ভারতের মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস দশা আমজনতার। আর সব কিছুর সঙ্গেই পাল্লা দিয়ে ক্রমশ বাড়ছে মোবাইল রিচার্জের (Mobile Recharge Plan Increase) খরচ ও। দিন কে দিন আরও দামি হচ্ছে পরিষেবা। তবে মোবাইল রিচার্জের ঊর্ধ্বমুখী প্রবণতায় রাশ টানতে সাধারণ মানুষ চাইছে এবার পদক্ষেপ নিক কেন্দ্র সরকার (Central Government). অবশেষে সত্যিই কি কেন্দ্রের পদক্ষেপে কমছে মোবাইলের খরচ? আসুন আজকের প্রতিবেদন থেকে জানা যাক।
Mobile Recharge Plan Increase and tariff hike
গত বছর থেকেই সারা ভারতে মোবাইল রিচার্জে খরচ বেড়ে গিয়েছিল। সমস্ত কোম্পানি একে একে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। যার সঙ্গে পাল্লা দিতে সমস্যার মুখে পড়তে হয় মধ্যবিত্ত জনতাকে। ভারতের বেশিরভাগ মানুষ জিও, এয়ারটেল, VI গ্রাহক। কিন্তু পরিস্থিতি বলে, তাঁরা দলে দলে নাম লেখাতে থাকেন BSNL গ্রাহক রূপে। কারণ সেই সময় BSNL এর খরচ তুলনামূলকভাবে কম ছিল। আর অনেকেই ২ তিনটে সিমের বদলে ১টি করে SIM Card ব্যবহার করতে শুরু করে। লাইফ টাইম ভ্যালিডিটি তুলে দেওয়ার পর ৩৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যান ছিলো, যা এখন বেড়ে ১৯৯ টাকা হয়েছে। তাতে পাওয়া যায় আনলিমিটেড কলিং, ২ জিবি ডেট ও প্রতিদিন ১০০টি করে SMS. আচ্ছা আপনারাই বলুন এখন ১০০ টি করে SMS কজনে পাঠায়? আনলিমিটেড ফ্রি কলিং কজনের দরকার পড়ে? তাহলে এটা অপচয় নয় কি?
যদিও এই নিয়ে মানুষের মধ্যে আক্রোশ থাকলেও কেউ এই প্রশ্ন তুলছে না। যার জেরে ৩৯ টাকা থেকে, ৪৯ টাকা, ৪৯ টাকা থেকে ৯৯ টাকা, এরপর ১৪৯ টাকা আর এখন সর্বনিম্ন রিচার্জ ১৯৯ টাকায় এসে দাড়িয়েছে। গত বছর ৩ জুলাই থেকে দেশের তিন প্রধান টেলিকম অপারেটর যথা জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) এবং ভিআই (VI) মোবাইল রিচার্জের দাম ১১% থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি করায় সাধারণ মানুষ চিন্তায় পড়ে। দৈনন্দিন জীবনের যাবতীয় খরচ সামলে এতগুলো টাকা প্রত্যেক মাসে মোবাইলের জন্য খরচ করা কার্যত অসম্ভব হয়ে ওঠে।
আরও পড়ুন, গনেশ পুজোয় সব কিছু ফ্রি করে দিলো, Airtel, জানতে ক্লিক করুন।
মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের পদক্ষেপ
মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিতর্ক এবং ক্ষোভ দেখা দেয়। এমনকি প্রধান বিরোধী দল কংগ্রেসও এই প্রসঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। অবশেষে পরিস্থিতি সামাল দিতে মোবাইল রিচার্জের আকাশছোঁয়া দাম (Mobile Recharge Plan Increase) নিয়ে মুখ খোলে কেন্দ্রীয় সরকার। তাহলে কি এবার কমে যাচ্ছে রিচার্জের খরচ? কি বলছে কেন্দ্র? আসুন জানা যাক।
কেন্দ্রের তরফে কী বলা হয়েছে?
দেশের সাধারণ মানুষের স্বার্থে ভারতীয় টেলিকম অথরিটি তথা TRAI এর মাধ্যমে এক বিবৃতি জারি করে কেন্দ্র সরকার। যেখানে তারা জানিয়েছেন, টেলিকম কোম্পানি গুলি তাঁদের ট্যারিফে কি ধরনের পরিবর্তন আনবে, কতটা দাম কমাবে বা বাড়বে সেই নিয়ে সরকার কখনোই নাক গলাতে পারে না। তবে, সরকার এও বলেছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে ভারতে রিচার্জের মূল্য এখনও তুলনামূলকভাবে কম।
ফলত খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এহেন বক্তব্য গ্রাহকদের তেমন সন্তুষ্টি দিতে পারেনি। কারণ গ্রাহকরা যা আশা করছিল কেন্দ্র সরকার দাম কমাতে হস্তক্ষেপ করবে, তা বাস্তবে হল না। কোম্পানিগুলিও কেন্দ্রের বিবৃতির পরে তাঁদের ট্যারিফ কমায়নি। আপাতত জনতা চাইছে রিচার্জের মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে আর সাধারণ মানুষকে স্বস্তি দিতে দ্রুত পদক্ষেপ নিক সরকার। তবে যদি ১৯৯ টাকার রিচার্জের বদলে শুধু ভ্যালিডিটি চালু রাখতে নুন্যতম রিচার্জ এর একটি প্ল্যান চালু করার নির্দেশ দেয় কেন্দ্র সরকার, তাহলেও কিছু মানুষের সুবিধা হবে। এবার দেখে নিন, বিভিন্ন দেশে সর্বনিম্ন মোবাইল রিচার্জের পরিমাণ কতো।
- ভারত: $1.71
- বাংলাদেশ: $3.24
- পাকিস্তান: $1.39
- নেপাল: $2.75
- ভুটান: $4.67
- আফগানিস্তান: $4.77
- চীন: $8.84
- আমেরিকা: $49
- অস্ট্রেলিয়া: $20.1
- ব্রিটেন: $12.5
- দক্ষিণ আফ্রিকা: $15.8
এই লিস্ট থেকে দেখা যায় অনেক উন্নত দেশের চেয়ে ভারতে মোবাইল রিচার্জের খরচ অনেক কম। যদিও এই সান্ত্বনায় জনগন খুশি হবে না। তাই সাধারণ মানুষ চাইছে ১০০ টাকার কমে একটি রিচার্জ প্ল্যান থাক। যাতে গরীব মানুষ অন্তত তাদের ভ্যালিডিটি চালিয়ে যেতে পারে, ব্যাংক, গ্যাস ও বিভিন্ন প্রকল্পের মেসেজ অন্তত যেন তাদের ফোনে আসে।
আরও পড়ুন, ভারতে পাশ হলো অনলাইন গেমিং বিল। গেম খেলে টাকা উপার্জন চিরতরে বন্ধ।
উপসংহার
যেহেতু কেন্দ্র সরকার আপাতত মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করলেও দাম কমানোর নির্দেশ দেয়নি। তাই আগামী দিনে এই পরিস্থিতিতে টেলিকম কোম্পানিগুলো রিচার্জের দাম কমাবে কিনা সন্দেহ থেকে যায়। তবে রিচার্জের উর্দ্ধমুখী দামের ট্রেন্ড বজায় আছে। শোনা যাচ্ছে পুজোর পর আবার বাড়তে পারে রিচার্জের দাম। এই সমস্যার প্রতিকার চাইছেন সাধারণ মানুষ। তাঁরা কেন্দ্রের পদক্ষেপের জন্য অপেক্ষায় আছেন।