রেশন কার্ড গ্রাহকদের মোবাইলে মেসেজ ঢুকছে। Ration Card ও ফ্রি রেশন নিয়ে কি নির্দেশ এলো?

পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের Ration Card নিয়ে একটি বড়সড় ঘোষণা। জুলাই মাস পড়তে না পড়তেই রাজ্যবাসী পেতে শুরু করেছেন একটি মেসেজ। যাদের রেশন কার্ড আছে, তাদেরই রাজ্য সরকার এই মেসেজ পাঠাচ্ছে বলে খবর। কি কারনে মোবাইলে মেসেজ ঢুকছে? সরকারের কি নির্দেশ এলো? যারা মেসেজ পেয়েছেন, তাদের কি করণীয় এবং যারা মেসেজ পান নি তাদের কি হবে। সবকিছু জেনে নিন বিস্তারিত।

Free Ration items list for Ration Card Customers

রেশন কার্ড বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথি। একদিকে যেমন প্রতি মাসে সরকারের তরফ থেকে ফ্রি খাদ্য সামগ্রী (Free Ration Intems List) পেতে এটি লাগে, তেমনি পরিচয় পত্র (Documents) হিসেবেও অনেক জায়গায় ব্যবহৃত হয়। তাই কোনরকম ক্ষয়ক্ষতি এড়াতে রেশন কার্ড নিয়ে কি মেসেজ দেওয়া হচ্ছে সেটা জেনে নেওয়া একান্ত দরকার।

রাজ্যের রেশনে এলো নতুন নিয়ম

জুলাই মাস শুরু হতেই পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর বিভিন্ন রেশন গ্রাহকদের মোবাইলে মেসেজ পাঠানো শুরু করেছে। এই মেসেজে গ্রাহকের কার্ড অনুযায়ী কী কী খাদ্য সামগ্রী পাওয়া যাবে তা উল্লেখ থাকছে। পশ্চিমবঙ্গে পাঁচ ক্যাটাগরির Ration কার্ড রয়েছে: PHH, AAY, SPHH, RKSY1, RKSY2. এই সকল উপভোক্তাদের ফোনেই সেই মেসেজ পাঠাসনা হচ্ছে রাজ্যের তরফ থেকে।

কেন এই নিয়ম?

রেশন দুর্নীতির কারণে অনেকেই ঠিকমতো রেশন পাচ্ছিলেন না। এই সমস্যার সমাধানে মমতা সরকার ২০২৩ সালের জুন মাস থেকে নতুন নিয়ম চালু করেছে। গ্রাহকদের নিবন্ধিত মোবাইল নম্বরে ম্যাসেজ পাঠানো হয়, যেখানে তাদের কার্ড অনুযায়ী কতটা রেশন (Ration items list) পাওয়া যাবে তা উল্লেখ থাকে। বিশেষজ্ঞেরা মনে করছেন, এতে রেশন দুর্নীতি কমেছে এবং গ্রাহকদের মধ্যে স্বচ্ছতা বেড়েছে।

ই-রেশন কার্ড ডাউনলোড প্রক্রিয়া

খাদ্য বিভাগ পশ্চিমবঙ্গ রেশন কার্ডধারীদের জন্য অনলাইনে ই-রেশন কার্ড ডাউনলোড করার সুবিধা প্রদান করেছে। অনেকেই সঠিক প্রক্রিয়া জানেন না, তাই ধাপে ধাপে নির্দেশিকা দেওয়া হল। কিভাবে ডাউনলোড করবেন, জেনে নিন।

আরও পড়ুন, আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে? এবার নতুন কি কি প্রকল্প আসছে?

খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট খুলুন।
মেনু থেকে E-CITIZEN নির্বাচন করুন এবং ডাউনলোড ই-কার্ড অপশন সিলেক্ট করুন।
রেশন কার্ড নম্বর এবং কার্ডের ধরন লিখুন, তারপর ডাউনলোড বোতাম নির্বাচন করুন।
আপনার ই-রেশন-কার্ড PDF ফাইলে ডাউনলোড হবে। এটি প্রিন্ট করে রাখা উচিত, যাতে আপনি সরকারি রেশন দোকান থেকে রেশন পেতে পারেন।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে ফের ২ দিনের বিশেষ ছুটি ঘোষণা। সরকারি ও বেসরকারি অফিস বন্ধ। কারা কারা পাবেন?

এই নতুন ব্যবস্থার মাধ্যমে রেশন গ্রাহকরা আরও সুবিধাজনক এবং স্বচ্ছভাবে রেশন পেতে পারবেন। অর্থাৎ এখন থেকে সারা দেশের রেশন ব্যাবস্থা (Rationing System) কে আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের মাধ্যমে প্রকৃত গ্রাহক যেন তার পারাপ্য রেশন পেতে পারেন, সেই ব্যাপারে কড়াকড়ি ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের আরও খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment