বন্ধন ব্যাংক ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় একটি প্রাইভেট ব্যাংক। আর বন্ধন ব্যাংকের ১০ বছর পূর্তিতে গ্রাহকদের জন্য Bandhan Bank Legacy Savings Account তথা বন্ধন ব্যাংক লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো ব্যাংক কতৃপক্ষ। এই একাউন্ট থাকলেই গ্রাহকেরা বিনামূল্যে প্রচুর সুবিধা পাবেন। আর তাঁর সাথে বিনামূল্যে বীমার সুবিধা ও পাবেন। এটা এমন এক ধরনের এলিট সেভিংস একাউন্ট পরিষেবা, যেখানে ব্যাংকে গেলে অনেকেই একটি কাজ করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়াতে হয়, সেখানে এই পরিষেবা পেলে ব্যাংকে গিয়েই নিজেকে VIP বলে মনে হতে পারে! যে সমস্ত গ্রাহকদের বন্ধন ব্যাংক লোন ও একাউন্ট আছে তারা বিস্তারিত জেনে নিন।
Bandhan Bank Legacy Savings Account
বন্ধন ব্যাংকের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্যনাকের নতুন ও পুরাতন সমস্ত গ্রাহকদের জন্য বন্ধন ব্যাংক লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। আপনার যদি এই ব্যাংক একাউন্ট থেকে থাকে তবে এই বিশেষ সুবিধা পাবেন আপনিও। গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে এই ব্যাংকের তরফে সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ভারতের যে সকল গ্রাহকরা উন্নত মানের ব্যাংকিং অভিজ্ঞতা চান, তাঁদের জন্য এই নতুন ধরনের এলিট সেভিংস অ্যাকাউন্ট খুবই কার্যকরী হবে। এবার জেনে নিন কি এই লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট।
What Is Legacy Savings Account?
বন্ধন ব্যাংক লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট হলো সাধারণ সেভিংস একাউন্টের মতোই একটি ব্যাংক একাউন্ট পরিষেবা। তবে এর সাথে বিনামূল্যে বিভিন্ন রকম পরিষেবা ও বীমা দেওয়া হবে। বিভিন্ন প্রাইভেট ব্যাংকে যেমন প্রায়োরিটি নামে একটি এলিট একাউন্ট করার সুবিধা থাকে, বন্ধন ব্যাংকের ক্ষেত্রেও তেমন ই একটি বিশেষ একাউন্ট পরিষেবা চালু করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়া হবে। যেমন বিশেষ ডেবিট কার্ড, লকার পরিষেবা, উন্নত ব্যাংকিং পরিষেবা, বীমা পরিষেবা, বিশেষ গুরুত্ব দেওয়া প্রভৃতি।
আরও পড়ুন, ঘরে বসে এই কাজ করে পুরুষ মহিলা যে কেউ প্রচুর টাকা আয় করুন। প্রতিদিন মাত্র ১ ঘন্টায়।
বন্ধন ব্যাংক লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট এর সুবিধা
বন্ধন ব্যাংক তার গ্রাহকদের জন্য চালু করেছে বন্ধন ব্যাংক লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট (Legacy Savings Account). আপনার যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে যে যে সুবিধা পাচ্ছেন তা নিম্নরূপ-
- লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে থাকছে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড।
- ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড এর মাধ্যমে দেশ-বিদেশের এয়ারপোর্ট লাউঞ্জে পাবেন সঙ্গী সহ প্রবেশের সুবিধা।
- বিনামূল্যে পাবেন তাজ এপিকিউর মেম্বারশিপ।
- তাঁর সঙ্গে দেওয়া হবে ফ্রি সিনেমা ও ইভেন্টের টিকিটও
- নির্দিষ্ট কিছু ক্লাবে গল্ফ খেলার সুযোগ দেওয়া হবে।
- প্রত্যেক গ্রাহকের জন্য ব্যক্তিগত রিলেশনশিপ ম্যানেজার থাকবে
- লকার ভাড়ায় আজীবন ছাড় ও ভ্রমণ সুবিধা
- চিকিৎসা, শিক্ষা, এস্টেট পরিকল্পনার জন্যও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন।
লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট এর অতিরিক্ত সুবিধা
ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড এর বিভিন্ন সুবিধার পাশাপাশি Bandhan Bank Legacy Savings Account এ ব্যাংকিং ক্ষেত্রের ও প্রচুর সুবিধা দেওয়া হবে। এই বিশেষ একাউন্টের গ্রাহকরা বিনামূল্যে লেনদেনের সুবিধাও পাবেন। গ্রাহকদের দেওয়া হবে সার্ভিস চার্জ ছাড়াই সীমাহীন ফ্রি লেনদেন এর সুযোগ। এছাড়া এই অ্যাকাউন্টটি থাকলে অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহক নগদ জমা, আরটিজিএস, এনইএফটি, ও আইএমপিএস সমস্ত রকমের সুবিধাই পাবেন। বন্ধন ব্যাংক গ্রাহকদের অতিরিক্ত সুবিধা হিসেবে বিমা সুবিধাও দিচ্ছে। এর মধ্যে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি টাকা, ব্যক্তিগত দুর্ঘটনার ক্ষেত্রে বিমায় ২০ লক্ষ টাকা আর ক্রয় সুরক্ষা বিমা হিসেবে ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে।
ভারতীয় ব্যাংকিং পরিষেবা সেক্টরের RBI এর পরিসংখ্যান থেকে জানা যায়, গত ১০ বছরে বন্ধন ব্যাংক দেশের মধ্যে অন্যতম শক্তিশালী ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বন্ধন ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটির উপরে। তথ্য থেকে জানা যায়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বন্ধন ব্যাঙ্কের মোট আমানত ১.৫৫ লক্ষ কোটি টাকা ছিল। ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এতো কম সময়ের মধ্যে যা সত্যিই সন্তোষজনক। ফলত, আগামী দিনে আরও উন্নততর পরিষেবা দেওয়ার জন্য পদক্ষেপের পথে বন্ধন ব্যাংক।
আরও পড়ুন, আধার কার্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় নির্দেশ। সকলকে এই কাজ করতে হবে। সময় থাকতে জেনে নিন
উপসংহার
অতএব আপনারও যদি বন্ধন ব্যাংকে একাউন্ট থাকে তাহলে বন্ধন ব্যাংক লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট খুলে নিলেই আপনিও এই সকল সুবিধা পাবেন। তবে এই অ্যাকাউন্ট খোলার জন্য কিংবা সুবিধা পাওয়ার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। নিকটবর্তী ব্যাংকের শাখায় যান ও এই বিষয়ে ডিটেলসে জেনে আসুন।