WB Employee Salary, পশ্চিমবঙ্গের কর্মীদের স্বার্থে আরো একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী জনসভার বক্তব্য হলেও, তাৎপর্য রয়েছে বলে মনে করছেন অনেকেই। নির্বাচনী বিধি চালু থাকায় সরাসরি সরকারী কর্মীদের নিয়ে কথা না বললেও সুকৌশলে এটা বুঝিয়ে দিলেন তৃতীয় ইনিংসে পোস্টাল ব্যালেটের প্রভাবে যথেষ্ট খুশি তিনি। অনেকের কাছে বিষয়টি অযৌক্তিক হলেও বলার অপেক্ষা রাখে না, এক মাসে ৪ কোটি মানুষকে দুয়ারে সরকার কর্মসূচীতে পরিষেবা দিয়ে এর আগেও প্রশংসা করেছেন সরকারী কর্মীদের।
এবার গতকাল নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভোটের দিন সকলকে ভোটদানের সুযোগ দিতে হবে। কোনও বেসরকারী কর্মীর ও মাইনে কাটলে কড়া ব্যাবস্থা নেবে সরকার। ভোটের দিন সবারই ভোট দেওয়ার অধিকার থাকে, ছুটিও পাওয়া যায়। একথা সকলেরই জানা। তবে কোনও রাজনৈতিক নেতা কিম্বা মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে আরো জোর দিয়ে জনসমক্ষে এভাবে বলেছেন কিনা, আপাতত মনে করা যাচ্ছে না।
বিষয়টি সাধারন মনে হলেও, ভবিষ্যতে আরও কিছু ঘোষণার ইঙ্গিত আগেই মিলেছে। এবার এটাই দেখার সেই ইঙ্গিত বাস্তবে কতটা মেলে।