Dearness Allowance – পশ্চিমবঙ্গের বকেয়া DA নিয়ে বড় আপডেট। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় আশা জাগছে রাজ্য সরকারি কর্মীদের।

কেন্দ্রীয় সরকার তার কর্মীদের বর্তমানে ৫০ শতাংশ ডিএ (Dearness Allowance) প্রদান করে মূল বেতন বা Basic Pay এর সঙ্গে। যদিও রাজ্য সরকার ও ইতিমধ্যে দুবার ৪ শতাংশ করে মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যার ফলে এখন এ রাজ্যের কর্মীদের ডিএর পরিমাণ হয়েছে ১৪ শতাংশ। জুলাই মাসে আরো ৪ শতাংশ এরিয়ার পাওয়ায় মোট ১৮ শতাংশ ডিএ হবে রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু তা সত্ত্বেও ৩২ শতাংশ ফারাক রয়ে গেছে এখনো। যার কারণে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীরা। তবে এবার হয়তো তাদের ক্ষোভ মিটতে চলেছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এমনটাই আশা জাগছে সকলের।

Dearness Allowance for West Bengal Govt Employees

আজ থেকে ৮ বছর আগে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে পশ্চিমবঙ্গের সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু তাদের সেই দাবি পূরণ হয়নি এখনো। এই নিয়ে হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছেন তারা বহুবার। কিন্তু যতবারই কোর্টে কেস উঠেছে ততবারই পিছিয়ে গেছে মামলা শুনানির তারিখ। যার জেরে হতাশার মধ্যে রাজ্য সরকারি কর্মীরা।

রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের মামলার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের মে’তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু কোর্টের এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে রাজি হয়নি তখন রাজ্য সরকার।

কোর্টের রায়ের তারা পাল্টা যুক্তি দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে বহন করা কঠিন। তাই সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই এই সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছিল রাজ্য সরকার। তবে সেটা খারিজ করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে শুরু হয় বিচার। কিন্তু সুপ্রিম কোর্টে যতবারই এই মামলাটি ওঠে পিছিয়ে দেওয়া হতে থাকে শুনানির তারিখ। শেষবার ১৮ই মার্চ এই মামলার শুনানি হবার কথা ছিল। কিন্তু তখনও সময়ের অভাবে স্থগিত করে দেওয়া হয় তা। এরপর আগামী ১৫ই জুলাই সেই মামলার শুনানি ফের ঘোষণার দিন জানায় আদালত।

আরও পড়ুন, ফিক্সড ডিপোজিট না কি পাবলিক প্রভিডেন্ট ফান্ড? কোথায় টাকা রাখলে বেশি লাভ?

এদিকে জুন মাস শেষ হয়ে পড়তে চলেছে জুলাই। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে কি ভাবনা চিন্তা করছে সুপ্রিম কোর্ট? রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় আসা কি আদৌ সম্ভব? এই নিয়ে মুখ খুলেছেন কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িসের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

মলয়বাবু বলেন, “অনেকেই আমাদের সাথে ডিএ মামলার (Dearness Allowance) শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করছেন। অনেককে জবাব দিচ্ছি। তবে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকলে বা অনেক সময় নজরে না পড়লে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এতে আমরা আপনাদের এড়িয়ে যাচ্ছি একেবারেই এমনটা নয়। আগামী ১৫ জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে স্থির আছে। এরপর সেখানে কি রায় আসে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে।”
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment