JM Sethia Merit Scholarship – প্রতিমাসে ১ হাজার টাকা পাবেন। আবেদন করুন জে এম সেঠিয়া স্কলারশিপে

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নতির লক্ষ্যে সরকার ও বিভিন্ন প্রাইভেট সংস্থা প্রতিনিয়ত কাজ করে চলেছে। সেই লক্ষ্যে JM Sethia Merit Scholarship Trust এর পক্ষ থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ‘জে এম সেঠিয়া মেরিট স্কলারশিপ’ ঘোষণা করা হয়েছে। এই স্কলারশিপটির মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য উৎসাহিত করা এবং তাদের শিক্ষার উন্নতির জন্য অর্থনৈতিক সহায়তা প্রদান করা।

JM Sethia Merit Scholarship Scheme 2024

স্কলারশিপের বিবরণ

‘জে.এম সেঠিয়া মেরিট স্কলারশিপ’ একটি প্রাইভেট স্কলারশিপ যা JM Sethia Charitable Trust (NGO) Private Scholarship এর পক্ষ থেকে দেওয়া হয়। ১৯৯৭ সাল থেকে এই স্কলারশিপটি প্রদান করা হচ্ছে এবং প্রতি বছর নির্বাচিত পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করা হয়।

যোগ্যতা

JM Sethia Merit Scholarship স্কলারশিপে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে। এগুলি হলঃ

পরীক্ষায় নম্বর প্রয়োজনঃ
ধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের ৭৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের ৬৫% নম্বর প্রয়োজন এবং পেশাদার কোর্সের ছাত্র-ছাত্রীদের ৫০% নম্বর প্রয়োজন।

পরিবারের বার্ষিক আয়ঃ
পরিবারের বার্ষিক আয় 1,20,000/- টাকার বেশি হওয়া চলবে না।

স্কলারশিপের পরিমাণ

প্রাপ্ত স্কলারশিপের পরিমাণ শিক্ষার্থীর স্তর ও কোর্সের উপর নির্ভর করে।

  • একাদশ শ্রেণীর জন্যঃ প্রতি মাসে ৫০০ টাকা।
  • স্নাতক স্তরের (BA, BSc, BCom) জন্যঃ প্রতি মাসে ৬০০ টাকা।
  • পেশাদারী কোর্সঃ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি কোর্সের পড়ুয়ারা প্রতি মাসে ১ হাজার টাকা পাবেন।

আবেদন প্রক্রিয়া

এই স্কলারশিপটির জন্য আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুইভাবেই করা যাবে। অনলাইন আবেদন করার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিলাপ পেজে গিয়ে স্কলারশিপের জন্য আবেদন পত্র পূরণ করতে পারবেন।

আবেদন করুন বিরাট কোহলী স্কলারশিপে, এখানে ক্লিক করুন।

আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, ঠিকানা, পরীক্ষার রেজাল্টের বিবরণ যাবতীয় একাডেমিক তথ্য পূরণ করতে হবে।
তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে আপলোড করে ফর্ম জমা করে নিলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • পূর্ববর্তী ক্লাসের মার্কশিট
  • পরিবারের ইনকাম সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
  • BPL কার্ড/জাতিগত সার্টিফিকেট (যদি থাকে)

আবেদন করুন শাহরুখ খান স্কলারশিপে, এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ

এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ৩১শে জুলাই, ২০২৪। ছাত্রছাত্রীরা এই সুযোগটি মিস না করে, অবশ্যই যোগ্য থাকলে অনলাইনে আবেদন করে নিতে পারেন।
JM Sethia Merit Scholarship বিষয়ে আরও তথ্যের অন্য অফিসিয়াল সাইট ভিজিট করুন। স্কলারশিপ সংক্রান্ত আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment