প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শনিবার ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme) অনুমোদন করেছে, যার মাধ্যমে ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Government Emloyees) উপকৃত হতে চলেছে। শুধু তাই নয়, জানা যাচ্ছে এই নতুন পেনশন স্কীম (New Pension Scheme) বিভিন্ন রাজ্য সরকার ও গ্রহণ করতে চলেছে। এই নতুন পেনশন স্কিম ১ লা এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে। এই পেনশন স্কিমটি ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) থেকে অনেকটাই অন্যরকম।
Unified Pension Scheme features and benefits
এই পেনশন স্কিমের মাধ্যমে সরকারি কর্মী ও পেনশন গ্রাহকেরা ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন পেতে পারবেন।
UPS-এর অধীনে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ন্যূনতম ২৫ বছরের একটি ন্যূনতম যোগ্যতা পরিষেবা থাকলে, চাকরির মেয়াদ শেষ করার আগে গত ১২ মাসে টানা গড় মূল বেতনের ৫০ শতাংশ পরিমাণ একটি নিশ্চিত পেনশনের জন্য যোগ্য হবেন।
ন্যূনতম ১০ বছরের কম পরিষেবার সময়কালের জন্য, পেনশন তাদের চাকরির বছরের সমানুপাতিক হবে। স্কিমটি ন্যূনতম ১০ বছরের চাকরির পরে অবসর নেওয়া কর্মচারীদের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা ন্যূনতম পেনশনের নিশ্চয়তা দেয়।
একজন কর্মচারীর মৃত্যু হলে, স্বামী/স্ত্রী একটি নিশ্চিত পারিবারিক পেনশন পাবেন, যার পরিমাণ শেষ টানা পেনশনের ৬০ শতাংশ।
Difference Between the OPS and UPS Pension Scheme
যদি ন্যাশনাল পেনশন স্কিম এবং ইউনিফায়েড পেনশন স্কিম দুটোর মধ্যে কোনটা ভালো ও বেশি সুবিধার জনক বিচার করা হয় তাহলে ইউনিফায়েড পেনশন স্কিমটি অনেক লাভজনক আর তার জন্যই এই স্কিমটি কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদন হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেকটাই সুবিধা হতে চলেছে।
দেখে নেওয়া যাক দুটি স্কিমের মধ্যে কি কি পার্থক্য রয়েছে :-
NPS vs UPS Pension
১) ন্যাশনাল পেনশন স্কিম (NPS) এটি মূলত বাজার-নির্ভর অর্থাৎ NPS-র ক্ষেত্রে বাজারে টাকা লগ্নি করতে হয়। সেক্ষেত্রে পেনশনের টাকা নির্দিষ্ট থাকে না। বাজার কেমন চলছে সেই অবস্থার ওপর নির্ভর করে পেনশন বাবদ সেই কর্মচারী কত টাকা পাবেন।
অন্যদিকে ইউনিফায়েড পেনশন স্কিম বাজার নির্ভর নয়। তাই আপনি নিশ্চিত ভাবে বেতন থেকে ৫০ শতাংশ টাকা পেনশন বাবদ পেয়ে যাবেন।
২) NPS পেনশন স্কিমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতনের ১০ শতাংশ কন্ট্রিবিউশন করেন। এছাড়া কেন্দ্রীয় সরকার ১৪% কন্ট্রিবিউশন করেন।
অন্যদিকে, Unified Pension Scheme এ কর্মচারীরা দশ শতাংশ কন্ট্রিবিউশন করলেও কেন্দ্রীয় সরকার কন্ট্রিবিউশন করেন ১৮.৫ শতাংশ।
আরও পড়ুন, ২৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত লটারি কাটলেই ভাগ্য খুলবে এই সব রাশির জাতকদের।
৩) ইউনিফায়েড পেনশন স্কিমে কর ছাড়ের বিশেষ সুবিধা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে সংখ্যাটা এখনও পর্যন্ত নির্দিষ্ট কত সেটা জানানো হয়নি।
যদিও NPS পেনশন স্কিমের আওতায় আয়কর আইনের ৮০ সিসিডি (১) ধারার আওতায় কর্মচারীরা NPS-এ যে টাকা দেন, সেটার ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত কর ছাড়ের সুবিধা পান। ৮০ সিসিই ধারার আওতায় ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা মেলে। তাছাড়াও ৮০ সিসিডি (১বি) ধারার আওতায় ৫০,০০০ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন।
৪) সর্বদিক দিয়ে বিচার করলে কোন পেনশন স্কিম বেশি লাভজনক হবে সে ক্ষেত্রে ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমানাথনের কথা অনুযায়ী ৯৯ শতাংশ বেশি সুবিধা দেবে ইউনিফায়েড পেনশন স্কিম। তবে পেনশন স্কিম নির্বাচনের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নিজেদের ইচ্ছে অনুযায়ী স্কিম নির্বাচন করে নিতে পারেন। তবে বেশিরভাগ কর্মচারী এই ইউনিফায়েড পেনশন স্কিমের দিকেই ঝুঁকবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এমন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।