LPG Price: আবার কমলো রান্নার গ্যাসের দাম। পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কতো হলো?

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে একদিকে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে সোচ্চার বিরোধীরা। আর টানা তিন মাস রান্নার গ্যাসের দাম কমালো (LPG Price Cut) কেন্দ্র সরকার। গ্যাসের দাম কত কমলো, নতুন দাম কত হলো, পশ্চিমবঙ্গে গ্যাসের নতুন দাম কত হলো, কারা এই সুবিধা পাবেন, বিস্তারিত জেনে নিন।

LPG Price cut news per cylinder

গত পহেলা আগস্ট থেকে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩৪ টাকা কমিয়ে রেস্টুরেন্ট ও LPG Auto মালিকদের স্বস্তি দিয়েছিলো মোদী সরকার। আবার গতকাল GST Council এর বৈঠকে ১৭৫টি নিত্য প্রয়োজনীয় পণ্য ও ৩৩টি ওষুধের দাম কমিয়ে সাধারণ মানুষের নজর কেড়েছে। আর পুজোর মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে, আরও স্বস্তি দিলো কেন্দ্র সরকার। আর শোনা যাচ্ছে বিহার নির্বাচনের আগে গৃহাস্থলীর রান্নার গ্যাসের সাবসিডি আরও বাড়ানো হবে। তবে পুজোর মাসে এই সিদ্ধান্ত সাধারণ মানুষ কে স্বস্তি দেবে।

বাণিজ্যিক গ্যাসের দাম কমলো

যদিও গত মাসের মতো সেপ্টেম্বর মাসেও শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের (commercial lpg price cut) রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। তবে যেহেতু পুজোর মাস, আর সকলেই রেস্টুরেন্ট বা বাইরের খাবার খাবেন, তাই অন্তত পুজোর মাসে এই দাম কমানোর ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও সরাসরি উপকৃত হবেন। তবে বসত বাড়ির রান্নার গ্যাসের দাম ও কম দামে পেতে পারেন। নিচের ছবিতে ক্লিক করে দেখে নিন।

রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Subsidy)

Commercial LPG price cut

কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী গত ১ সেপ্টেম্বর থেকে কমার্শিয়াল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নতুন হারে কার্যকর হবে। ১৯ কেজি নীল রঙের বাণিজ্যিক সিলিন্ডার প্রতি দাম কমেছে ৫১ টাকা ৫০ পয়সা পর্যন্ত। এবার জেনে নিন, দেশের বিভিন্ন শহরে নতুন গ্যাসের দাম কতো হলো।

বিভিন্ন শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের নতুন দাম

  • কলকাতা শহরে: নতুন দাম ১ হাজার ৬৮৩ টাকা
  • দিল্লি শহরে: নতুন দাম ১ হাজার ৫৮০ টাকা
  • চেন্নাই শহরে: নতুন দাম ১ হাজার ৭৩৭ টাকা ৫০ পয়সা
  • মুম্বই শহরে: নতুন দাম ১ হাজার ৫৩১ টাকা।

আরও পড়ুন, ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। এইভাবে আবেদন করুন।

ডমেস্টিক রান্নার গ্যাসের দাম

যদিও ঘরোয়া বা বসত বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে, তবুও ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের বর্তমান দাম জেনে নিন। পশ্চিমবঙ্গ তথা কলকাতায় ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম (Domestic LPG Cylinder Price) ৮৭৯ টাকা।

এদিকে গতকাল GST Reforms এর কারণে অনেক জিনিসের দাম কমেছে। অনেক জিনিসের দাম বেড়েছে। স্বাস্থ্যবিমা ও জীবনবীমা থেকে GST সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। GST দিএ হবে না  রুটি, পনিরের মতো খাদ্য দ্রব্যেও। জিএসটি কাউন্সিলের মিটিং এর পর নতুন দাম জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন: Sharing is Caring!