রান্নার গ্যাসের দাম নিয়ে সুখবর। হেঁসেলের খরচ কমাতে LPG GST কমালো কেন্দ্র সরকার। কত টাকা কমে পাবেন?

সাধারণ মানুষের রান্নার খরচ কমাতে LPG GST নিয়ে এবার বিরাট পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পেট্রো পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে রান্নার এলপিজি গ্যাসের ও দাম বৃদ্ধির (LPG Price Hike) ফলে বেকায়দায় পড়েছিলেন সাধারণ মানুষ। যদিও আগের চেয়ে রান্নার গ্যাস এখন অনেকটাই সস্তা, কিন্তু ৮০০ টাকার কমে তা নেই।

LPG GST on Stoves HSN Code and GST Rate reduced

যারা উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) গ্রাহক তাদের জন্য ৫০০ টাকা। কিন্তু যারা এই প্রকল্পের আওতায় নেই, অর্থাৎ সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষদের পক্ষে এই খরচটুকুও যোগানো কি সম্ভব? বলুন তো। তাই তাদের কথাই চিন্তা করে এবার রান্নার গ্যাস জ্বালানির খরচ ও তারসাথে রান্নার সরঞ্জামের খরচ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল কেন্দ্র। যাতে স্বস্তি মিলতে চলেছে সেই সব দরিদ্র অসহায় মানুষদের।

LPG Stove GST Rate

দেশের কোটি কোটি জনগণের জন্য একটি সুখবর! ভারত সরকারের অর্থ মন্ত্রক সম্প্রতি এলপিজি স্টোভের (GST on LPG Cylinder) উপর জিএসটি হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে এক ধাক্কায় অনেকটা দাম কমে গেছে রান্নার গ্যাস স্টোভের। আসলে এলপিজি গ্যাস সিলিন্ডারের মতো ওভেন প্রতি মাসে কিনতে হয়না ঠিক, তাই অনেকেরই মনে হতে পারে এর মাধ্যমে আর কি উপকার হবে?

কিন্তু আপনি যদি প্রথম গ্যাসের কানেকশন নিচ্ছেন, সে ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের সঙ্গে গ্যাস ওভেন টিও আপনাকে কিনতে হবে। যার জন্য একটা বড় সড় খরচ হয়। কিন্তু এই মুহূর্তে ওভেনের ওপর GST কমানো টাকা অনেকটাই বাঁচবে সাধারণ মানুষের।

আরও পড়ুন, মোবাইল রিচার্জের দাম বাড়তেই, PM মোদীর কড়া হুঁশিয়ারি! অবশেষে স্বস্তি মিলবে গ্ৰাহকদের?

কত কমল দাম?

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকের বিবৃতিতে জানা গেছে, এই নতুন নীতি অনুসারে, এলপিজি স্টোভের উপর জিএসটি আগে ছিল ২১%. সেটা এখন কমিয়ে ১৮% করা হয়েছে। এর মানে হলো, ১০০০ টাকার এলপিজি স্টোভ কেনার জন্য এখন থেকে ৩০ টাকা কম জিএসটি দিতে হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে।

আরও পড়ুন, পোস্ট অফিসে কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করলেই মিলবে ২ লক্ষ টাকা।

এই নতুন জিএসটি নীতি কিন্তু সবধরনের স্টোভের জন্য উপলব্ধ নয়। শুধুমাত্র ১২ কেজি ওজনের নীচের এলপিজি স্টোভের জন্যই বর্তমানে জিএসটি হ্রাস করেছে কেন্দ্রীয় সরকার। ১২ কেজি ওজনের বেশি স্টোভের জন্য জিএসটি ২১% অর্থাৎ আগের নিয়মেই থাকবে।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment