ভারতের বাজারে ১০০০০ হাজার টাকার নিচে একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করলো Vivo. দেখতে দারুন ও আকর্ষণীয় ফিচার্সের এই ফোনের মডেল Vivo T4 Lite 5G. এই ফোনটিতে একসঙ্গে পাচ্ছেন ভালো ক্যামেরা, ব্যাটারি আর স্টোরেজ। দুর্দান্ত স্টাইলিশ ফোনটি ভারতবর্ষের টেকনোলজির বাজারে আলোড়ন তুলতে বাধ্য। আপনিও কিনতে চান এই স্মার্টফোন? কেনার আগে অবশ্যই সবকটি ফিচারে চোখ বুলিয়ে নিন।
Vivo T4 Lite 5G Smartphone under 10000
সম্প্রতি ভারতে ভিভো টি৪ লাইট ৫জি ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে আছে ঝকঝকে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। আর এই ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরটিও পাবেন। ফোনটিতে পাচ্ছেন একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। আর এত সব ফিচার্স আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ১০০০০ টাকা থেকে শুরু।
Vivo T4 Lite 5G Smartphone Features
Vivo T4 Lite 5G ফোনটি কিনলে আপনি কী কী ফিচার পাবেন আসুন দেখে নেওয়া যাক একনজরে। ফোনটি দ্রুতগতির ৫জি নেটওয়ার্ক অফার করে। এর সঙ্গে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন পাচ্ছেন, এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ বেসড FuntouchOS 15- এর সাহায্যে পরিচালিত।
স্টোরেজ হিসেবে পাচ্ছেন ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। তবে চাইলে স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বৃদ্ধি করা সম্ভব। এছাড়াও এই বিশেষ স্মার্টফোনটি হল ভিভো ‘টি’ সিরিজের। এতে আপনি পাচ্ছেন ৬০০০ mAh ব্যাটারি। এই ফোনটি হল একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ সহজে ধুলো এবং জলে ফোনটি নষ্ট হবে না।
Vivo T4 Lite 5G Smartphone Price
যেটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করছে সেই মডেলের দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১০,৯৯৯ টাকা। পাশাপাশি, এই ফোনের যেটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেটির দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা।
উপসংহার
আপনি যদি ফোনটি কিনতে চান তাহলে চেক করতে পারেন অনলাইনে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে ফোনটি কিনে নেওয়া যাবে। এই ফোনটি অফলাইনেও উপলব্ধ রয়েছে। অর্থাৎ বিভিন্ন রিটেল স্টোর বা মোবাইলের দোকান থেকেও ফোনটি কেনা যাবে। সুতরাং আপনি যদি কম দামের মধ্যে ভালো ফিচার্স এর 5G ফোন কিনতে চান, তবে এই ফোন টি আপনার জন্য সেরা পছন্দের হতে পারে। এবার আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।
আরও পড়ুন, মোবাইল ফোন থেকে মাসে ২০০০০ টাকা আয় করার উপায় দেখুন।
