West Bengal: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের নবান্নের জরুরী নির্দেশ। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য জরুরী নির্দেশ দিলো পশ্চিমবঙ্গ অর্থদপ্তর তথা West Benga Finance Department. গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান কেন্দ্র করে আজ ১২ ঘন্টার ধর্মঘট (Bangla Bandh) ডেকেছে বিজেপি। আর সেই ধর্মঘট কে কার্যত অসফল করতে রাজ্যের প্রশাসন ও রাজ্য সরকারের সমস্ত দপ্তরের কর্মীদের জরুরী নির্দেশ নবান্নের।

West Bengal Finance Department order

প্রায় দুই সপ্তাহে বেশি সময় ধরে আরজি কর হাসপাতালের এক মহিলা ডাক্তারের ধর্ষ’ণ ও খু’নের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল হয়ে রয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল হচ্ছিল জনসাধারণের। তেমনি আজ মঙ্গলবার শহরে ‘নবান্ন অভিযান’ এর ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আজকের এই নবান্ন অভিযানে প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সাথে রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের সংগ্রামী যৌথ মঞ্চও।

West Bengal Bangla Bandh

আর আজকের দিনেই ছিল ইউজিসি নেট পরীক্ষা (UGC NET Examination). যেহেতু পরীক্ষা ছিল তাই নবান্ন থেকে পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া ছিল। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে আগেই জানানো হয়েছিল, এদিন পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে। কোনও রকমের সহায়তার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন পড়ুয়ারা। অন্যদিকে, এই নবান্ন অভিযান ঘিরে কলকাতা শহরে বহু বেসরকারি স্কুলে ক্লাস বন্ধ ও সামিটিভ পরীক্ষা পিছিয়ে দেওয়ারও নোটিশ দেওয়া হয়েছিল।

নবান্ন অভিযানে কেন্দ্র করে প্রতিবাদী ছাত্র সংগঠনের সাথে পুলিশদের ধস্তাধস্তি, লাঠিচার্জ, জল কামান দেওয়ার মতন ঘটনা ঘটে। সেই সাথে পুলিশের মাথায় আঘাত করার মতনও ঘটনা দেখা যায়। বলা যায় উত্তাল অবস্থার সৃষ্টি হয় আজ দুপুর বেলায়। আর নবান্ন অভিযানের পরেই বিজেপির তরফে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ্ পালনের ডাক দেওয়া হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের প্রতিবাদেই আগামীকাল (আজ) ১২ ঘন্টা বনধ্ পালন করা হবে।

সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য জরুরী বার্তা

অন্যদিকে বিজেপি থেকে বনধ্ ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তাই নবান্ন থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আগামীকাল (আজ) বাংলা জুড়ে কোন বনধ্ মানা হবে না। এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তায় বাংলার জনগণকে বলা হয়েছে, তারা যেন বন্‌ধ পালন না করেন। প্রত্যেক দিনের মত নেই আগামীকাল (আজ) স্বাভাবিক জীবন স্বাভাবিক রাখতে হবে। সরকারি সমস্ত স্কুল কলেজ এবং অফিস খোলা রাখতে হবে তার সাথে সমস্ত ছাত্রছাত্রীর স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সরকারি অফিসে কর্মচারীদেরও সঠিক সময় হাজিরা দিতে হবে। এদিন কেউ CL বা নৈমিত্তিক ছুটি নিতে পারবে না।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে ইউনিফায়েড পেনশন স্কিম চালু হবে? রাজ্য সরকারি কর্মীরা কোন হিসাবে পেনশন পাবেন?

শুধু তাই নয়, সামনে যে দুর্গাপূজা রয়েছে সমস্ত দোকান বাজারগুলোতে এখন মানুষজন জামা কাপড় কিনতে ব্যস্ত তাই সমস্ত দোকান বাজার আগামীকাল (আজ) খোলা রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।
রাজ্য সরকার গতকাল স্পষ্টতো জানিয়ে দিয়েছেন বনধ্ এর নামে রাজ্যজুড়ে কোন ব্যবসায়ীদের ক্ষতি করা চলবে না।

আর যদিও ধর্মঘটের কারণে এই ব্যবসায়ীদের দোকান বাজার বন্ধ করতে বাধ্য করা হয় তাদের ব্যবসায় ক্ষতি করা হয় তাহলে সে ক্ষতিপূরণের দায়িত্ব নেবে রাজ্য সরকার।
এছাড়াও এদিন যাতে জনজীবন যাতে স্বাভাবিক ছন্দে চলতে পারে তার জন্য আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নবান্ন।

রাজ্য সরকারের সিদ্ধান্ত

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলে, আজ সারাদিন ধরে রাজ্যে দফায় দফায় অশান্তির চেষ্টা হয়েছে। রাজ্য সরকারের তরফে ছাত্রদের প্রতি সহমর্মিতা আছে। সিবিআইয়ের কাছে তদন্তভার আছে। কিন্তু আজ মহানগরকে ও কাল বাংলাকে স্তব্ধ করার যে চেষ্টা আছে, তা সমর্থন যোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে, বুধবার কোনও বনধ্কে মানা হবে না। সকলকে অনুরোধ, বনধ্ মেনে নেবেন না।

ধর্মঘটের নামে সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ করা বেআইনি। রাজ্য সরকারের সব দফতর খোলা থাকবে। কারও কোনও ক্ষতি হলে সরকার দেখবে। বেসরকারি বাস সহ সকলের প্রতি অনুরোধ থাকবে। বাংলাকে সচল রাখতে হবে। পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে। কর্মনাশা ধর্মঘট বিফল করে জনজীবন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন আলপন বন্দ্যোপাধ্যায়।

অর্থাৎ বোঝাই যাচ্ছে এদিন বিজেপির তরফ থেকে সারা বাংলা জুড়ে ১২ ঘন্টার বনধ এর ডাক দিলেও নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ আজ কোন জায়গায় কোনোরকম বনধ করা চলবে না। আজ যাতে সুস্থভাবে স্বাধীনভাবে জনজীবন স্বাভাবিক রাখা যায় সেই নির্দেশই দিয়েছে নবান্ন।
এমন আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment