WBPSC Clerkship Result Date, একবার রেজাল্ট ঘোষণা করে বিতর্কের জেরে তা আবার নোটিশ দিয়ে তুলে নেওয়া হয়। কবে দেবে নতুন রেজাল্ট। পুজোর আগে রেজাল্ট দেবে তা আগেই জানা গেছে, আর এই মুহূর্তে জানা গেল আগামী সপ্তাহেই হবে নতুন রেজাল্ট ঘোষণা। রেজাল্ট প্রকাশের পর থেকেই বিতর্ক যেন ছাড়ছিলই না। এরপর তড়িঘড়ি করে রেজাল্ট বাতিল হয়।
এদিকে সরকারের বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষার (WBPSC Clerkship Result) মেধাতালিকা দ্রুত প্রকাশ করার দাবি নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দ্বারস্থ হল পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ। তাদের দাবি, মেধাতালিকায় চাকরিপ্রার্থীদের রোল নম্বরের সঙ্গে নাম উল্লেখ করতে হবে। করোনা পরিস্থিতির কারণে বহু পরীক্ষা পরিচালনায় বিলম্ব হয়েছে। তার মধ্যে Clerkship ICDS, অন্যতম। তাই চাকরিপ্রার্থীদের আবেদনের বয়স সীমায় দুবছর ছাড় দেওয়া এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে পরীক্ষার সেন্টারের ব্যবস্থা করার দাবি করেছে মঞ্চ। পিএসসি এর চেয়ারম্যান দাবির কথা শুনলেও আশানুরূপ কোনও আশ্বাস দেননি বলে মঞ্চের নেতা ইন্দ্রজিৎ ঘোষের দাবি। তাঁদের হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ না হলে পরবর্তী কালে তাঁরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন ।
তবে আজ সংবাদ সুত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই নতুন রেজাল্ট ঘোষণা হবে। আগামীকাল পিএসসি ( WBPSC Clerkship Result) দপ্তরে আরেকটি কর্মসূচি রয়েছে। সেই আপডেট পেতে সঙ্গে থাকুন।