রেশন কার্ড ছাড়াই এবার বিনামূল্যে রেশন তোলা যাবে। জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু হচ্ছে

Mera Ration 2.0 App এর মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান প্রতিটি রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে ইতিমধ্যেই ভুয়ো রেশন কার্ড ও একজনের রেশন অন্য জনে তুলে নেওয়ার অভিযোগ বার বার আসায় সরকার ও খাদ্য দপ্তর (WBPDS) রেশন প্রদানের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে। তবে এতো কড়াকড়ির মধ্যেও রেশন কার্ড ছাড়াই রেশন সামগ্রী তোলার নিয়ম ও রয়েছে। যার ফলে উপকৃত হবেন গ্রাহকদের একাংশ। এই পদ্ধতি বিস্তারিত জেনে নিন।

Get Free Ration Without Ration Card

ভারতের সাধারণ নাগরিকদের জন্য রেশন ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্দেশ্যে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র ও রাজ্য সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় (RSKY) রেশন গ্রাহকদের জন্য এখন থেকে রেশন নিতে আর কাগজের Ration কার্ড প্রদর্শনের প্রয়োজন হবে না। ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে চালু করা হয়েছে “Mera Ration 2.0” নামক একটি নতুন অ্যাপ, যার মাধ্যমে গ্রাহকেরা কার্ড ছাড়াই রেশন নিতে পারবেন।

মেরা রেশন 2.0

ভারতের কেন্দ্রীয় সরকার বহুদিন ধরেই রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনার চেষ্টা করছে। বর্তমান ব্যবস্থায় অনেক সময় রেশন কার্ড হারিয়ে যাওয়া বা কার্ড সঙ্গে না থাকার কারণে গ্রাহকেরা রেশন তুলতে সমস্যায় পড়েন। এর পাশাপাশি, জালিয়াতির ঘটনাও ঘটে। এই সমস্যাগুলি দূর করতেই আধুনিক প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Mera Ration 2.0 Benefits

যেহেতু নতুন এই ব্যাবস্থার ফলে গ্রাহকদের হাতে করে কার্ড নিয়ে রেশন দোকানে লাইন দিতে হবে না। তাই নতুন নিয়মের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে যেমনঃ

১) শারীরিক কার্ড বহনের প্রয়োজন নেই: কার্ড হারিয়ে গেলে বা বাড়িতে রেখে এলে আর সমস্যায় পড়তে হবে না।
২) রেশন বিতরণে স্বচ্ছতা বৃদ্ধি: আধার কার্ড ভিত্তিক এই সিস্টেমের মাধ্যমে জালিয়াতি রোধ করা সম্ভব হবে।
৩) ডিজিটাল ভারতের প্রসার: এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণে সহায়ক হবে।

আরও পড়ুন, হটাত টাকার দরকার হলে, কারো কাছে ধার না চেয়ে সরকারের এই প্রকল্পে এখানে টাচ করে আবেদন করুন।

Mera Ration 2.0 App Download apk

মেরা রেশন 2.0 অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপ ইনস্টল করার পর গ্রাহকদের তাঁদের আধার কার্ড নম্বর অ্যাপটিতে প্রবেশ করাতে হবে। এরপর একটি OTP এর মাধ্যমে অ্যাপটিতে লগ ইন করা যাবে। লগ ইন করার পর গ্রাহকের Ration কার্ডের সব তথ্য সেখানে প্রদর্শিত হবে। এরপর রেশন দোকানে রেশন তোলার সময় গ্রাহকের শুধু এই অ্যাপটি দেখালেই হবে। App থেকে গ্রাহকের তথ্য ও QR Code/ Bar Code Scan করে রেশন প্রদান করা যাবে। এতে একদিকে কার্ডে আলাদা করে লেখা র প্রয়োজন যেমন হবে না, আবার কার্ড পুরনো বা হারানোর সম্ভাবনা থাকবে না।

আরও পড়ুন, ১০ হাজার টাকা জমালে পাবেন সাড়ে ৩ লাখ টাকা। স্টেট ব্যাঙ্কের ধামাকা স্কীম।

নতুন নিয়মের সমস্যা ও সমাধান

যদিও এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু যাঁদের স্মার্টফোন বা ইন্টারনেট অ্যাক্সেস নেই, তাঁদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে পারে। এই সমস্যার সমাধানে সরকার বিভিন্ন অফিসে সহায়তাকারী কাউন্টার স্থাপন করতে পারে, যেখানে কার্ডধারীরা তাঁদের রেশন নিতে পারেন। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য খাদ্য দপ্তরের ওয়েবসাইটে ভিজিট করুন। এবং সরকারি প্রকল্পের নিয়মিত এই ধরনের খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট প্রকাশিত। সকলের মোবাইলে SMS যাচ্ছে, যারা SMS পাননি তারা কি করবেন?

শেয়ার করুন: Sharing is Caring!