TRP List: হাড্ডা হাড্ডি লড়াইয়ে, বাংলা মেগা সিরিয়ালের এই সপ্তাহের টিআরপি তালিকায় বড় বদল

বাংলা টেলিভিশনে চলছে বিভিন্ন ধারাবাহিকের হাড্ডাহাড্ডি লড়াই। প্রতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List of Bengali serial this week) দেখলেই স্পষ্ট ভাবে বোঝা যায় প্রতিযোগিতার ফলাফল। ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো টেলি প্লাটফর্মে কেমন স্কোর করছে, তা জানার উপায় হল প্রতি সপ্তাহের TRP তালিকা। টেলিভিশনের গতানুগতিক নিয়ম অনুসারে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার জানা যায় প্রত্যেকটি ধারাবাহিক এবং টেলিভিশন শো এর প্রাপ্ত নম্বর। এইবারেও সঠিক দিনেই সঠিক সময়ে প্রকাশিত হয়েছে সপ্তাহের টেলি পারফরমেন্স। নতুন টিআরপি তালিকায় এবারে কোন কোন ধারাবাহিকের নাম সংযোজন হলো? আর কোন কোন পুরনো ধারাবাহিক পিছিয়ে পড়ল এই প্রতিযোগিতায়? চলুন, জেনে নেওয়া যাক।

TRP List of Bengali Serial This Week

গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ৭.৪ নম্বর পেয়ে বেঙ্গল টপার মেগা সিরিয়াল হিসাবে রয়েছে পরশুরাম আজকের নায়ক (Parashuram Ajker Nayak) ধারাবাহিকটি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ৬.৯ নম্বর প্রাপ্ত ফুলকি (Phulki). তৃতীয় স্থানে ৬.৬ নম্বর পেয়ে রয়েছে দুটি জনপ্রিয় ধারাবাহিক – চিরসখা (Chirosokha) ও জগদ্ধাত্রী (Jagaddhatri).

চতুর্থ স্থান অর্জন করে নিয়েছে নতুন ধারাবাহিক রাজরাজেশ্বরী রাণী ভবানী (Rajrajeshwari Rani Bhabani). এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। পরিণীতা (Parineeta) ও রাঙামতি তীরন্দাজ (Rangamati Tirandaj) ৬.৪ নম্বর পেয়ে সপ্তাহের TRP তালিকায় পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে ২৫০০০ টাকা করে দিচ্ছে। এইভাবে আবেদন করুন।

Top 10 TRP Bengali Serial This Week

প্রথম – পরশুরাম আজকের নায়ক (৭.৪)
দ্বিতীয় – ফুলকি (৬.৯)
তৃতীয় – চিরসখা (৬.৬) ও জগদ্ধাত্রী (৬.৬)
চতুর্থ – রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৫)
পঞ্চম- পরিণীতা (৬.৪) ও রাঙামতি তীরন্দাজ (৬.৪)

ষষ্ঠ – চিরদিনই তুমি যে আমার (৫.৭)
সপ্তম – অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ (৫.৫)
অষ্টম- আমাদের দাদামণি (৫.৪)
নবম- কথা (৫.২)
দশম – কোন গোপনে মন ভেসেছে (৪.৪)

এক কথায় বলতে গেলে, এই সপ্তাহে বাংলা ধারাবাহিকের TRP তালিকায় নেমে এসেছে চাঁদের হাট। ২০২৫ এর জুলাইয়ে একাধিক নতুন ধারাবাহিক জায়গা করে নিয়েছে TRP তালিকায়। পাশাপাশি জনপ্রিয় পুরনো ধারাবাহিক গুলিও নিজেদের স্থান যথাযথভাবে ধরে রেখেছে। দিন যত এগোচ্ছে, প্রতিটা ধারাবাহিক এই আচ্ছে নতুন নতুন টুইস্ট।

আরও পড়ুন, ঘরে বসে ফ্রিতে আয় করুন হাজার হাজার টাকা। অনলাইনে আয় করার সেরা পাঁচটি পদ্ধতি

আগামী দিনের দর্শকদের মনোরঞ্জনের এই ধারাবাহিকগুলি কতটা দর্শকের মন জয় করতে পারে, আগামী সপ্তাহের টিআরপি তালিকা দেখলেই সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন: Sharing is Caring!