হটাত টাকার দরকার হলে বা Personal Loan অথবা নতুন কোনও জিনিস কিনতে ব্যাংক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে, প্রতিমাসের কিস্তি বা EMI বা লোন পরিশোধ না করলে, এবার আপনার মোবাইল ফোন থেকে শুরু করে, প্যান কার্ড ও ক্রেডিট স্করের উপর প্রভাব পড়তে পারে। সম্প্রতি এইরকম কড়া নিয়ম চালু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI. তাই যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, বা কিস্তিতে কোনও জিনিস কিনেছেন বা কিনবেন, আতংকিত না হয়ে পুরো প্রতিবেদনটি পড়ে নিন।
Phone may be locked If You haven’t pay Personal Loan EMI
ব্যাংক থেকে পার্সোনাল লোন, গৃহ ঋণ বা অন্য কোনও ঋণ নিয়ে বা কিস্তিতে কোনও জিনিস কিনলে এখন থেকেই সাবধানতা অবলম্বন করুন। কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি নতুন নিয়মে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে গুরুত্ব পূর্ণ ডকুমেন্টস এ ও কালি পড়তে পারে। এমনকি ক্রেডিট স্কোরে (CIBIL Score) দীর্ঘস্থায়ী দাগ পড়তে পারে। এতে ভবিষ্যতে কেউ আপনাকে লোন দিতে অস্বীকার করতে পারে। এই নতুন নিয়মে লোন ডিফল্টের ক্ষেত্রে ঋণদাতারা আপনার মোবাইল ফোন লক করে ফেলতে পারবে। শুধু লক ই নয়, আপনার ফোন কে নিয়ন্ত্রণ ও করতে পারবে।
EMI না দিলে ফোন কিভাবে লক হবে?
অনেকেই প্রয়োজনে বা বিভিন্ন কারণে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত ঋণ (Personal Loan) বা কোনও কিস্তিতে জিনিস কিনে থাকেন। লোন নেওয়ার সময় বিভিন্ন এগ্রিমেন্ট এ স্বাক্ষর করতে হয়। তবে বেশিরভাগ গ্রাহক, এগ্রিমেন্ট পেপার পুরোটা পড়েন না, বা পড়লেও বেশিরভাগ সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না। এবার থেকে ঋণ বা ধারে কিছু কিনতে গেলে, ঋণদাতা সংস্থা আপনার মোবাইলে একই অ্যাপ ইন্সটল করিয়ে দেবে। আর এই অ্যাপ এর মাধ্যমে আপনার লোন একাউন্ট পরিচালনা করতে পারবে।
যেমন EMI প্রদান, আগাম জমা, Personal Loan লোন পরিশোধ প্রভৃতি। এছাড়া এই অ্যাপ মোবাইলে থাকলে স্প্যাম কলের মাধ্যমে ও জালিয়াতির সম্ভাবনা কমবে। তবে এই অ্যাপ এর আরেকটি ফিচার্স রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে EMI পরিশোধ না করলে মোবাইল ফোন লক হয়ে যেতে পারে। এবং বার বার EMI দেওয়ার কথা বলতে পারে।
আরও পড়ুন, টাকার দরকার হলেই এখানে যোগাযোগ করুন। ১০ মিনিটে সমাধান
এই অ্যাপ কিভাবে কাজ করবে?
লোন অ্যাপ শুধুমাত্র EMI দেওয়ার কথা স্মরণ করাবে, সেটা কিন্তু নয়। এর পাশাপাশি আরও কয়েকটি ফিচার্স আছে, এই অ্যাপ এ।
- লোন একাউন্ট ম্যানেজ করবে
- তবে, ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
- ইএমআই এর তারিখ স্মরণ করাতে বার বার নোটিফিকেশন পাঠাবে।
- EMI দেওয়ার সময়সীমা শেষ হলে, EMI দিয়ে তারপর ফোনের অন্যান্য কাজ করা যাবে।
- স্প্যাম কল প্রতিরোধ করবে
- EMI না দিলে PAN Card এর উপর প্রভাব পড়বে। CIBIL Score বেড়ে যেতে পারে
Loan Repayment Rules: রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত
বিগত কয়েক বছরে NPA এসেট বৃদ্ধি পাওয়ায়, আর ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যাওয়ায়, রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর লোনের টাকা তোলা বা Loan Repayment নিয়ে কড়া নির্দেশ দেয়। যার ফলে টেকনিক্যাল টিম, এই ধরনের অ্যাপ বাবানোর প্রস্তাব দেয়। যদিও রিজার্ভ ব্যাংক লোনের EMI আদায়ে গত বছর RBI ডেটা প্রাইভেসি নিয়েও সতর্কবাণী জারি করেছিল। গ্রাহকের মোবাইলে অ্যাপ এর দ্বারা নিয়ন্ত্রণ ব্যাক্তিগত গোপনীয়তা নীতি লঙ্ঘন করতে পারে। তবে, লোন নিয়ে না মেতানোর সংখ্যা এতোটাই বেড়ে গেছে, যে এই ধরনের প্র্যাকটিসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে, একটা সময় লোন নিয়ে আর কেউ ফেরত ই দিতে চাইবে না।
লোন রিকভারির অ্যাপ কবে চালু হবে?
রিজার্ভ ব্যাংকের মান্যতা ওকেন্দ্র সরকারের ছাড়পত্রের পরই বর্তমানে এটি পরিক্ষামুলক পর্যায়ে রয়েছে। জানা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এই নির্দেশিকা (Personal Loan Repayment) প্রকাশিত হতে পারে। তবে এই অ্যাপ ফোন লক করে দিতে পারলেও এটি গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
কাদের লাভ হলো?
এমনিতেই লোন দিয়ে ফেরত না পাওয়ার কেস দিন দিন বেড়েই চলেছে তাই এই নিয়ম চালু হলেই, বিভিন্ন ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, ডিএমআই ফাইন্যান্স এবং চোলামণ্ডলামের মতো কোম্পানিগুলো এতে সবচেয়ে বেশি লাভবান হবে। ফাইনান্স কোম্পানি গুলো মূলত কনজিউমার প্রোডাক্টসের জন্য ছোট লোন প্রদান করে। CRIF High Mark-এর রিপোর্ট অনুসারে, ১ লাখ টাকার নিচের লোন ডিফল্টের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই এই নিয়ম বাস্তবায়ন হলে লোনের টাকা ফেরত পাওয়ার হার বাড়বে।
গ্রাহকদের জন্য কী সতর্কতা?
ধরুন, যদি আপনি EMI-তে ফোন কিনে থাকেন, তাহলে সময়মতো পরিশোধ করুন। ব্যাংক থেকে পার্সোনাল লোন নিলে, EMI এর দিন পরিশোধ করুন। লোন ডিফল্ট এড়াতে বাজেট প্ল্যানিং করুন। RBI-এর মুখপাত্র এখনও এই বিষয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেননি। ইকোনমিক টাইমসের রিপোর্টে বলা হয়েছে, এটি এখনও পরিকল্পনা পর্যায়ে।
আরও পড়ুন, এই প্রকল্পে প্রতিমাসে ৫০০০ টাকা করে পাবেন। কিভাবে আবেদন করলে টাকা পাবেন?
ভবিষ্যতের প্রভাব: ঋণ পরিশোধ এবং অর্থনীতি
লোন পরিশোধ না করা, একটি জঘন্য অভ্যাস। আর এই অভ্যাস কে বদল করতেই কেন্দ্র সরকারের এই নিয়ম। এতে অনেকেরই বাড়তি চাপ পড়বে, তবে ঋণ পরিশোধের হার বাড়বে। যার ফলে এই নিয়মটি ভারতের অর্থনীতিতে ঋণ সেক্টরকে শক্তিশালী করবে। ছোট লোনের মাধ্যমে কনজিউমার ইকোনমি চালু থাকে, কিন্তু ডিফল্ট এটিকে বাধাগ্রস্ত করে। RBI-এর এই পদক্ষেপ লেন্ডারদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে, গ্রাহকদের মধ্যে অসন্তোষও দেখা দিতে পারে। ফোন লক হলে জরুরি যোগাযোগও কঠিন হয়ে যাবে। এতে গ্রাহকদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে।