পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এক বছরের মাথায় ফের ৪ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা (Dearness Allowance). গত বছর রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন পহেলা এপ্রিল থেকে ডিএ ৪ শতাংশ বাড়ানোর, যার পর DA এর পরিমাণ বেড়ে মোট হয় ১৪ শতাংশ। এবছরের রাজ্য বাজেটে দ্বিতীয়বারের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী। একই নিয়মে পহেলা এপ্রিল থেকে তা কার্যকর হবে। অর্থাৎ এবার ডিএ দাঁড়াল ১৮ শতাংশে। আশানুরূপ না হলেও এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যথেষ্টই আনন্দের সৃষ্টি করেছে।
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বৃদ্ধির খতিয়ান
গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। ২০২০ সালে ষষ্ঠ বেতন কমিশন চালুর সময় ডিএ ছিল শূন্য। ২০২১ সালে প্রথমবার ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হয়। এরপর ২০২৩ সালের ১ মার্চ আরও ৩ শতাংশ এবং ২০২৪ সালের ১ জানুয়ারি ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়। এবারের বাজেটেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও ৪ শতাংশ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে।
সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া
এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কারণ এটি তাঁদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেবে। তবে কর্মচারীদের একাংশের মতে, রাজ্য সরকার এখনও কেন্দ্রের সঙ্গে ডিএ-র পার্থক্য ঘোচানোর চেষ্টা করেনি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় ৪৫ শতাংশ ডিএ পান, সেখানে রাজ্যের কর্মীরা এখনও অনেক পিছিয়ে রয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সরকার যতই ডিএ বৃদ্ধি করুক, আমাদের দাবি এখনও ৩৯ শতাংশ বকেয়া ডিএ মেটানোর। এই দাবির বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”
রাজ্যের অর্থনৈতিক চাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা
ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বার্ষিক ব্যয় অনেকটাই বাড়বে। অর্থনীতিবিদদের মতে, এই অতিরিক্ত ব্যয়ের পরিমাণ বছরে প্রায় ১০,০০০ কোটি টাকা। তবে সরকারের দাবি, কর্মচারীদের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে পরিস্থিতি বুঝে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।
আরও পড়ুন, রান্নার গ্যাসের দাম কমলো। আপনার এলাকায় LPG গ্যাস সিলিন্ডারের দাম কতো হলো, জেনে নিন
কী বলছে সরকারি সূত্র?
অর্থ দপ্তরের এক আধিকারিক জানান, “বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই ডিএ বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের রাজস্ব আয় আরও বাড়লে ভবিষ্যতে ডিএ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।”
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটি অবশ্যই স্বস্তির খবর, তবে তাঁরা যে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন, তা স্পষ্ট। এখন দেখার বিষয়, আগামী বছরে রাজ্য সরকার কর্মচারীদের দাবি পূরণ করতে সক্ষম হয় কিনা।
কাদের কত টাকা বেতন বাড়ছে?
রাজ্য সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির পর বেসিক অনুযায়ী বেতন বৃদ্ধির হিসাব নিম্নরূপ
Basic Pay (Old GP-3600) | Salary Increase Due 4% DA |
28900 | 1156 |
29800 | 1192 |
30700 | 1228 |
31600 | 1264 |
32500 | 1300 |
33500 | 1340 |
34500 | 1380 |
35500 | 1420 |
36600 | 1464 |
37700 | 1508 |
38800 | 1552 |
40000 | 1600 |
41200 | 1648 |
42400 | 1696 |
43700 | 1748 |
45000 | 1800 |
46400 | 1856 |
47800 | 1912 |
49200 | 1968 |
50700 | 2028 |
52200 | 2088 |
53800 | 2152 |
55400 | 2216 |
57100 | 2284 |
58800 | 2352 |
60600 | 2424 |
62400 | 2496 |
64300 | 2572 |
66200 | 2648 |
68200 | 2728 |
70200 | 2808 |
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
রাজ্য বাজেটে ডিএ ঘোষণার পর সরকারি কর্মীদের একাংশ অবশিষ্ট ৩৫% ডিএ বাড়ানোর দাবি ও তুলেছেন। আর এই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) বলেন্সবটাই ক্লিয়ার করে দেওয়া হবে। সেটা একবারে দেওয়া হবে না। হাতে যখন যেমন অর্থ থাকবে, সেইমতো ধাপে ধাপে রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি হবে। সরকারি কর্মীরা খুশি হলে আমিও খুশি হবো।