পশ্চিমবঙ্গের তপসিলি ও অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য আবার চালু হলো SC ST OBC Scholarship প্রোগ্রাম। এই স্কলারশিপ কে OASIS Scholarship ও বলা হয়ে থাকে। যারা এই বছরে এখনও কোনও স্কলারশিপে আবেদন করেন নি, তারা এই স্কলারশিপে আবেদন করলেই সর্বোচ্চ ৪৫০০০ পর্যন্ত পেতে পারেন। সম্প্রতি স্নাতক স্তরে কলেজে ভর্তি শুরু হয়েছে। তারাও এই স্কলারশিপে আবেদন করতে পারেন। কিভাবে ওয়েসিস স্কলারশিপ প্রকল্পে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগে, কোন স্তরের কোর্সের জন্য কত টাকা পাওয়া যায়, বিস্তারিত জেনে নিন।
SC ST OBC Scholarship: OASIS Scholarship 2025
ভারতীয় সংবিধানে অনগ্রসর ও তপসিলি জাতি ও উপজাতির জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনার জন্য, শিক্ষা, চাকরি, রাজনীতি ও বিভিন্ন সামাজিক কাজে SC ST OBC এর সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে। স্বাধীনতার ৭৮ বছর পরও সমাজের অনেক জনজাতি এখনও পিছিয়ে রয়েছে। তাই তাদের শিক্ষার আলো দিতে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে, দেশের কেন্দ্র সরকার, বিভিন্ন রাজ্য সরকার এবং বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠান। এই স্কলারশিপ প্রোগ্রামের ফলে স্কুলের খরচ, টিউশন খরচ ও অন্যান্য খরচ মেটাতে সাহায্য করবে। আর ওয়েসিস স্কলারশিপে আবেদন করলেই যোগ্য ছাত্র ছাত্রী একাউন্টে সরাসরি টাকা পাবেন।
SC ST OBC Scholarship এর উদ্দেশ্য
প্রত্যেকটি স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতির জন্যই চালু করা হয়ে থাকে। ব্যতিক্রম নয় SC ST OBC Scholarship. এই স্কলারশিপ সমাজের তপশিলি জাতি ও উপজাতিদের আর্থিক দিক থেকে সহায়তা করে। যাতে তাঁরা নিজেদের পছন্দের বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। বহু মেধাবী ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের দ্বারা উপকৃত হয়েছেন। আগামী দিনেও উপকৃত হবেন বলেই আশা করা যায়। এই স্কলারশিপের ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে। ফলে জাতীয় শিক্ষার হার বৃদ্ধি পাবে ও সমাজের উন্নতি ঘটবে।
আরও পড়ুন, দেশের ছাত্র ছাত্রীদের ২৫০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে। অনলাইনে আবেদন করুন।
ওয়েসিস স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?
ওয়েসিস স্কলারশিপে আবেদন করলে শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী বা কোর্স অনুযায়ী আর্থিক সুবিধা পাবেন। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা এই বৃত্তি প্রকল্পের সর্বাধিক ৪৫,০০০ টাকার কাছাকাছি আর্থিক সহায়তা পেতে পারেন। নিচে কোর্স ও স্কলারশিপের পরিমাণ দেওয়া হলো।
| কোর্স/ শ্রেণী | স্কলারশিপের পরিমাণ | অর্থপ্রদানের ধরন |
| মাধ্যমিক স্তর | ₹ ১২০০০ টাকা | বার্ষিক |
| উচ্চমাধ্যমিক স্তর | ₹ ১৮০০০ টাকা | বার্ষিক |
| স্নাতক সাধারন কোর্স | ₹ ৩৬০০০ টাকা | বার্ষিক |
| ট্যেকনিক্যাল | সর্বোচ্চ ₹ ৪৫০০০ টাকা | বার্ষিক |
SC ST OBC Scholarship এর যোগ্যতা
- এই স্কলারশিপের আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর প্রার্থীকে SC, ST অথবা OBC শ্রেণীর হতে হবে।
- প্রত্যেক আবেদনকারী ছাত্র ছাত্রীর কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় শিক্ষার্থীর ৬০% নম্বর থাকতে হবে।
- শিক্ষার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের রেগুলার কোর্সের পড়ুয়া হতে হবে।
- যারা দূর শিক্ষা অর্থাৎ ডিসটেন্সে পড়াশোনা করছেন তাঁরা এই স্কলারশিপ পাবেন না।
- আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ১৮০০০০ টাকার মধ্যে হতে হবে।
আরও পড়ুন, ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ২০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আবেদন করলেই টাকা পাবেন।
অনলাইনে ওয়েসিস স্কলারশিপে আবেদন পদ্ধতি
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এরপর মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে
- রেজিস্ট্রেশন হওয়ার পর আইডি ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে হবে।
- এরপর আবেদনপত্রটি পূরণ করে নিতে হবে।
- যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- সমস্ত তথ্যগুলি একবার চেক করে নিয়ে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করতে হবে।
- এরপর অনলাইনে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে আপনার আবেদন জমা করতে হবে।
উপসংহার
SC ST OBC Scholarship তপসিলি জাতি, উপজাতির ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ প্রোগ্রাম। এই বৃত্তি প্রকল্পে যোগ্য প্রার্থী আবেদন করলেই টাকা পাবেন। এই স্কলারশিপে খুব একটা বাছাই হয় না। সঠিক তথ্য দিলে প্রায় সবাই ই টাকা পায়। আপনিও আবেদন করতে পারেন। আরোও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল সাইট দেখুন। এছাড়া SC ST OBC পড়ুয়াদের আরেকটি স্কলারশিপ এর ব্যাপারে জানতে এখানে ক্লিক করুন।
