কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আগামী কয়েক বছরে আধুনিকায়নে মহাবিপ্লব সৃষ্টি করবে আর সেই কারণে। AI Business Idea বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অনেকেই প্রচুর টাকা আয় করতে সক্ষম হচ্ছে। আর যেহেতু এই প্রযুক্তি নতুন, তাই প্রতিযোগিতার বাজারে এই ব্যাবসা শুরু করলে সাফল্য নিশ্চিত। আর তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, আর অল্প কিছু কম্পিউটারের জ্ঞান। তাহলেই প্রচুর টাকা উপার্জন সম্ভব। এই ব্যবসা কিভাবে শুরু করবেন? কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকলে কি কি কাজ করতে পারবেন। এর জন্য কি কি টুল লাগবে। বিস্তারিত জেনে নিন। প্রতিবেদনের মধ্যেই সেই সমস্ত AI Tools এর লিংক দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন।
10 Profitable AI Business Ideas To Launch in 2025
বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ঘরে বসেই সফল ব্যবসা (Work from Home Business) গড়া সম্ভব। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির বিকাশ নতুন ব্যবসার দুয়ার খুলে দিয়েছে। ছোট পরিসরে, অল্প খরচে শুরু করা যায় এমন এক অভিনব ব্যবসার ধারণা হচ্ছে AI Studio যা মাত্র ২-৩টি কম্পিউটার ও একটি ছোট টিম দিয়ে চালানো সম্ভব। এই ব্যবসার মাধ্যমে মাসে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে।
কীভাবে শুরু করবেন AI Studio?
AI Business Idea বা AI Studio শুরু করতে খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। ২-৩টি উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ হলেই কাজ শুরু করা যায়। প্রয়োজন হবে কিছু জনপ্রিয় AI Tools যেমন ChatGPT, Google Gemini, Grok ইত্যাদি ব্যবহারের দক্ষতা। এগুলোর সাহায্যে কনটেন্ট ক্রিয়েশন, ডেটা অ্যানালাইসিস, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো কাজ করা যায়।
এইসব পরিষেবা বর্তমানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ও স্টার্টআপগুলো বহিরাগত উৎস থেকে সংগ্রহ করে। তাই তাদের সাথে পার্টনারশিপ করে বা ফ্রিল্যান্স প্রজেক্ট নিয়ে ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব।
কারা শুরু করতে পারেন এই ব্যবসা?
AI স্টুডিও ব্যবসা শুরু করার জন্য কোনো নির্দিষ্ট ডিগ্রি বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী, নতুন উদ্যোক্তা, এমনকি অবসরপ্রাপ্তরাও সহজেই এটি শুরু করতে পারেন। প্রযুক্তিতে আগ্রহী ও নতুন কিছু করার ইচ্ছা থাকলেই এই ব্যবসায় সফল হওয়া সম্ভব।
বিশেষ করে তরুণ সমাজ যাদের প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা আছে, তারা সহজেই এই ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। ইতিমধ্যে অনেক আইটি ছাত্রছাত্রী ফ্রিল্যান্সিং করে AI-ভিত্তিক বিভিন্ন প্রজেক্টে কাজ শুরু করেছেন।
Business with Artificial Intelligence
কীভাবে আয় হবে?
AI স্টুডিও থেকে আয়ের বিভিন্ন উপায় রয়েছে। যেমন
- কনটেন্ট রাইটিং
- স্যোশাল মিডিয়া হ্যান্ডেলিং
- ডিজিটাল মার্কেটিং
- ডেটা অ্যানালাইসিস ও রিসার্চ
- গ্রাফিক ও ভিডিও ডিজাইন
কনটেন্ট রাইটিং সার্ভিস
বিভিন্ন কোম্পানির জন্য ব্লগ, আর্টিকেল, সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করা। সেক্ষেত্রে বড় রকমের জ্ঞান থাকার প্রয়োজন নেই। প্রথমে ক্লায়েন্ট খুজে নিতে হবে। তার জন্য Fiverr ও ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপন দিতে পারেন। ক্ল্যায়েন্ট পেয়ে গেলে, তাদের নির্বাচিত বিষয় ChatGPT বা বিভিন্ন AI Tools ব্যবহার করলেই আর্টিকেল লিখে দেবে। সেগুলোকে grammarly দিয়ে ঠিক করে নিলেই আপনার কাজ শেষ।
স্যোশাল মিডিয়া হ্যান্ডেলিং
বিভিন্ন সংস্থা তাদের স্যোশাল মিডিয়া যেমন Facebook, Instagram, Pinterest এর পোস্ট ও তাদের কন্টেন্ট শেয়ার করার জন্য লোক নিয়োগ করে। এই কাজ করে আপনি প্রচুর টাকা পেতে পারেন।
আরও পড়ুন, এই ব্যবসায় কম্পিউটার কিনতেও টাকা দেবে সরকার, এইভাবে আবেদন করতে হবে।
ডিজিটাল মার্কেটিং
AI ব্যবহার করে কাস্টমার এনগেজমেন্ট বাড়ানো ও ব্র্যান্ড প্রোমোশন করা এর কাজ। Facebook Ads, Google Ads চালিয়ে তাদের দর্শক ও গ্রাহক বাড়ালে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব।
ডেটা অ্যানালাইসিস ও রিসার্চ
কোনও সংস্থার বিগত বছরের সাফল্য, ব্যর্থতা প্রভৃতি পর্যালোচনা করে, তাদের পরামর্শ ও ভালো ফল করার উপায় বের করার জন্য প্রত্যেক কোম্পানী প্রচুর টাকা খরচ করে। এই কাজের মাধ্যমে আপনিও অনেক টাকা আয় করতে পারেন।
গ্রাফিক ও ভিডিও ডিজাইন
AI টুলস যেমন ক্যানভা, রেমিনি ব্যবহার করে গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং করে ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন কাজ ডেলিভারি করতে পারলেই মাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব।
কিভাবে শিখবেন এই কাজ?
Artificial Intelligence এর অর্থই হচ্ছে আপনাকে কিছু করতে হবে না। AI কে দিয়ে করাতে হবে। অর্থাৎ ঠিক মতো কমান্ড দিতে পারলেই ঘন্টার কাজ সেকেন্ডে করে দেবে। আর এর জন্য Google, Linkedin প্রভৃতি কোম্পানী ফ্রিতে ভিডিও কোর্স করিয়ে থাকে। যেগুলো হিন্দি ও ইংরাজিতে করা সম্ভব। কয়েক ঘন্টার মধ্যেই আপনি এই ধরনের কাজ শিখতে পারেন।
ভবিষ্যৎ সম্ভাবনা
AI প্রযুক্তির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে AI-ভিত্তিক পরিষেবার বাজার আরও বড় হবে। ফলে এখনই AI স্টুডিও ব্যবসা শুরু করা হলে ভবিষ্যতে বড় সফলতা অর্জনের সম্ভাবনা রয়েছে। তাই সময় নষ্ট না করে আজই শুরু করুন AI স্টুডিও ও গড়ে তুলুন আপনার স্বপ্নের ব্যবসা!
Written by Nabadip Saha.
আরও পড়ুন, আধার কার্ড থাকলেই পাবেন 50,000 টাকা। নতুন প্রকল্প সরকারের।