দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গের প্যারা টিচার তথা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির (Para Teacher Salary Hike) খবর এলো। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, সম কাজে সম বেতন ও স্থায়ীকরণ নিয়ে আন্দোলন আজকের নয়। তাদের মঞ্চে কথা দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে হেভিওয়েট মন্ত্রীরা। তবে দাবি পূরণ হয়নি। বিকাশ ভবনের সামনে বি’-ষ পানের চেষ্টা দেখেছে কলকাতা, পার্শ্ব শিক্ষকদের চাঁদার টাকা আত্মসাৎ ব্যক্তিগত কাজে খাটানোর অভিযোগ ও এসেছে। তবে সমকাজে সম বেতনের দাবি পূরণ হয়নি।
পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি
তবে এই মুহূর্তে রাজ্যের প্রথম শ্রেণীর একাধিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে। শুধু বেতন বৃদ্ধিই নয়। প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক নাম পরিবর্তন করে তাদের নতুন নামকরণের সম্ভাবনা। এই মুহূর্তে স্থায়ীকরণ না হলেও কতটা বেতন বাড়ছে? তাদের পদের নতুন নামকরন কি হচ্ছে, জেনে নিন।
West Bengal Para Teacher Salary Hike
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর থেকে পার্শ্ব শিক্ষকদের ফাইল পাঠানো হয়েছে অর্থ দফতরের (Finance Department) কাছে। বিকাশ ভবন তথা স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে। বর্তমানে একজন প্যারা টিচার মাসে প্রায় ১৩ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। বিকাশ ভবনের প্রস্তাব ৩৫ থেকে ৪০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। যদিও সরকারি ভাবে অনুমোদন না মিললেও বেতন বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দফতরের বিবেচনাধীন রয়েছে।
পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কমিটি তৈরি
শিক্ষকদের চাকরি বাতিল আবহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গত মে মাসেই মুখ্যসচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইন বিষয়ক একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের হেভিওয়েট ছয় মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ (ববি) হাকিম, মলয় ঘটক, শশী পাঁজা এবং অরূপ বিশ্বাস কে সেই কমিটিতে রাখা হয়েছে। জানা গেছে, চাকরিহারা শিক্ষকদের আপাতত বিকল্প নিয়োগ হিসাবে পার্শ্ব শিক্ষক হিসাবে রাখা যায় কিনা। এবং পার্শ্ব শিক্ষকদের নামের পরিবর্তে “অতিরিক্ত সহকারী শিক্ষক” (Additional Assistant Teacher) নাম দেওয়া যায় কিনা, সেই সংক্রান্ত পরিকল্পনা খতিয়ে দেখার জন্য আইনি দিক গুলি বিবেচনা করা হচ্ছে।
নতুন নামকরণের সম্ভাব্য কারণ
পার্শ্ব শিক্ষকদের প্যারাটিচার পদের নামকরণ পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষকের বদলে “অতিরিক্ত সহকারী শিক্ষক” বা Additional Assistant Teacher নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। যার কারণ হিসাবে, শিক্ষা মহলের মতে, শিক্ষার অধিকার আইন অনুযায়ী (Right to Education ACT), “প্যারাটিচার” পদে নিয়োগের ক্ষেত্রে একাধিক প্রক্রিয়া ও বিধি নিষেধ রয়েছে। তাই সরকার ইচ্ছে করলেই অস্থায়ী শিক্ষক নিয়োগ করতে পারেন না। এই নাম পরিবর্তন করে, আইনি কৌশলগত সমস্যা এড়ানোর পরিকল্পনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
অনেকের মতে, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ বাতিল মামলায় শেষমেশ চাকরি ফেরানো না গেলে, এই অতিরিক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ করে, অন্তত ৩৫ থেকে ৪০ হাজার টাকা বেতন দিয়ে সম্প্রতি চাকরি হারানো বাতিল শিক্ষক ও শিক্ষা কর্মীদের ফের কাজে যোগদান করার অপশন দেওয়া হতে পারে। যদিও এই খবরের কোনও অফিসিয়াল বিবৃতি মেলেনি।
আরও পড়ুন, হাইস্কুলের পর এবার ৩২০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল মামলায় সর্বনাশ! ৩ দিনের মধ্যে চূড়ান্ত রায়
বেতন আদৌ বাড়বে তো?
এপ্রিল মাসেই বিকাশ ভবন নবান্নে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে। অর্থ দপ্তর এখনও পর্যন্ত তা অনুমোদন করেনি। তবে, সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে নিম্নলিখিত পরিমানে বেতন বৃদ্ধি হতে পারে।
- প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষকদের: প্রায় ৩৫,০০০ টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে
- আপার প্রাইমারি প্যারাটিচার: প্রায় ৪০,০০০ টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
পার্শ্ব শিক্ষকদের অন্যান্য সুবিধা
গত মার্চ মাসে বেতন বৃদ্ধি সহ ১৩ দফা দাবি করেছেন রাজ্যের প্রায় ৬৫০০০ পার্শ্ব শিক্ষক। তাদের মধ্যে নিম্ন লিখিত দবি গুলো পূরণ হতে পারে।
- বদলি
- চাইল্ড কেয়ার লিভ
- সার্ভিস রুল ও সার্ভিস বুক
- পদ মর্যাদা
- বোর্ড পরীক্ষার পরিদর্শক ও পরীক্ষক
আরও পড়ুন, চাকরি থাক আর না থাক, বাড়ি বসে ২০০০০ টাকা আয় করার উপায় দেখুন।
উপসংহার
পশ্চিমবঙ্গে স্থায়ী শিক্ষক ছাড়াও একাধিক পদের অস্থায়ী ও চুক্তি ভিত্তিক শিক্ষক রয়েছেন। পার্শ্ব শিক্ষক, SSK MSK শিক্ষক ও শিক্ষা মিত্র প্রভৃতি। এনারা প্রত্যেকেই স্থায়ী শিক্ষকদের মতো ক্লাস করান, স্কুল ছুট রোধে বাড়ি বাড়ি ভিজিট করেন। কিন্তু সমকাজ করলেও অনেক কম টাকা বেতন পান। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের আগে তাদের দাবি পুরনের প্রতিশ্রুতি দিলেও মিটেছে মাত্র কিছুটা। আর এবার যদি সত্যিই ৩৫ থেকে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধি (Para Teacher Salary Hike) হয়, তবে কিছুটা হলেও দাবি পূরণ হবে। এবার এটাই দেখার এই খবর অফিসিয়ালি সত্যি হয় কিনা? এই প্রতিবেদনটি আনন্দবাজার ও বাংলাহান্ট ও হিন্দুস্তান টাইমস বাংলা এর তথ্য নিয়ে লেখা। পার্শ্ব শিক্ষকদের বেতনবৃদ্ধি সংক্রান্ত অফিসিয়ালি খবর এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি।