এবার দেশ জুড়ে শুরু হতে পারে দুয়ারে এটিএম! সৌজন্যে Blinkit ATM! এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। ডিজিটাল যুগে প্রত্যেক ব্যক্তির নগদ অর্থ ঘরের থেকে বেশি ব্যাংকে গচ্ছিত থাকে। প্রয়োজন অনুযায়ী ATM Card ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে হয়। মানিব্যাগ বা পকেটে করে নগদ অর্থ নিয়ে চলাচলের থেকে প্রয়োজন অনুযায়ী এটিএম থেকে টাকা সংগ্রহ করা অনেকটাই সুবিধাজনক। যদিও অনেক সময় নগদ অর্থ হাতে পাবার জন্য বাড়ি থেকে এটিএম পর্যন্ত যেতে হয়, এক্ষেত্রে বয়স্ক ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির পক্ষে এটিএম পর্যন্ত যাওয়া অনেকটাই সমস্যাজনক। যদি এমন হয় যে, আপনার বাড়ির সামনেই নগদ অর্থ পৌঁছে যাবে, তাহলে কেমন হয়? এমনি সুযোগ-সুবিধা পাওয়া যাবে কি Blinkit থেকে?
Cash in 10 Minutes! Blinkit ATM at home
এতদিন পর্যন্ত আমরা জানতাম, ব্লিঙ্কিট ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে। এই প্রথম ব্লিঙ্কিটকে অন্যত্র পরিষেবা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা ইউটিউবার ব্লিঙ্কিট কোম্পানিকে আবেদন জানিয়েছেন, ১০ মিনিটের মধ্যে দুয়ারে এটিএম পরিষেবা শুরু করার জন্য।
সাইবার সিটি গুরুগ্রামে পাঁচটি অ্যাম্বুলেন্স নিয়ে ব্লিঙ্কিটকে এই পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন স্টার্টআপ কোম্পানি ডট-এর প্রতিষ্ঠাতা ও ইউটিউবার হর্ষ পাঞ্জাবি। মানুষের রোগ হলে যখন তৎক্ষণাৎ রাত বিরেতে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, তখন যেমন অ্যাম্বুলেন্স ডাকার জন্য অনেকটা সময় গড়িয়ে যায়। এইজন্য Blinkit এম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে, যেখানে ফোন করলে মাত্র ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। ঠিক যদি অনুরূপভাবে ১০ মিনিটের মধ্যে এটিএম থাকা টাকা যদি গ্রাহকের কাছে পৌঁছে যায়, তাহলে কিনা ভালো হতো!
আরও পড়ুন, ব্যাংক একাউন্ট থাকলে এবার গৃহবধূদেরও টাকা দেবে। কিভাবে পাবেন, নিয়ম কানুন জেনে নিন
স্টার্টআপ কোম্পানির মালিক হর্ষ পাঞ্জাবি এই ব্যাপারে বলেছেন যে, Blinkit ATM পরিষেবা চালু করতে। ব্যবহারকারীরা UPI এর মাধ্যমে Blinkit কে টাকা দেবে এবং Blinkit ১০ মিনিটের মধ্যে এই নগদ অর্থ Blinkit ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে। এর ফলে আমজনতার অনেক সুবিধা হবে।
অনেক সময় এমন পরিস্থিতি হয় যে, ঘরে কোনরকম নগদ অর্থ থাকে না সেক্ষেত্রে এটিএম পৌঁছাতে গেলেও যেটুকু টাকা লাগবে তার জন্যও অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে বাড়িতে বসেই যদি এটিএম এর টাকা আপনি পেয়ে যান, তাহলে এটিএম কার্ড ব্যবহারকারীরা অনেকটাই সুবিধা পাবেন।
আরও পড়ুন, আধার কার্ড থাকলেই পাবেন 50,000 টাকা। নতুন উদ্যোগ সরকারের। টাকা পেতে হলে কী করতে হবে?
দেখা যাক, Blinkit ATM পরিষেবা কবে থেকে শুরু করে, বা আদৌ শুরু করতে পারে কি না, কিম্বা এরকম সার্ভিস দেওয়ার নিয়ম রয়েছে কিনা। যদিও এই পরিষেবা চালু হলে উপকৃত হবেন এটিএম ব্যবহারকারীরা। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের সাথে সাথেই এই পরিষেবার পজেটিভ ও নেগেটিভ দিক তুলে ধরেছেন নেট নাগরিকরা। আপনার কি মনে হয়? নিজের মতামত জানাতে এখানে ক্লিক করুন।