PM Awas Yojana: প্রত্যেকে পাবেন ১৩০০০০ টাকা! আবার শুরু হলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন প্রক্রিয়া। আবাস যোজনা ঘরের লিস্ট নাম তুলতে আবেদন করুন

গৃহহীনদের পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে সারা দেশ জুড়ে চালু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM Awas Yojana Scheme. এই প্রকল্পের মাধ্যমে যাদের নিজের পাকা বাড়ি নেই, তাদেরকে বড়ি বানানোর টাকা দেওয়া হয়। পশ্চিমবঙ্গবাসীদের জন্যও বাংলা আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্প রয়েছে (Bangla Awas Yojana). PMAY প্রকল্পের মাধ্যমে আবেদন করার পর প্রথমে সার্ভে হয়, এরপর আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হয়, এবং এর পর ৩ কিস্তিতে যোগ্য গ্রাহকদের একাউন্টে টাকা দেওয়া হয়। ২০২৬ সাল কারা আবাস যোজনায় টাকা পাবেন, তার আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই এই বছর যারা আবেদন করতে চান, আবেদন করার আগে নিচের প্রতিবেদন থেকে সমস্ত তথ্য জেনে নিন, এবং আগে থেকে কাগজ পত্র গুছিয়ে রাখুন।

PM Awas Yojana benefits application process and PMAY list

পিএম আবাস যোজনায় ইতিমধ্যেই যারা আবেদন করেছেন, তাদের বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়ে গেছে। প্রথমে জেনে নিন, তারা এখন কি করবেন। কারন সার্ভে এর সময় সঠিক নিয়ম না মানলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে তাদের নাম নাও থাকতে পারে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন, তাদের এই মাসেই বাড়িতে ভেরিফিকেসন করতে আসতে পারে। তাই এখনই কয়েকটি কাগজ গুছিয়ে রাখুন।

  • যেসমস্ত ডকুমেন্টস আবেদনের সময় আপলোড করেছেন
  • সেগুলো এক কপি করে জেরক্স করে রাখুন।
  • ফর্মটি প্রিন্ট আউট করে রাখুন।
  • জমির দলিল, পর্চা প্রভৃতি রেডি রাখুন।
  • পরিবারের ইনকাম সার্টিফিকেট রেডি রাখুন।

এই সমস্ত ডকুমেন্টস জমা দেয়া নাও লাগতে পারে। তবে কাগজ রেডি থাকলে, সরকারি সার্ভেওয়র কিছু জানতে চাইলে সেটি সাথে সাথে জানাতে পারবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা

যাদের পাকা বাড়ি নেই, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং সমস্ত প্রক্রিয়ার পর যোগ্য আবেদনকারীদের নিয়ে আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হবে, এরপর তারা টাকা পাওয়ার জন্য হবেন। এবার আবাস যোজনা প্রকল্পের অধীনে, পাকা বাড়ি তৈরি বা ক্রয়ের জন্য ক্যাটাগরি ভেদে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। গ্রামীণ এলাকায় নতুন বাড়ি তৈরির জন্য সাধারণত ১,২০,০০০ থেকে ১,৩০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই টাকা ৩ কিস্তিতে পাওয়া যায়। এছাড়া সরাসরি আর্থিক অনুদান ছাড়াও, শহরাঞ্চলে বাড়ির ঋণ বা গৃহঋণের উপর ₹১.৮ লক্ষ টাকা পর্যন্ত সুদের ভর্তুকি পাওয়া যেতে পারে, যা ১২ বছর ধরে ₹৮ লক্ষ পর্যন্ত ঋণের উপর প্রযোজ্য।

আরও পড়ুন, যোগ্যশ্রী প্রকল্পে ৩৬০০ টাকা করে দিচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রী ও যুবক যুবতীরা আবেদন করবেন

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের টাকা কারা পাবেন?

  • কেবলমাত্র ভারতীয় স্থায়ী বসবাসকারী নাগরিকেরাই আবাস যোজনা ঘরের টাকা পেতে পারেন।
  • আবেদনকারীকে অবশ্যই কাঁচা বাড়িতে বসবাস করতে হবে।
  • আবেদনকারী বা পরিবারের কেউ সরকারি চাকরি করলে আবাস যোজনার টাকা পাবেন না।
  • আবেদনকারী আয়করদাতা হলেও ঘরের টাকা পাবেন না।
  • জমির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করবেন?

PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি বানানোর টাকা পেতে হলে অনলাইনে আবেদন করাই সবচেয়ে সহজ ও দ্রুত প্রক্রিয়া। তবে আবেদন করার আগে সমস্ত ডকুমেন্টস প্রস্তুত করে সাথে নিয়ে আবেদন শুরু করবেন। কিভাবে আবেদন করতে হয়, জেনে নিন।

  • প্রথমে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Citizen Assessment Option থেকে “Benefits on 3 Components” সিলেক্ট করুন।
  • এবার আধার ও মোবাইল OTP দিয়ে নিজের একাউন্টে লগিন করুন।
  • এখানে একাউন্ট রেজিস্টার না করা থাকলে, রেজিস্ট্রেশন করে নিন।
  • আর রেজিস্ট্রেশন করা থাকলে, Aadhaar Card/ USER ID দিয়ে লগিন করুন।
  • এরপর ফর্মে দেওয়া তথ্যগুলি পূরণ করে ছবি আপলোড করুন।
  • এরপর ক্যাপচা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • সাকসেস হলেই আপাতত আপনার কাজ শেষ।
  • Applicaton Id নম্বর কোথাও লিখে রাখুন, এটা পরে কাজে লাগবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট

সঠিক ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM Awas Yojana Scheme প্রকল্পে আবেদন করলে খুব শীঘ্রই সার্ভে শুরু হবে। এবং ঠিক নিয়ম ও শর্তাবলী মেনে আবেদন করলে, আবাস যোজনা ঘরের লিস্টে নাম উঠবে, এরপর এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। যারা আগেই আবেদন করেছেন, এবং যাদের লিস্টে নাম রয়েছে, তারা শীঘ্রই ঘরের টাকা পাবেন। যারা এখনও টাকা পাননি, তারা জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন। খুব শীঘ্রই PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে নাম আছে কিনা, অবশ্যই এখানে ক্লিক করে দেখে নেবেন।

আরপ পড়ুন, দেশ জুড়ে বদলে গেল বাড়ি ভাড়া আইন। বাড়িওয়ালা ও ভাড়াটে উভয়ের স্বেচ্ছাচারিতা বন্ধ করে দিলো মোদী সরকার

আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে 2025

প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM Awas Yojana Scheme আবাস যোজনার টাকা পেতে জুলাই মাসে যারা আবেদন করেছেন তাদের সার্ভে শুরু হয়েছে, তারা কয়েকদিন পর এখানে ক্লিক করে সমস্ত তথ্য পেতে পারেন। এই প্রকল্পের আওতায় পাহাড়ি এলাকায় বসবাসকারীদের ১ লক্ষ ৩০ হাজার টাকা পাবেন, আর সাধারণ নাগরিকদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। জুলাই মাসে যারা আবেদন করেছেন, তারা ডিসেম্বরের মধ্যেই টাকা পেতে পারেন।

শেয়ার করুন: Sharing is Caring!