ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, যাবতীয় তথ্য – NATIONAL ACHIEVEMENT SURVEY (NAS) 2021

করোনা আবহে দেশের স্কুল কলেজ বন্ধ থাকায় স্কুল খোলার প্রাক্কালে পড়ুয়াদের এই মুহূর্তে কি অবস্থা, তা যাচাই করতে বোধমুলক প্রশ্ন নিয়ে সারা দেশব্যাপী ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা NATIONAL ACHIEVEMENT SURVEY (NAS) 2021 এর আয়োজন করা হয়েছে। শিক্ষক ও পড়ুয়াদের কি কি করতে হবে, সহজ ভাষায় রইলো বিস্তারিত বিবরণ।

NATIONAL ACHIEVEMENT SURVEY (NAS) 2021 আগামী ১২ নভেম্বর সারা দেশ ব্যাপী অনুষ্ঠিত হবে।এবং তার জন্য আগে থেকে প্রস্তুত হতে হবে সমস্ত স্কুলের নির্দিষ্ট শ্রেণীর পড়ুয়াদের। যে সমস্ত ক্লাসের পড়ুয়ারা এই সার্ভে তে অংশগ্রহণ করবে তারা হলো CLASS III, CLASS V, CLASS VIII, এবং CLASS X । তবে তার আগে প্রতিটি স্কুল কে প্রস্তুত হতে হবে এবং প্রতিটি স্টুডেন্ট যাতে সফল হতে পারে তার প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। প্রস্তুতি স্বরুপ ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সকল পড়ুয়াদের প্রস্তুতি নেওয়া হলেও মোট ৩১৬৫ টি স্কুল এতে অংশগ্রহণ করবে। এই ৩১৬৫ টি স্কুল র‍্যান্ডমলি সিলেক্ট হবে, অর্থাৎ যেকোনো স্কুলের সেই লিস্টে পড়ার সম্ভাবনা রয়েছে।

তারজন্য ইতিমধ্যেই বাংলার শিক্ষা পোর্টাল (Banglarshiksha Portal) এ স্যাম্পল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সেগুলো ৪ ও ৫ অক্টোবর পড়ুয়াদের অভিভাবকদের বিতরণ করতে হবে। এবং সেগুলো পড়ুয়ারা উত্তর দিয়ে ২৫ ও ২৬ তারিখের মধ্যে স্কুলে জমা করবে। এরপর শিক্ষকেরা সেগুলো ২৭ ও ২৮ তারিখে চেক করবেন। অন্যদিকে বাংলার শিক্ষা দূরভাষে ৭ অক্টোবর থেকে পড়ুয়ারা চাইলে নিজের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এবং টোল ফ্রী নাম্বার ১৮০০১২৩২৮২৩ নম্বরে ফোন করেও নিজেদের প্রশ্নের উত্তর পেতে পারে।

শিক্ষকদের জন্য বিশেষ নির্দেশিকা

👉 MCQ MODEL QUESTION PAPER বাংলার শিক্ষা পোর্টাল থেকে ডাউনলোড করতে হবে, সেটি 4 ও 5 ই অক্টোবর,2021 অভিভাবক দের মধ্যে বিতরণ করতে হবে।
👉 ওই টাস্ক গুলি 25 ও 26 এ অক্টোবর অভিভাবক দের কাছ থেকে ফেরত নিতে হবে।
👉 27 ও 28 এ অক্টোবর অভিভাবকদের ফেরত দেওয়া টাস্ক গুলি শিক্ষক, শিক্ষিকা রা মূল্যায়ন করবেন।

ক্লাস অনুযায়ী পরীক্ষার বিষয় 👇

  1. Class III
    ENGLISH, MATHEMATICS, EVS
  2. CLASS V
    ENGLISH, MATHEMATICS, EVS
  3. CLASS VIII
    ENGLISH MATHEMATICS, SOCIAL SCIENCE
  4. CLASS X
    ENGLISH, MATHEMATICS, SOCIAL SCIENCE

👉 HT/ TIC দের জন্য আলাদা প্রশ্নমালা থাকবে স্কুল ওপেনিং এর বিষয়ে, INFRASTRUCTURE নিয়ে।
👉 বাংলার শিক্ষা দুরভাস খোলা হয়েছে সেখানে ছাত্র ছাত্রীরা কোনও বিষয়ে জানতে চাইলে জানতে পারে ফোন করে।
👉 28 ও 30 এ অক্টোবর LIVE ক্লাস হবে সেখানে ছাত্র ছাত্রীরা তাদের প্রশ্ন রাখতে পারবে, এই সমস্ত বিষয় ভালো ভাবে জানতে ছাত্র-ছাত্রী / অভিভাবক সকলেই follow করুন বাংলার শিক্ষা Portal. বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরীক্ষার রুটিনঃ

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment