স্কুল শিক্ষকদের নিয়োগ তথা WBSSC teacher Recruitment নিয়ে প্রায় কয়েক বছর ধরেই যে মামলা মোকদ্দমা চলছিল এত বছর পরে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করতে চলেছে। পুজোর মধ্যে এমন খুশির খবরে আত্মহারা নিয়োগপ্রাপ্ত স্কুল শিক্ষকরা।
WBSSC Teacher Recruitment Upper Primary Counselling
যে সমস্ত স্কুল শিক্ষকপ্রার্থীরা মনোনিত হয়েছেন সিরিয়াল অনুযায়ী একে একে তাদেরকে কাউন্সেলিং এর জন্য ডেকে নেওয়া হয়েছে। ইতিমধ্যে দু দফার কাউন্সিলিং শেষ হয়েছে, পরবর্তী কাউন্সিলিং এর জন্য ডাকা হবে শিক্ষকদের পুজোর পরে। শিক্ষকরা নিজের খুশি মতন স্কুল বেঁছে নিতে পারছেন কাউন্সিলিং এর মাধ্যমে।
যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র
জানা যাচ্ছে, ৩ অক্টোবর এবং ৪ঠা অক্টোবর হবু শিক্ষকদের মধ্যে ১৮৬ জনকে কাউন্সিলিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছিল তাদের প্রত্যেককেই হাতেই WBSSC teacher Recruitment এর সুপারিশপত্র দিয়ে দেওয়া হয়েছে এবং তারা যে নির্দিষ্ট স্কুলে শিক্ষকতা করার জন্য বেছে নিয়েছেন সেই স্কুলেও একই সুপারিশ পত্র পৌঁছে গিয়েছে ইতিমধ্যে।
পুজোর পরে আবার কাউন্সিলিং হবে ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর। যে সমস্ত শিক্ষকদের কাউন্সিলিং হয়ে গিয়ে সুপারিশ পত্র হাতে পেয়ে গিয়েছেন তারা অনেকেই তাদের শিক্ষকতা করার স্কুলে গিয়ে খোঁজখবর নিয়ে এসেছেন তবে এখনো পর্যন্ত স্কুলে যোগদান করেননি তারা, অফিসিয়াল ভাবে পুজোর পরেই ক্লাস করতে পারবেন শিক্ষকরা।
এক কথায় বলতে গেলে পুজোর মধ্যেই হবু শিক্ষকরা নিয়োগপত্র হাতে পেয়ে অনেকটাই উৎফুল্ল, তবে স্কুলে যোগদান দেওয়ার অপেক্ষায় রয়েছেন হবু শিক্ষকরা। এদিকে আদালতের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আগামী সপ্তাহে। আর কাউন্সেলিং এর তারিখ আরো পরে রয়েছে। যার জেরে যাদের এখন কাউন্সেলিং হয়নি তারা আবার কোন আইনি জটিলতায় পড়বেন কিনা, সেই আশংকায় রয়েছেন অনেকেই।
তবে দীর্ঘদিন অপেক্ষার পর যে শিক্ষকদের নিয়োগ সম্পন্ন হচ্ছে সেটা স্কুল ও হবু শিক্ষকদের জন্য আনন্দের সংবাদ। এছাড়া অনেক স্কুলেই শিক্ষক অভাবে ঠিকমতো ক্লাস না হওয়ার অভিযোগ রয়েছে। উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ফলে অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি হতে পারে আগামী ১৫ই অক্টোবর। আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও বড় খবর পাওয়া গেছে। আশাকরা যাচ্ছে পুজোর পর WBBPE Primary TET এর সফল প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই ব্যাপারে নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন।