Recharge plan: মাত্র ১৬৬ টাকায় সারা মাস ফ্রি। সবচেয়ে সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান চালু হলো

ভারতের টেলিকম বাজারে Mobile recharge plan নিয়ে প্রতিযোগিতা চলছেই। Jio, Airtel, VI একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। আর সেই প্রতিযোগিতায় পিছিয়ে যায়নি BSNL সরকারি প্রতিষ্ঠান ও। যার জন্য প্রত্যেক কোম্পানীই সস্তার মোবাইল রিচার্জ অফার তথা Mobile recharge plan বা কে কত সস্তার প্ল্যান আনতে পারে, কে কত বেশি সুবিধা দিতে পারে তাই নিয়ে ক্রমাগত চলছে ঠান্ডা লড়াই। তবে এর মধ্যেই গ্রাহকের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী রিচার্জ করে থাকেন। তবে বর্তমানে রিচার্জের দাম যেভাবে বেড়েছে, সেই তুলনায় এই রিচার্জ প্ল্যান টি মধ্যবিত্তের নাগালের মধ্যে হতে পারে। এই প্ল্যানটির সুবিধা ও বিস্তারিত জেনে নিন।

VI Recharge Plan 365 days 1 year validity plan

ভারতবর্ষে VI অর্থাৎ ভোডাফোন আইডিয়া নেটওয়ার্কের গ্রাহক সংখ্যা প্রচুর। চারিধারে প্রচুর মানুষ এই নেটওয়ার্কের সুবিধা নিয়ে থাকেন। তবে ভিয়াইকে টেক্কা দিতে ভারতে রয়েছে জিও এবং এয়ারটেল। তাঁরাও কোন অংশে কম যায় না। সস্তার প্ল্যান, দ্রুতগতির ইন্টারনেট-সহ একাধিক সুবিধা দিয়ে তাঁরাও গ্রাহক টানতে তৎপর। তবে VI সম্প্রতি নতুন যে প্ল্যান এনেছে সেটা আপনাকে সারা বছরের জন্য নিশ্চয়তা দেবে।

VI বার্ষিক রিচার্জ প্ল্যান

এখন প্রত্যেকটা টেলিকম কোম্পানি সারা বছরের জন্য একাধিক রিচার্জ প্ল্যান এনেছে। অর্থাৎ এইসব রিচার্জ প্ল্যানে আপনাকে একবার রিচার্জ করতে হবে আর আপনি সুবিধা পাবেন সারা বছর ধরে। প্রত্যেক মাসের জন্য একসঙ্গে থোক টাকা জমা দিয়ে দিতে হবে একেবারে। অবাক করার মতো বিষয় হলো সেটাও হবে আপনার সাধ্যের মধ্যে। কারণ একেবারে সস্তার রিচার্জ প্ল্যানে সারা বছর উপভোগ করার সুবিধা দিচ্ছে ভোডাফোন। কত টাকার প্ল্যান আর কি কি সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক।

VI কর্তৃক চালু হওয়া নতুন বার্ষিক রিচার্জ প্ল্যানে একবার রিচার্জ করলেই আর গোটা বছর আপনাকে রিচার্জ করার কথা ভাবতে হবে না। তাই যদি আপনি প্রতিমাসের রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে যান তাহলে ভোডাফোনের নতুন প্ল্যানে আজই রিচার্জ করতে হবে। এখন ভাবছেন তো কত টাকা রিচার্জ প্ল্যান? তবে জেনে নিন, শুধুমাত্র ১৯৯৯ টাকায় সারা বছরের জন্য উপযুক্ত একগুচ্ছ সুবিধা যুক্ত রিচার্জ প্ল্যান চালু করেছে ভিআই।

আরও পড়ুন, প্যান কার্ড গ্রাহকদের ৫ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। এইভাবে আবেদন করুন |

তাহলে মাসে মাসে কত টাকা খরচ হবে?

অর্থাৎ এখন যদি আপনার কাছে ভিআই সিম থাকে, আর আপনি যদি এই নতুন অফারের অন্তর্গত ১৯৯৯ টাকা রিচার্জ করেন তবে সারা বছরের জন্য আর একবারও রিচার্জ করতে হবে না। আপনি সারা বছর ধরে নিশ্চিন্তে থাকতে পারবেন। এবার যদি আপনি এই প্ল্যানে রিচার্জ করেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন?

১৯৯৯ টাকা রিচার্জ করলে গ্রাহক ৩৬৫ দিনের ভ্যালিডিটিতে পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং, এককালীন ২৪ জিবি ডেটা। আর তার সঙ্গে এককালীন ৩,৬০০ SMS. প্ল্যানের সুবিধা ভারতজুড়ে সবাই পাবেন। সারা বছরের জন্য যেহেতু ১৯৯৯ টাকা অর্থাৎ প্রত্যেক মাসের জন্য (১৯৯৯÷১২)= ১৬৬ টাকা করে খরচ হবে। তাহলে আর ভাবনা কিসের? এতটা সস্তায় প্ল্যান আর পাবেন? রিচার্জ করুন আজই।

আরও পড়ুন, জলের দামে ঝা চকচকে দুর্দান্ত ডিজাইনের চারচাকা গাড়ি বাজারে এলো।কেনার ইচ্ছে থাকলে দেখুন।

উপসংহার

আপনি যদি একজন কম ডেটা ব্যবহারকারী ব্যক্তি হয়ে থাকেন, তবে এই প্ল্যান আপনার জন্য দারুন কার্যকর হবে। বিশেষ করে শুধুমাত্র ভয়েস কল ও অকেশনাল এসএমএস যদি সিমটি ব্যবহার করেন তাহলে VI এর বার্ষিক রিচার্জটি নিঃসন্দেহে করতে পারেন। বাকি ডিটেলস আপনি পেয়ে যাবেন VI এর অফিসিয়াল ওয়েবসাইটে।

শেয়ার করুন: Sharing is Caring!