Muskan Scholarship Program 2024: ভারতের নিম্ন থেকে মধ্যবিত্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্যের জন্য এর আগেই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নানা ধরনের স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। যার দ্বারা উপকৃত হয়েছে কোটি কোটি শিক্ষার্থী। এবার আরো একটি এরকম স্কলারশিপের আবেদন শুরু হল। যেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে ১২,০০০ টাকা। এই সুযোগ এনে দিয়েছে ‘Valvoline’ সংস্থার Muskan Scholarship Program 2024. কি যোগ্যতা দরকার এই স্কলারশিপের জন্য? কিভাবে আবেদন করবেন? দেখে নিন বিস্তারিত।
Muskan Scholarship – মুসকান স্কলারশিপ
স্কলারশিপ প্রোগ্রাম
ভ্যালভোলিন কোম্পানি, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরাট কোহলি (Virat Kohli), সাধারণত বাইক এবং ইঞ্জিনের অয়েল নিয়ে ব্যবসা করে। এবার তারা সমাজের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে সহায়তার জন্য Muskan Scholarship চালু করেছে। সফল আবেদনকারীরা বার্ষিক ১২,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন। এই টাকা তাদের টিউশন ফি, স্টেশনারি বস্তু এবং ইউনিফর্ম ইত্যাদি খরচে ব্যবহার করা যাবে।
Muskan Scholarship Eligibility
- নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়া ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।
- পূর্ববর্তী ক্লাসের বার্ষিক পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর থাকতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ₹৮ লক্ষের মধ্যে থাকতে হবে।
- মেকানিক, গাড়ির ড্রাইভার বা ইঞ্জিন সংক্রান্ত কাজে নিযুক্ত পিতা-মাতার সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।
Muskan Scholarship Requirement
- আধার কার্ড বা ভোটার কার্ড
- চলতি শিক্ষাবর্ষের ভর্তি রশিদ
- বিগত ক্লাসের মার্কশিট ও সার্টিফিকেট
- পারিবারিক বার্ষিক আয়ের বৈধ রশিদ
- অভিভাবকের পেশার প্রমাণপত্র
- স্থানীয় বসবাসের প্রমাণ
- ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আবেদন প্রক্রিয়া
১. এর জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।
২. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।
৩. আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
হেল্পলাইন নম্বর
এই সংক্রান্ত কোনো প্রশ্নের জন্য ফোন করতে হবে 8447733263 নম্বরে, অফিসিয়াল সময়ের মধ্যে। এটি একটি বড় সুযোগ যা ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনকে আরও সহজ ও সুষ্ঠু করতে সহায়তা করবে। যারা এই স্কলারশিপের জন্য যোগ্য মনে করছেন, তারা দ্রুত আবেদন করে, এই সুযোগটি গ্রহণ করুন। এই সমস্ত খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটিতে চোখ রাখুন।
Written by Nabadip Saha.