কিছুদিন আগেই রাজ্যের সিভিক পুলিশ (West Bengal Civic Police) তথা সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) উৎসব ভাতা বেড়েছে। আর আজ ফের পুজোর মুখে সিভিক ভলান্টিয়ারদের জন্য রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি। যার জেরে আরও লাভবান হতে চলেছেন, রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারেরা।
সিভিক ভলেন্টিয়ারদের সুখবর
সামনেই দুর্গাপুজো, বলতে গেলে আর কিছু দিনের অপেক্ষা মাত্র! আর এর মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হবে। পুজোর সময় কলকাতা শহরে যেভাবে দর্শনার্থীদের ভিড় হয় তাদের সামলানোর জন্য কলকাতার পূজা প্যান্ডেল থেকে শুরু করে রাস্তাঘাটে অসংখ্য সিভিক ভলেন্টিয়ারদের মোতায়েন করা হয়। আর ঠিক এই মুহূর্তেই সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার।
প্রসঙ্গত, কিছুদিন ধরেই রাজ্য ছাড়িয়ে সারা দেশের জনসাধারণের কাছে, খবরের কাগজ থেকে শুরু করে বিভিন্ন খবরের চ্যানেলগুলোতে একটাই খবর কান পাতলে শোনা যায়, আর তা হলো আরজিকর ঘটনায় নৃশংস ডাক্তারের ধর্ষণ ও খুন। আর এই ঘটনার কেন্দ্রবিন্দু হিসাবে এখনো পর্যন্ত যাকে দোষী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সে হলো একজন কর্মরত সিভিক পুলিশ।
এখনো পর্যন্ত এই ঘটনার শুনানি চলছে এবং তার সাথে আরো অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাধারণত ভাবেই রাজ্যের মানুষ সিভিক ভলেন্টিয়ারদের ওপর এক প্রকার ক্ষোভ প্রকাশ রয়েছে আর এরই মধ্যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি যেন সাধারণ মানুষকে অনেকটাই বিচলিত করে তুলেছে।
এছাড়া কিছুদিন আগে রাজ্য সরকার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন সেখানে জানানো হয় সিভিক ভলেন্টিয়ারদের অ্যাড হক বোনাস আরো বৃদ্ধি করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ছিল এবার অ্যাড হক বোনাস বাবদ মোট ৬ হাজার টাকা করে পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা।
এতদিন পর্যন্ত অর্থাৎ ২০২২ ও ২০২৩ অ্যাড হক বোনাস হিসেবে ৫৩০০ টাকা করে পেতেন। অর্থাৎ এই বছর থেকে তাদের আরো বাড়তি ৭০০ টাকা বোনাস বৃদ্ধি পেল। সিভিক ভলেন্টিয়ারদের এই অ্যাড হক বোনাস চালু হয়েছিল ২০২০ সালের সেপ্টেম্বর থেকে। তখন থেকে এখনো পর্যন্ত এই নিয়ম কার্যকর রয়েছে।
যদিও প্রথমদিকে বোনাস শুরু করার প্রথমার্ধে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ছিল মাত্র ২ হাজার টাকা সেখান থেকে গত দুই বছর ৫০০০ টাকা করে দেওয়া হয়েছে আর এবছর আরো ৭০০ টাকা বৃদ্ধি করা হলো অর্থাৎ এবার থেকে সিভিক ভলেন্টিয়াররা অ্যাড হক বোনাস হিসাবে ৬০০০ টাকা করে পাবেন।
এবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি বড়সড় সিদ্ধান্ত নিলেন এবং সেই বিষয়ে ঘোষণা করলেন।
দুর্গা পূজার সম্মুখে সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা বাড়তে চলেছে। এতদিন পর্যন্ত সিভিক ভলেন্টিয়াররা অবসরের পরে এককালীন ৩ লক্ষ টাকা পেতেন। তবে এখন থেকে সিভিক ভলেন্টিয়াররা অবসরের পর এককালীন ৫ লক্ষ টাকা করে পাবেন।
আর এটা শুধুমাত্র কলকাতা শহরের সিভিক পুলিশদের জন্য নয়, ভিলেজ পুলিশদের জন্যও একই সিদ্ধান্তের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশদের এই ভাতা বৃদ্ধির কথা অর্থ দফতর এবং স্বরাষ্ট্র দফতর থেকে মার্চিং অর্ডার জারি করে বলা হয়েছে ৷ পুজোর আগে তাঁদের জন্য একটা বড় সুখবর দিল রাজ্য সরকার। শহর হোক বা জেলা, ট্র্যাফিক থেকে শুরু করে পুলিশের বিভিন্ন কাজে সহযোগিতার জন্য এই মুহুর্তে রাজ্যে ২ লক্ষ সিভিক ভলান্টিয়ার কাজ করেন।
খুবই অল্প বেতনের জন্য সিভিক পুলিশদের অনেকটাই পরিশ্রম করতে হয়। আর তাদের এই অক্লান্ত পরিশ্রমের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে পৌঁছেছিল তাই তাদের এই পরিশ্রমের জন্যই আরো একটু ভাতা ও বেতন বৃদ্ধির মাধ্যমে তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।
বলতে গেলে পুজোর আগেই সিভিক ভলেন্টিয়ারদের পকেট অনেকটাই ভরতে চলেছে। একদিকে যেমন অ্যাড হক বোনাস বৃদ্ধি পেল, তেমনি অবসরকালীন ভাতা বৃদ্ধি পেল। চলতি বছরের 1 এপ্রিল 2024 থেকে যারা অবসর নিয়েছেন, তারাই এই বর্ধিত ভাতা পাবেন।
মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি ঘোষণার পরে সিভিক ভলেন্টিয়ারদের কাছে এটা খুবই সুখবর তাই তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
এমন আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন এই পেজে।