WBPSC Clerkship Result Cancelled : ক্লার্কশিপ পরীক্ষার ফল প্রত্যাহার করল PSC, নতুন ডেট কবে?

চাকরি পরীক্ষার ফল প্রকাশ করে আবার তুলে নিলো পিএসসি (WBPSC Clerkship Result )। ক্লার্কশিপ পরীক্ষার ফল প্রকাশের পরেই বিতর্কের দানা বাঁধে। একের পর এক প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। অবশেষে রেজাল্ট নিয়ে বিতর্কের জের এবার ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ পরীক্ষা ২০১৯-এর ফল (WBPSC clerkship result 2019) প্রত্যাহার ( Cancelled ) করে নিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। শুক্রবার বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে কমিশন। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সবকিছু খতিয়ে দেখে শীঘ্রই নতুন তালিকা ঘোষণা করবে কমিশন।

প্রসঙ্গত একের পর চাকরি পরীক্ষার ফল, রেজাল্ট প্রভৃতি নিয়ে মামলা চলছে একাধিক দুর্নীতির অভিযোগ আসছে। আর এবার এই নয়া বিতর্ক আবার চাকরি প্রার্থীদের নতুন করে ভাবাচ্ছে। মেধা তালিকা প্রকাশের পর বিভিন্ন অভিযোগ আসে প্রার্থীদের কাছ থেকে, কয়েক হাজার মেইল, টুইট রিটুইট হয়। অবশেষে পরীক্ষার রেজাল্ট (WBPSC clerkship result 2019) প্রত্যাহার করে নিলো পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জানা যাচ্ছে পুজোর আগেই পুনায় নতুন লিস্ট প্রকাশিত হবে। তবে সঠিক ডেট এখনো ঠিক হয়নি, সঙ্গে থাকুন পরবর্তী আপডেট শীঘ্রই আসছে। “

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment