পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একাধিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধি তথা Salary Hike নিয়ে দারুন সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (CM Mamata Banerjee). আর এই ঘোষণার পর রীতিমতো খুশির জোয়ার সরকারি কর্মী মহলে (Government Employees).
Salary Hike in West Bengal
কিছুদিন আগে সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে রাজ্য সরকার। যদিও বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে সেভাবে খুশি নন কর্মীরা। আর এবার আরো কিছু কর্মীদের একটি ভাতা বাড়িয়ে দিল রাজ্য সরকার। কমবেশি সাত হাজার টাকা বেতন ভাতা বাড়তে চলেছে! পুজোর আগেই এমন খুশির খবর শুনে সকলের মুখে চওড়া হাসি। কিন্তু কোন ভাতা বাড়িয়ে দিল সরকার? কাদের ভাতা বাড়ল? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে।
পশ্চিমবঙ্গে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত!
২০২৪ এর লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর তারপর থেকেই সরকারি কর্মীদের জন্য (Government Employees) একের পর এক সুখবর দিচ্ছে রাজ্য সরকার। বিভিন্ন ভাতা বৃদ্ধি (Salary Hike), বহু নতুন প্রকল্পের ঘোষণা আসছে রাজ্য সরকারের তরফে। বাংলার সরকার এবার সরকারি কর্মীদের (Government Employees) নির্দিষ্ট একটি ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করল।
বলা ভালো নির্দিষ্ট একটি ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এই বিষয়টি নিয়ে ব্যাপক খুশি এই রাজ্যের সকল সরকারি কর্মীদের একাংশের (Government Employees). এক কথায় বলা চলে, পুজোর আগে এই খবর যেন সোনায় সোহাগা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের অপেক্ষায় অনেকদিন ধরেই ছিলেন তাঁরা। এর আগে একাধিকবার ধর্না অবস্থান কর্মসূচী, ডেপুটেশন প্রভৃতি করা হয়েছে। অবশেষে পুজর মুখে যেন তারই সুফল দেখা মিললো।
কত টাকা বেতন বাড়ছে?
প্রধানত অভিজ্ঞতার ভিত্তিতে নূন্যতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তের ফলে মোটামুটি প্রায় সাত হাজার টাকার ভাতা বৃদ্ধি পেল। মোটামুটি টাকার হিসেব করলে বলা যায়, কোনও কর্মী যদি টানা পাঁচ বছর ধরে কাজ করেন, তাহলে ন্যূনতম বেতন হিসেবে তাঁর টাকা হবে ২১,০০০ টাকা।
আর যদি কোন কর্মী টানা দশ বছর ধরে কাজ করেন তাহলে তাঁর বেতন হবে মোটামুটি ২৬ হাজার টাকা। তবে বিষয়টি এখানেই শেষ নয়। যদি কোন কর্মী টানা ১৫ বছর ধরে কাজ করেন তাহলে তাঁর বেতন হবে প্রায় ৩২ হাজার টাকা। আর ২০ বছর ধরে টানা কাজ করলে সেই কর্মীর বেতন হবে মোটামুটি প্রায় ৩৯ হাজার টাকা।
কাদের এই ভাতা বাড়ছে?
সম্প্রতি রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি (Salary Hike) করা হবে। এতদিন ধরে এই প্রশিক্ষকরা (ICT Computer Teacher) প্রতিমাসে ১০,১৯০ টাকা করে ভাতা পেতেন। তবে এখন অভিজ্ঞতা যত বাড়বে ততো ভাতা বাড়বে এই সকল কর্মীদের। প্রসঙ্গত ICT কম্পিউটার প্রশিক্ষকেরা প্রযুক্তি প্রকল্পের আওতায় শিক্ষকতা করেন। রাজ্য সরকারের স্কুলে পড়ালেও SSC বা TET থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন ও পেনশন কাঠামো তাদের নেই।
আরও পড়ুন, আগস্ট মাসে টানা বন্ধ থাকছে পশ্চিমবঙ্গের স্কুল কলেজ ও সরকারী অফিস। দেখে নিন ছুটির তালিকা
এদিকে সরকার জানিয়েছে, চুক্তি ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের (ICT Computer Teacher) ভাতা কাঠামো ধাপে ধাপে বৃদ্ধি পাবে। প্রতিবছর অভিজ্ঞতার ভিত্তিতে এটি বাড়বে। কতটা বাড়বে? আর কিভাবে বাড়বে সেটাও জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। বর্ধিত ভাতা লাগু হবে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাস থেকে। যদিও এতদিন কোন নিয়ম মেনে স্কুল স্তরের কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বাড়ানো হতো না। কিন্তু এবার সঠিকভাবে নিয়ম বেঁধে দেওয়া হল।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে টোটো নিয়ে কড়া নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের! চালক ও নিত্যযাত্রীদের জানা আবশ্যক