড়া প্রায় ৩০ লক্ষ ভোটার কোনও লিঙ্কেজ দেখাতে পারেন নি। তাদের মধ্যে কত শতাংশ বাদ যাবে বা যারা লিংক দেখিয়েছেন তাদের মধ্যে কোনও সন্দেহজনক রয়েছে কিনা, সেটিও খুঁজে দেখা হচ্ছে।
কিভাবে খসড়া ভোটার তালিকা দেখবেন?
পশ্চিমবঙ্গের SIR এর খসড়া ভোটার তালিকা (SIR Draft List) অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই দেখা যাবে। অনলাইনে SIR খসড়া তালিকা দেখতে হলে প্রথমে নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ কার্যালয়ের অফিসিয়াল সাইটে যেতে হবে। এরপর SIR এর অপশনে গিয়ে নিজের এলাকার সমস্ত তথ্য দিলে তালিকা দেখা যাবে। তালিকায় আপনার নাম আছে কিনা, সেটা দেখতে হলে নিজের এপিক নম্বর ও অন্যান্য তথ্য দিতে হবে।
অফলাইনে খসড়া ভোটার তালিকা (SIR Draft List) দেখতে হলে, আপনার বুথ এর BLO Officer, রাজনৈতিক BLA প্রতিনিধিদের কাছে তালিকা পাবেন। এছাড়া নির্বাচন বুথেও তালিকা টাঙিয়ে দেওয়া হতে পারে। ১৬ তারিখে তালিকা প্রকাশিত হওয়ার পরই নিজেই তালিকা দেখার অনেক অপশন দেখতে পাবেন।
খসড়া তালিকা প্রকাশের পর কি হবে?
১৬ই ডিসেম্বর প্রকাশিত তালিকা বা SIR Draft List কিন্তু চূড়ান্ত নয়। নির্বাচন কমিশন প্রাথমিক ভাবে যে সমস্ত তথ্য পেয়েছে, তার ভিত্তিতে প্রাথমিক ভাবে উত্তীর্ণ ভোটার ও শুনানির জন্য বিবেচিত ভোটার ও বিয়োজিত ভোটারের তালিকা আলাদা করা হবে। এরপর ১৬ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারী ২০২৬ পর্যন্ত এই তালিকা নিয়ে দাবি ও আপত্তি শোনা হবে। এরপর সেই দাবি ও আপত্তি নিয়ে ১৬ই ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নোটিশ ও শুনানি বা হেয়ারিং হবে। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত সেই সমস্ত তথ্য যাচাই হবে এবং ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। যেখানে ঠিক হবে কারা প্রক্রিয়া ভোটার এবং কাদের নাম বাদ পড়লো।
হেয়ারিং সম্মন্ধিত তথ্যাবলি
আগামী ১৬ই ডিসেম্বরের খসড়া ভোটার তালিকায় (SIR Draft Roll) যাদের নাম থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে তাদের এবং বিশেষ ক্ষেত্রে ম্যাপিং থাকলেও তাদের হেয়ারিং হবে। তবে কোথায় হেয়ারিং হতে পারে, কিম্বা হেয়ারিং এ কি দেখাতে হতে পারে এটা নিয়ে অনেকেরই বিভিন্ন প্রশ্ন রয়েছে।
কাদের হেয়ারিং হবে?
খসড়া ভোটার তালিকায় বা SIR Draft List এ যাদের নাম থাকবে না, তাদেরই হেয়ারিং হবে। তবে হেয়ারিং মানেই কিন্তু সন্দেহজনক তালিকায় নাম আছে, এমনটা নয়। অনেকেরই ২০০২ সালে নাম রয়েছে, তবে তাদের নামের বানান ভুল বা নামের অমিল থাকলেও তাদের হেয়ারিং হতে পারে। অনেকের নাম তালিকায় থাকার পরও BLO App এ নাম ‘No Record Found’ দেখাচ্ছিলো, প্রয়োজন পড়লে তাদেরও হেয়ারিং হতে পারে।
আবার অনেকেই প্রজেনি বা আত্মীয়ের নাম দিয়ে আবেদন করেছেন। তাদের ক্ষেত্রের অসঙ্গতি মনে হলেও হেয়ারিং হতে পারে। যেমন বাবা ও ছেলের মধ্যে বয়সের পার্থক্য ১৫ এর কম বা ৪৫ এর বেশি, আবার দাদু এর সাথে বয়সের পার্থক্য ৪০ এর কম। কিম্বা একই ব্যাক্তির ৪ এর অধিক সন্তান প্রজেনি ম্যাপিং করেছে। এগুলো সন্দেহের তালিকায় থাকতে পারে। ইতিমধ্যেই এরকম প্রায় দেড় কোটি নাম রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন পরিসংখ্যান দেখুন-
- নিজস্ব ম্যাপিং ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন
- প্রোজেনি ম্যাপিং ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯ জন
- নন-ম্যাপিং তালিকাভুক্ত প্রায় ৩০ লক্ষ (বাড়ছে)
- সন্দেহজনক তথ্য, প্রায় দেড় কোটি (কমছে)
তবে নিজস্ব বা প্রজেনি ম্যাপিং থাকলেই যে হেয়ারিং হবেনা আর নন-ম্যাপিং থাকলেই হেয়ারিং হবে, এমনটা কিন্তু নয়। অনেকেই ডিফেন্সের কর্মী ছিলেন যাদের ২০০২ এ ভোট ছিলো না, তারা কিন্তু নন-হেয়ারিং এর তালিকায় ও পড়তে পারেন। সমস্ত কিছুই নির্ভর করছে পরিস্থিতি ও ভোটারের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে। তাই কেউ আতঙ্কিত হবেন না।
আরও পড়ুন, প্রত্যেকে পাবেন ১৩০০০০ টাকা! সরকারের এই প্রকল্পে আবেদন শুরু হলো। প্রক্রিয়া।
কিভাবে হেয়ারিং হবে?
প্রথমে যাদের হেয়ারিং হবে, বাড়ি বাড়ি গিয়ে অথবা ফোন করে (অনেকেরই বাড়ি সংশ্লিষ্ট বুথে নেই) তাদের নোটিশ দেওয়া হবে। এরপর নির্দিষ্ট তারিখে তাদেরকে সমস্ত ডকুমেন্টস নিয়ে হেয়ারিং এ যেতে হবে। প্রতিদিন প্রায় ১০০ জন করে হেয়ারিং হবে। হেয়ারিং এ নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকবেন। সেজন্য অতিরিক্ত আরও ২৯৪০+ ১৫০০ জন ERO নিযুক্ত করা হয়েছে। স্থানীয় বুথ বা এলাকায় হেয়ারিং হবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে BDO, SDO অফিসে হেয়ারিং হতে পারে। সেটা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। হেয়ারিং এর সময়ে অরিজিনাল ও জেরক্স ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেমন –
- ২০০২ এর ভোটার তালিকা নিজের বা আত্মীয়ের
- বাবা মায়ের নাম না থাকলে, কাকার থাকলেও দেখাতে পারেন।
- ভোটার তালিকা না থাকলে কমিশনের দেওয়া ১৪টি ডকুমেন্ট এর যেকোনো একটি নিয়ে যাবেন।
- যেমন মাধ্যমিক এডমিট, কাস্ট সার্টিফিকেট, পুরনো ব্যাংকের বই, পাট্টা দলিল, বার্থ সার্টিফিকেট প্রভৃতি
- সম্পূর্ণ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
উপসংহার
প্রায় ১ মাস ধরে চলা SIR প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে। এখন চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ। ১৬ ডিসেম্বর SIR Draft List প্রকাশের মাধ্যমে যার রেজাল্ট বেরোবে। এরপর হেয়ারিং এর পালা। এই প্রক্রিয়ায় নতুন ভোটার রাও আবেদন করতে পারবেন। তবে SIR নিয়ে যে অহেতুক আতংকের পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটি স্থানীয়দের কাছে একেবারেই অমুলক সেটা বুঝতে পেরেছেন অনেকেই। এরপর সময়ই বলবে এই প্রক্রিয়ার ভালো মন্দ। তবে হেয়ারিং এর চিঠি এলে অযথা আতঙ্কিত না হয়ে যা নথি আছে সেগুলোই দেখান, এবং আপনার বক্তব্য স্পষ্ট ভাবে তুলে ধরুন। অনেকেই আছেন যারা বাইরে চাকরি করার সুবাদে অনেকেরই ভোট ২০০২ সালে কেটে গিয়েছিলো। এগুলো AI Apps বুঝতে পারবে না, তাই আপনার সমস্যা নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে ব্যক্ত করুন, আশাকরি তারা আপনার সমস্যা বুঝবেন।
