PF Withdrawal: এবার ATM Card দিয়েই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। সঠিক নিয়ম জেনে নিন

একজন চাকুরীজীবির চাকরি জীবনের কষ্টার্জিত প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) এর টাকা তুলতে বা PF Withdrawal করতে অনেকসময় দীর্ঘ সময় লেগে যায়। এই সমস্যার সমাধান হতে চলেছে আগামী বছরেই। এবার থেকে আপনি PF ফান্ডের টাকা তুলতে পারবেন এটিএম থেকে। আপনার ব্যাংকে রাখা টাকা আপনি যেমন এটিএম থেকে তুলতে পারতেন যখন তখন, ঠিক সেরকম ভাবেই ২০২৫ সাল থেকে আপনি পিএফ-এর টাকা তুলতে পারবেন এটিএম থেকে। সম্প্রতি শ্রমমন্ত্রকের শ্রমসচিব সুমিতা দাওরা জানিয়েছেন, আগামী বছর থেকে ইপিএফও গ্রাহকরা সরাসরি এটিএম থেকে প্রভিডেন্ট ফান্ড তুলতে পারবেন।

Employees Provident Fund PF Withdrawal through ATM Card

দেশের মানুষেকে আর্থিক নিরাপত্তা এবং সুষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য ২০২৫ থেকে EPFO গ্রাহকরা যাতে নিধঝঞ্ঝাট ভাবে সরাসরি ATM থেকে তাদের PF এর টাকা তুলতে পারেন, সেই দিকেই লক্ষ্য রাখা হয়েছে, এছাড়া পিএফ ক্লেম প্রক্রিয়াকে যাতে আরও ত্বরান্বিত করা যায় তার চেষ্টা করা হচ্ছে। সর্বোপরি, EPFO গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নতি করার জন্য পিএফ প্রক্রিয়াকে আরো সহজতর করা হচ্ছে।

বর্তমানে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৭০ কোটি বেশি গ্রাহকদের পরিষেবা দেয়। কেন্দ্রীয় সরকার আইটি কোম্পানির গুলিকে আরও উন্নতি সাধনের জন্য যেভাবে নতুন প্রক্রিয়া আনতে চলেছেন, ঠিক সেইভাবে পিএফ এর টাকা তোলার প্রক্রিয়াকেও ক্রমাগত উন্নত ও আধুনিকরণ করার কাজ চলছে।

আরও পড়ুন, অনলাইনে নতুন প্যান কার্ডের আবেদন কিভাবে করবেন? প্যান কার্ড আবেদন পদ্ধতি

পিএফের অ্যাকাউন্টে জমানো টাকা আপনি ডেবিট কার্ডে বা এটিএম কার্ডের মাধ্যমে তুলে নিতে পারবেন। এতদিন পর্যন্ত পিএফ এর টাকা তোলার জন্য অনেক সময় লাগতো এবং সেই সাথে লাইনে দাঁড়াতে হতো। ২০২৫ সাল থেকে নতুন নিয়ম চালু হওয়ার ফলে, আপনি খুব কম সময়ের মধ্যে এটিএম কার্ড ইস্যু করে আপনার জমানো টাকার ৫০ শতাংশ আপনি তুলে নিতে পারবেন।

আরও পড়ুন, বছর শেষে জোড়া সুখবর! সরকারি কর্মীদের এই দুই ভাতা বাড়িয়ে দিল সরকার! নতুন সিদ্ধান্তে কত টাকা বেশি পাবেন?

ভারতের শ্রমমন্ত্রকের তরফে আরও ঘোষনা হয়েছে, এতদিন পর্যন্ত PF ফান্ডে টাকা জমানোর একটা নির্দিষ্ট সীমা ছিল, যার পরিমাণ হলো ১২ শতাংশ। ২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ী, PF ফান্ডে একজন গ্রাহক তার ইচ্ছানুযায়ী টাকা জমা করতে পারবেন। আদতে কেন্দ্রীয় সরকার চাইছেন, একজন গ্রাহক তাঁর কর্মজীবনে যতটা সম্ভব সঞ্চয় করতে চান, ততটাই তিনি পিএফে সঞ্চয় করতে পারেন।

শ্রম মন্তকের তরফে এই নতুন ঘোষণা PF গ্রাহকদের অনেকটাই আনন্দ দিয়েছে। গ্রাহকদের টাকা তোলা নিয়ে যে চিন্তায় থাকতে হতো, সেই চিন্তার ভাঁজ অনেকটাই কমতে চলেছে আগামী বছরে। যার ফলে আদপে সরকারি ও প্রাইভেট সংস্থার স্থায়ী কর্মীদের সুবিধা হবে।

শেয়ার করুন: Sharing is Caring!