এর আগে জালিয়াতির ভারতীয় নোট বাতিল (Demonitisation) করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। এবার ১০০ টাকার নোট (100 Rs Fake notes) নিয়েও তাদের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা এল দেশবাসীর সামনে। বাজারে বহুল প্রচলিত নোটগুলির (Indian Bank Notes) মধ্যে ১০০ টাকা অন্যতম। তবে সাম্প্রতিক সময়ে ফের জাল নোটের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ১০০ টাকার নোটের উপরেও বিশেষ সতর্কতা আরোপ করেছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে—তবে কি এবার ১০০ টাকার নোটও বাতিলের পথে? কী জানানো হয়েছে RBI এর নির্দেশিকায়, তা দেখে নেওয়া যাক।
100 Rs Fake Notes Detector
জাল নোটের বাড়বাড়ন্তে চিন্তিত RBI
২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছিল, পরে ২০২৩ সালে ২০০০ টাকার নোট বাতিল করা হয়। এবার ১০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা দিল RBI. বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের বাজারে ১০০, ২০০ ও ৫০০ টাকার জাল নোটের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রতারকরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে জাল নোট তৈরি করছে, যা প্রথম দেখায় আলাদা করা কঠিন।
নোট বাতিল নয়, সতর্কতা জারি
তবে আশঙ্কার কোনো কারণ নেই। RBI স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১০০ টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই। বরং জনগণকে সচেতন করতে এবং জাল নোট ঠেকাতে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। কীভাবে আসল ও জাল নোট চিনবেন, সে সম্পর্কেই বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ব্যাংক একাউন্ট থাকলে এবার গৃহবধূদেরও টাকা দেবে। কিভাবে পাবেন, নিয়ম কানুন জেনে নিন
কীভাবে চিনবেন আসল ১০০ টাকার নোট?
RBI জানিয়েছে, কিছু সহজ উপায়ে ১০০ টাকার নোটের আসল-নকল যাচাই করা সম্ভব।
১. ওয়াটারমার্ক: নোটটিকে আলোতে ধরলে মহাত্মা গান্ধীর ছবি ও ‘১০০’ সংখ্যাটি ওয়াটারমার্কে দেখা যাবে।
২. সিকিউরিটি থ্রেড: নোটের মাঝ বরাবর থাকা ২ মিমি চওড়া নিরাপত্তা সুতায় ‘RBI’ ও ‘ভারত’ লেখা থাকে, যা বিভিন্ন কোণ থেকে সবুজ ও নীল রঙে ঝলমল করে।
৩. ফ্লাওয়ার ডিজাইন: নোটের উল্লম্ব ব্যান্ডে ফুলের নকশা থাকে, যা আলোতে ধরলে স্পষ্টভাবে দেখা যায়।
৪. মাইক্রো লেটারিং: ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে গান্ধীজির ছবি ও উল্লম্ব ব্যান্ডের মাঝখানে ‘RBI’ ও ‘১০০’ লেখা দেখা যাবে।
৫. ইঙ্ক চেঞ্জিং নম্বর: নোটে থাকা বড় সংখ্যাগুলো কাত করলে রঙ পরিবর্তন করে।
আরও পড়ুন, পোস্ট অফিসের এই 5 টি সঞ্চয় প্রকল্পে মিলবে সর্বোচ্চ সুদের হার ও রিটার্ন
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ
RBI দেশবাসীকে অনুরোধ করেছে, কেউ যেন কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক নোট (Indian Currency) পেলে তা সঙ্গে সঙ্গে নিকটবর্তী ব্যাঙ্ক বা পুলিশের কাছে জমা দেন। পাশাপাশি, লেনদেনের সময় সাবধান থাকতে ও নোট যাচাই করার অভ্যাস গড়ে তুলতে বলা হয়েছে। এই বিষয়ে আরও তথ্যের জন্য রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট ফলো করুন।
Written by Nabadip Saha.